চোখের মেকআপ

চোখের মেকওভার করুন ৫০০ টাকার নীচে এই চারটি দারুণ আইলাইনার দিয়ে!

Debapriya Bhattacharyya  |  Jun 13, 2019
চোখের মেকওভার করুন ৫০০ টাকার নীচে এই চারটি দারুণ আইলাইনার দিয়ে!

মেকআপ করার সময়ে চোখের মেকআপটা যাতে ঠিকঠাক হয়, তার জন্য আমরা অনেকটাই সময় ব্যয় করি, সঙ্গে পরিশ্রমও। বিয়েবাড়ি হোক বা বন্ধুদের সঙ্গে শপিং অথবা নিছকই অফিস বা কলেজ যাওয়ার সময়ে পরিপাটি করে চোখের মেকআপ করি বা না করি, আইলাইনার কিন্তু আমরা কেউই লাগাতে ভুলি না। কবি যতই ‘কালো টানা টানা চোখ’-এর কথা বলে থাকুন না কেন, স্টাইলের ক্ষেত্রে কিন্তু আমরা কেউই শুধুমাত্র ওই একটি রঙে আটকে রাখিনি নিজেদের। কালো বাদ দিয়েও অন্যান্য রঙ যেমন টারকোয়াইজ, সি গ্রিন, নিয়ন গ্রিন, ডার্ক ব্লু, সাদা, ব্রাউন নানা রঙের আইলাইনার দিয়ে আমরা এক্সপেরিমেন্ট করেই যাই। আর শুধু কি রঙ? নানা স্টাইলও আছে আইলাইনার লাগানোর। তবে সবসময় দামি আইলাইনার না কিনে যদি কম দামেও ব্র্যান্ডেড আইলাইনার পাওয়া যায় তাতে ক্ষতি কি কিছু আছে? আজকে এমন কয়েকটা আইলাইনারের কথা বলব যেগুলো ৫০০ টাকারও কমে আপনি পেয়ে যাবেন অনায়াসে! 

সেরার সেরা চারটি আইলাইনার, যা আপনার স্টাইলে আলাদা মাত্রা যোগ করবে!

৫০০ টাকার নীচে (under Rs. 500) সেরা চারটি আই লাইনারের  (eyeliners) হদিশ দেব আমরা…

১। মেবিলিন নিউ ইয়র্ক লং লাস্টিং ড্রামা লাইট আইলাইনার পেন্সিল

বেশ একটা ভেলভেটি টেক্সচার যদি পেতে চান, তা হলে এই আই পেন্সিলটি ব্যবহার করতে পারেন eyeliner হিসেবে। স্টারলাইট গোল্ড, মুনলাইট পার্পল, শাইনি ব্রোঞ্জ, টুইঙ্কল ব্ল্যাক এবং হোয়াইট লাস্টর – এই ৫টি শেডে আপনি এই আইলাইনার পেয়ে যাবেন, নিজের পছন্দমতো রঙ বেছে নিন এবং স্টাইল করুন!

সুবিধে

অসুবিধে

২। ল্যাকমে অ্যাবসল্যুট শাইন আইলাইনার

ছোটবেলায় লিকুইড আইলাইনার ব্যবহার করতেন মনে আছে? নেলপলিশের মতো একটা শিশিতে পাওয়া যেত ল্যাকমের এই লিকুইড আইলাইনার। এখনও ক্লাসিক উইংড লুকের জন্য কিন্তু এই প্রোডাক্টটিই বেস্ট!

সুবিধে

অসুবিধে

৩। কালারবার ওয়াটারপ্রুফ আইলাইনার

অরগানিক প্রোডাক্ট খুঁজলে কালারবারের এই ওয়াটারপ্রুফ আইলাইনারটি ব্যবহার করতে পারেন। যদি আপনার চোখে সব ধরনের প্রোডাক্ট ব্যবহার করাতে সমস্যা হয়, সেক্ষেত্রেও আপনি এই লিকুইড আইলাইনারটি ব্যবহার করতে পারেন। দামও খুব একটা বেশি নয়।

সুবিধে

অসুবিধে

৪। ব্লু হেভেন লাইন অ্যান্ড ডিজাইন স্কেচ আইলাইনার

অনেকেই এখনও এমন আইলাইনার ব্যবহার করেন যেগুলো শার্পনার দিয়ে শার্প করতে হয়! আর শার্পনার খুঁজে পাওয়াটা বেশ মুশকিলের ব্যাপার। ব্লু হেভেনের এই আইলাইনারটিতে ইন-বিল্ট শার্পনার রয়েছে, যার ফলে আপনাকে আলাদা করে আর শার্পনারের জন্য হন্যে হয়ে ঘুরতে হয় না!

সুবিধে

অসুবিধে

 

POPxo এখন ৬টা ভাষায়! ইংরেজি, হিন্দি, তামিল, তেলুগু, মারাঠি আর বাংলাতেও!

আপনি যদি রংচঙে, মিষ্টি জিনিস কিনতে পছন্দ করেন, তা হলে POPxo Shop-এর কালেকশনে ঢুঁ মারুন। এখানে পাবেন মজার-মজার সব কফি মগ, মোবাইল কভার, কুশন, ল্যাপটপ স্লিভ ও আরও অনেক কিছু!

Read More From চোখের মেকআপ