Dry Skin

স্কিন ড্রাই হোক বা অয়েলি – ডিমের এই ফেস প্যাকগুলো লাগাতেই পারেন

Debapriya Bhattacharyya  |  Apr 1, 2021
ত্বক শুষ্ক হোক বা তৈলাক্ত - ডিমের এই ফেস প্যাকগুলো লাগাতেই পারেন in bengali

সুন্দর স্বাস্থ্যোজ্জ্বল চুলের পিছনে ডিমের অবদানের কথা নিশ্চয়ই জানেন। কিন্তু এটা কি জানেন, ডিম আপনার স্কিনেও পুষ্টি জুগিয়ে (5 diy egg face packs for oily and dry skin) স্কিনটাকে সুন্দর ও উজ্জ্বল করে তোলে। তবে মজার বিষয় হল, অয়েলি অথবা ড্রাই- এই ধরনের স্কিনের জন্য কিন্তু ডিম দারুণ উপাদান। ডিমের কুসুম হল ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ। যেটা আপনার স্কিনে ময়েশ্চার জোগায়। যেখানে ডিমের সাদা অংশে রয়েছে অ্যালবুমিন। যেটা আপনার স্কিনের পোরস টাইট করে আর স্কিনের অতিরিক্ত তৈলাক্ত ভাব দূর করে। ফলে বুঝতেই পারছেন, আপনার স্কিনের সব রকম সমস্যার একটাই সমাধান, আর সেটা হল ডিম। তাই এই গরমে ঘরে বসেই ডিমের ফেস প্যাক (5 diy egg face packs for oily and dry skin) অথবা মাস্ক দিয়ে করুন স্কিনের যত্ন!

ত্বকের আর্দ্রতা ধরে রাখার জন্য

ছবি – পেক্সেলস ডট কম

এই ফেস প্যাক আপনার স্কিনে ময়েশ্চারের জোগান দেবে। আর সুন্দর উজ্জ্বল হবে।

ক) একটা বাটিতে শুধু ডিমের কুসুমটা নিয়ে নিন।

খ) এ বার তার মধ্যে এক চা-চামচ মধু মিশিয়ে নিন।

গ) এর পর ভাল করে ফেটিয়ে সুন্দর একটা মিশ্রণ বানিয়ে নিয়ে পরিষ্কার করা মুখে লাগান।

ঘ) ১০-১৫ মিনিট রাখার পরে ধুয়ে ফেলুন।

ত্বকের তারুণ্য বজায় রাখার জন্য

এই ফেস মাস্কটা (5 diy egg face packs for oily and dry skin) সব ধরনের স্কিনের জন্য। আর এর মধ্যে অ্যান্টি-এজিং উপাদান রয়েছে।

ক) একটা বাটিতে ডিমের সাদা অংশটা নিয়ে নিন।

খ) একদম কুচি কুচি করে ছোট একটা গাজর আর দুধ ওই ডিমের সাদা অংশের সঙ্গে মিশিয়ে নিন।

গ) মুখটা পরিষ্কার করে নিয়ে মিশ্রণটা মুখে লাগিয়ে রাখুন।

ঘ) ১৫-২০ মিনিট রেখে শুকিয়ে গেলে জল দিয়ে ধুয়ে ফেলুন।

অকালে রিঙ্কলস পড়া রোধ করার জন্য

ছবি – পেক্সেলস ডট কম

তিরিশের কোঠা পেরোতে না পেরোতেই বলিরেখার চিন্তা চেপে বসে। বলিরেখা কমাতেও এই ডিমের ফেস প্যাক (5 diy egg face packs for oily and dry skin) দারুণ।

ক) ডিমের সাদা অংশ নিয়ে পরিষ্কার করা মুখে লাগিয়ে নিন।

খ) পুরোপুরি শুকোনো পর্যন্ত অপেক্ষা করুন।

গ) ১০ মিনিট পরে জল দিয়ে ধুয়ে ফেলুন।

ঘ) মুখ মুছে নিয়ে আন্ডার আই ক্রিম অথবা জেল লাগিয়ে নিন।

স্কিন টাইটেনিং-এর জন্য

রক্ত চলাচল নিয়ন্ত্রণ করে এই ফেস প্যাক। পাশাপাশি, এটা স্কিন টাইটনিংয়েও সাহায্য করে।  

ক) প্রথমে মুখটা পরিষ্কার করে নিন।

খ) এ বার একটা কাচের বড় বাটিতে ডিমের সাদা অংশ আর ডিমের কুসুমটা আলাদা করে নিন।

গ) এ বার একটা তুলোর বল নিয়ে ডিমের সাদা অংশে ডুবিয়ে নিয়ে মুখে লাগিয়ে নিন।

ঘ) ১০-১৫ মিনিট রেখে শুকিয়ে নিন।

ঙ) জলে ধুয়ে নিন।

অ্যাকনের সমস্যা দূর করার জন্য

ছবি – পেক্সেলস ডট কম

এই ফেস প্যাকটা (5 diy egg face packs for oily and dry skin) আপনার মুখের অয়েল সিক্রেশন কন্ট্রোল করে। তা ছাড়া এই প্য়াকটা অয়েলি স্কিনের অন্যান্য সমস্যা দূর করতে সাহায্য় করে।

ক) ডিমের সাদা অংশ নিয়ে নিন।

খ) এ বার তার মধ্যে মুলতানি মাটি মিশিয়ে নিন। একটা ঘন পেস্ট বানিয়ে নিন।

গ) মুখে লাগিয়ে ১৫-২০ মিনিট অপেক্ষা করুন।

ঘ) শুকিয়ে গেলে জল দিয়ে ধুয়ে ফেলুন।

https://bangla.popxo.com/article/how-to-get-rid-of-pox-scars-in-bengali

POPxo এখন চারটে ভাষায়! ইংরেজি, হিন্দি, মারাঠি আর বাংলাতেও!                

বাড়িতে থেকেই অনায়াসে নতুন নতুন বিষয় শিখে ফেলুন। শেখার জন্য জয়েন করুন #POPxoLive, যেখানে আপনি সরাসরি আমাদের অনেক ট্যালেন্ডেট হোস্টের থেকে নতুন নতুন বিষয় চট করে শিখে ফেলতে পারবেন। POPxo App আজই ডাউনলোড করুন আর জীবনকে আরও একটু পপ আপ করে ফেলুন!

Read More From Dry Skin