শ্যাম্প্যুর বিজ্ঞাপনে যেমন দেখানো হয়, মডেলের মাথায় একরাশ ঘন স্বাস্থ্যে ঝলমল করা চুল; আমারও ইচ্ছে করে যে আমার মাথাতেও ওরকম সুন্দর চুল থাকুক। লম্বা চুলে নানা স্টাইল করবো প্রতিদিন আর সবাই বেশ আমার প্রশংসা করবে! তা সেসব ভেবে তো চুল লম্বা করতে আরম্ভ করলাম কিন্তু সমস্যা হল অন্য জায়গায়। চুল লম্বা হলেই জট পড়তে আরম্ভ করল আর সেই জট (tangle) ছাড়াতে গিয়ে চুল ভাঙ্গতে শুরু করল, ফলে মনের মতো লম্বা চুল তো অনেক দূরের কথা, চুলের ক্ষতি হতে আরম্ভ হল। এরকম অনেকেই আছেন যারা লম্বা চুল পছন্দ করেন, কিন্তু চুলে জট পড়ার কারণে কিছুতেই চুল লম্বা করতে পারেন না, তাঁদের জন্যই আজ কয়েকটা টিপস (Tips) দেবো যেগুলো আমি নিজে কাজে লাগিয়ে উপকার পেয়েছি ।
চুলে জট কেন পড়ে?
চুলে যাতে জট না পড়ে সেই টিপস দেবার আগে জানিয়ে রাখা ভালো যে চুলে জট কেন পড়ে। নানা কারণে চুলে জট পড়তে পারে –
- ঘুমনোর সময়ে চুল বেঁধে না শুলে
- নিয়মিত চুল না আঁচড়ালে
- চুলের স্বাভাবিক আর্দ্রতা কমে গেলে
- নিয়মিত চুল ট্রিম না করলে
- চুলের কিউটিকলস ড্যামেজ হলে
চুলে জট পড়া থেকে মুক্তি পেতে এই ৫ টি টিপস কাজে লাগান
দেখলেন তো, ঠিক কি কি কারণে চুলে জট পড়তে পারে, এবার জেনে নিন কি করলে চুলে জট পড়বে না –
১। শ্যাম্প্যুর পর চুলে কন্ডিশনার লাগাতে হবে
২। চওড়া দাঁতের চিরুনি দিয়ে চুল আঁচড়ান
চুল আঁচড়ানোর সময়ে চওড়া দাঁতের চিরুনি ব্যাবহার করুন। এতে জট পড়া চুল আঁচড়াতে সুবিধে হবে এবং চুল ভাঙবেও কম।
৩। নিয়মিত চুলে তেল লাগাতে হবে
৪। গরম জলে চুল ধোবেন না
গরম জলে চুল ধুলে চুলের চুলের কিউটিকলস ক্ষতিগ্রস্থ হয় এবং চুলের আগা ভেঙে যাবার আশঙ্কা বেড়ে যায়। তাছাড়া চুলের স্বাভাবিক আর্দ্রতা এবং ন্যাচারাল অয়েল-এর পরিমান কমতে থাকে ফলে চুল শুষ্ক এবং দুর্বল হয়ে পড়ে। এর ফলে চুলে শুধু জট পড়ে না, চুল অকালে ঝরেও পড়ে যায়।
৫। হেয়ার স্টাইলিং একটু কম করুন
ছবি সৌজন্যেঃ নাইকা
POPxo এখন ৬টা ভাষায়! ইংরেজি, হিন্দি, তামিল, তেলুগু, মারাঠি আর বাংলাতেও!
Read More From রূপচর্চা ও বিউটি টিপস
চশমা পরা হবু কনেরা কিভাবে সাজবেন জেনে নিন
SRIJA GUPTA
চুল ভাল রাখতে শ্যাম্পুর বদলে এগুলি ব্যবহার করুন
SRIJA GUPTA