ডি আই ওয়াই ফ্যাশন

প্রিন্টেড আপার ও লোয়ার একসঙ্গে পরা যায় না? নিয়ম ভেঙে হয়ে উঠুন ফ্যাশানিস্তা

Indrani Bose  |  Mar 24, 2022
প্রিন্টেড আপার ও লোয়ার একসঙ্গে পরা যায় না? নিয়ম ভেঙে হয়ে উঠুন ফ্যাশানিস্তা

ফ্যাশনিস্তা হয়ে ওঠার ইচ্ছে কার মধ্য়ে থাকেন না বলুন দেখি? তাই বলে কি সব সময় ট্রেন্ড ফলো করতেই হবে? আপনিও তো হয়ে উঠতে পারেন ট্রেন্ড সেটর! সত্য়ি বলতে ফ্যাশনের সেরকম কোনও নিয়ম-নীতি হয় না। তাও বিভিন্ন ফ্যাশন হাউজের স্টাইলিং ও প্রচলিত ধারণার কথা মাথায় রেখে আমরা কয়েকটি নিয়ম মেনে চলার চেষ্টা করি ঠিকই। কিন্তু সব সময় ফ্যাশন রুল মানলেই আপনাকে সুন্দর দেখাবে, এমন কিন্তু নয়। বরং ফ্যাশন রুল ভেঙেও ফ্যাশানিস্তা হয়ে উঠতে পারেন আপনি, কোন কোন ফ্যাশন রুল ভাঙার পরামর্শ(fashion rules to break) দিচ্ছি আমরা?

শাড়ি কি সনাতনী পোশাক(fashion rules to break)?

কয়েক বছর আগে পর্যন্তও হয়তো এই কথাই মনে করা হত। গত দশকেও মানুষ এরকম বদল দেখেনি। শাড়ি পরলে তার সঙ্গে মানানসই জুতো পরে একটা এথনিক লুকই তৈরি করার চেষ্টা করা হত। কিন্তু আপনিও কি এরকমই লুক চাইছেন? তার থেকে বরং আপনি অন্য কিছু পরুন। আপনি শাড়ির সঙ্গে সাদা স্নিকার পরতে পারেন। পরতে পারেন লেদার বুটও (fashion rules to break)। তবে এসব ক্ষেত্রে শাড়ির ঝুল সামান্য উঁচু করতে হবে। যাতে আপনার জুতোও দেখতে পাওয়া যায়। ড্রেপিং স্টাইলেও সামান্য পরিবর্তন আনতে পারেন। আপনাকে দেখতে ভাল লাগবে।

ডেনিম অন ডেনিম হয় না?(fashion rules to break)

নয়ের দশকে এই স্টাইলিং বেশ জনপ্রিয় ছিল। কিন্তু ধীরে ধীরে এই স্টাইলিং ব্যাকডেটেড হতে থাকে। এই ট্রেন্ডই ফের ফ্য়াশন দুনিয়ার দখল নেবে বলে মনে করছেন ফ্যাশনিস্তারা। এখন এই ডেনিম অন ডেনিম স্টাইলটা ফ্যাশনে ইন। হলিউডের সেলিব্রিটিরা তো পরছেনই। বাদ নেই বলিউডও। এ বার সেলিব্রিটিদের মতো আপনিও এই স্টাইল ট্রাই করে ফেলতেই পারেন (fashion rules to break)। ডেনিমের সঙ্গে কনট্রাস্ট রঙের ডেনিম টিম আপ করে দেখুন। জমে যাবে ফ্যাশন স্টেটমেন্ট।

জুতোর সঙ্গে ব্যাগ ম্য়াচ হতে হবে?

কখনওই নয়। আপনি আপনার পছন্দ মতো ব্যাগ নিতে পারেন। জুতোর সঙ্গে ব্যাগ ম্যাচ করার কোনও প্রয়োজন নেই। তবে খেয়াল রাখবেন আপনার জুতো ও ব্যাগ যেন আপনার আউটফিটের সঙ্গে ম্যাচ (fashion rules to break) করে।

প্রিন্টেড আপার ও প্রিন্টেড লোয়ার নয়?

হয়তো এরকম নিয়ম অনেকেই মেনে চলেন। আপার অর্থাৎ প্রিন্টেড টপ কিংবা কুর্তা পরলে এক রঙের ট্রাউজার পরেন বা ভাইস ভার্সা। তবে এই নিয়মও ভেঙে ফেলতে পারেন আপনি। বড় প্রিন্টের সঙ্গে ছোট প্রিন্ট পরুন। আপনার স্কার্ট যদি বড় প্রিন্টের হয় তবে টপ হবে ছোট প্রিন্টের। একই রঙের মধ্য়ে প্রিন্ট বেছে নেবেন।

একরঙা বটমের সঙ্গে এক রঙের টপ নয়?

মেনে চলা আবশ্যক নয়। আপনি এক রঙা স্কার্ট বা ট্রাউজার পরতে পারেন। তার সঙ্গে চোখ বন্ধ করে বেছে নিন এক রঙের টপও। সলিড রঙের পোশাক পরাই যায় (fashion rules to break)। তবে চেষ্টা করবেন কনট্রাস্ট যেন বজায় থাকে।

মূল ছবি – ইনস্টাগ্রাম

POPxo এখন চারটে ভাষায়! ইংরেজিহিন্দিমারাঠি আর বাংলাতেও!       

বাড়িতে থেকেই অনায়াসে নতুন নতুন বিষয় শিখে ফেলুন। শেখার জন্য জয়েন করুন #POPxoLive, যেখানে আপনি সরাসরি আমাদের অনেক ট্যালেন্ডেট হোস্টের থেকে নতুন নতুন বিষয় চট করে শিখে ফেলতে পারবেন। POPxo App আজই ডাউনলোড করুন আর জীবনকে আরও একটু পপ আপ করে ফেলুন!

Read More From ডি আই ওয়াই ফ্যাশন