ফ্যাশন

এই কয়েকটি জ্যাকেট প্রত্যেক মহিলার কালেকশনে থাকা চাই! আপনার কোনটি আছে?

Indrani Bose  |  Jul 5, 2021
এই কয়েকটি জ্যাকেট প্রত্যেক মহিলার কালেকশনে থাকা চাই! আপনার কোনটি আছে?

কোনও বিশেষ অনুষ্ঠানে বা দৈনন্দিন সাজে জ্যাকেট পরতেই পারেন আপনি। নানারকম জ্যাকেটের সম্ভার রয়েছে। তবে একদম এই কথা ভাববেন না, জ্যাকেট কনসেপ্টটি পশ্চিমী। শুধু পশ্চিমী পোশাকের সঙ্গে আপনি জ্যাকেট পরতে পারেন। বরং ঠিক উল্টোটাই। সঠিক পোশাকের সঙ্গে সঠিক জ্যাকেট পরতে পারেন আপনি। তা এথনিক হোক কিংবা ওয়েস্টার্ন। আবার এথনিক ও ওয়েস্টার্নের মেল বন্ধনে একটা জ্যাকেটের সাহায্যেই আপনি তৈরি করতে পারেন একটি ফিউশন লুক। আজ আপনার জন্যেই কয়েকটি জ্যাকেটের হদিশ (jackets every woman should own) দিলাম আমরা।

ডেনিম জ্যাকেট

অল্প শীতে এই জ্যাকেটের চল খুব বেশি। আপনি ডেনিম অন ডেনিম কনসেপ্টেও যেমন পরতে পারেন। মানে ডেনিম প্যান্টের সঙ্গেই উপরে পরলেন ডেনিম জ্যাকেট। আবার অন্যরকমভাবেও ডেনিম জ্যাকেট ট্রাই করতে পারেন। এমব্রয়ডারড ডেনিম জ্যাকেট (jackets every woman should own)আপনি পরতে পারবেন ভারতীয় এবং পশ্চিমী, দুই ধরনের পোশাকের সঙ্গেই। সলিড কালারের টপ ও জিনসের সঙ্গে এটি যেমন ভাল মানাবে, ঠিক তেমনই শাড়ির সঙ্গে ব্লাউজ হিসেবে কিংবা কুর্তির উপর ফিউশন স্টাইলেও দারুণ লাগবে।


শ্রাগ স্টাইল জ্যাকেট

শ্রাগ একেবারে ক্যাজুয়াল একটি পোশাক। কিন্তু সেই শ্রাগই যদি আসে জ্যাকেটের স্টাইলে, তা হলে তা হয়ে যাবে একেবারে স্লিক শীতপোশাক। আপনি পরে ফেলতে পারবেন কোনও ট্রাউজার, জিন্স, স্কার্ট, কামিজ-পাতিয়ালার সঙ্গে। লম্বা ঝুলের শ্রাগ স্টাইল জ্যাকেটও আপনি পাবেন। আবার ছোট ঝুলেরও পাবেন। প্রিন্টেড বা এক রঙের শ্রাগ স্টাইল জ্যাকেট (jackets every woman should own)পাবেন। আপনার পোশাকের ধরন অনুযায়ী বেছে নিন শ্রাগ। দেখুন আপনাকে কেমন সবার থেকে আলাদা দেখতে লাগে।

লেদার জ্যাকেট

লেদারের তৈরি জামাকাপড় খুব জনপ্রিয়। প্রিমিয়ার হোক বা রেড কার্পেট বা পার্টি, সর্বত্রই চলতে পারে লেদারের সাজ। কোনও দিন লেদার আউট অফ ফ্যাশন ছিল না। এখনও নয়। ডিজাইনাররাও সেই বিষয়টিই মাথায় রেখেছেন। আর সবরকম পোশাকের সঙ্গে মানানসই এই লেদার জ্যাকেট। যে কোনও ঝুলের ড্রেস পরুন। তার সঙ্গে আপনি লেদার জ্যাকেট(jackets every woman should own) পরতেই পারবেন। তা কখনও আউট অফ ফ্যাশন হয়ে যাবে না। যদি ক্যাজুয়াল আউটফিটে ভরসা রাখেন, তার সঙ্গেও আপনি পরতেই পারেন এই লেদার জ্যাকেট । ক্যাজুয়াল শার্ট ও ট্রাউজারের সঙ্গে বেশ লাগবে। একটি বয়ফ্রেন্ড ফিট জিন্স পরলেন, তার সঙ্গে ক্যাজ়ুয়াল টি-শার্ট। এবং এর উপরেই যদি একটি কালো রঙের লেদার জ্যাকেট চাপিয়ে নিন। কিংবা কালো রিপড জিনস, তার সঙ্গে কমব্যাট বুট। এর সঙ্গেই পরে নিন লেদার জ্যাকেট(jackets every woman should own)। ঠিক যেমনটা মানায়। ব্যস, আপনার ক্লাসিক মোটরসাইকেল লুক তৈরি !

ক্রপড জ্যাকেট

ক্রপড টপ তো কম বেশি আমরা প্রত্য়েকেই পরেছি। কখনও জিন্সের সঙ্গে তো কখনও স্কার্টের সঙ্গে ক্রপ টপ পরার চল রয়েছে। দেখতেও খুব ভাল লাগে। ক্রপড টপের পর এবার ক্রপড জ্যাকেটের পালা। এই ধরনের জ্যাকেট (jackets every woman should own)এখন ফ্যাশনে দারুণ ইন। এটিও হালকা ঠান্ডায় যে-কোনও ধরনের পোশাকের সঙ্গে পরে ফেলতে পারবেন আপনি। বছরের অন্যান্য সময়েও ট্রাই করতে পারেন। তবে খুব গরমে নয়। এমনকী, শাড়ির আঁচল সরু করে প্লিট করে তার উপর এই জ্যাকেট পরুন।

লম্বা ঝুলের এথনিক জ্যাকেট

একটু উলটপুরাণ হোক। কলমকারি প্রিন্টের লং এথনিক জ্যাকেট পরুন পশ্চিমী পোশাকের সঙ্গে। কথা দিচ্ছি, ভিড়ের মধ্যেও আপনাকে আলাদা করে চেনা যাবে। এই ধরনের জ্যাকেট পরতে পারেন যে-কোনও ভারতীয় পোশাকের সঙ্গেও। তবে সেক্ষেত্রে বটমওয়্যার পালাজো অথবা স্ট্রেট প্যান্টস হলেই ভাল হয়। সিগারেট প্যান্টও ট্রাই করতে পারেন।

POPxo এখন চারটে ভাষায়!ইংরেজি, হিন্দি, মারাঠি আর বাংলাতেও!

বাড়িতে থেকেই অনায়াসে নতুন নতুন বিষয় শিখে ফেলুন। শেখার জন্য জয়েন করুন
#POPxoLive, যেখানে আপনি সরাসরি আমাদের অনেক ট্যালেন্ডেট হোস্টের থেকে নতুন
নতুন বিষয় চট করে শিখে ফেলতে পারবেন। POPxo App আজই ডাউনলোড করুন আর জীবনকে আরও একটু পপ আপ করে ফেলুন!

Read More From ফ্যাশন