রূপচর্চা ও বিউটি টিপস

গরমে মুখ ঠান্ডা রাখলে ত্বকের সমস্য়া হবে সমাধান, জেনে নিন কীভাবে সম্ভব

Indrani Bose  |  Mar 24, 2022
গরমে মুখ ঠান্ডা রাখলে ত্বকের সমস্য়া হবে সমাধান, জেনে নিন কীভাবে সম্ভব

মার্চেই গরমে প্রায় প্রাণ যায় যায় অবস্থা! প্রতিদিনই চড়ছে তাপমাত্রার। বাতাসে আর্দ্রতার কারণে ঘাম হচ্ছে। কোভিড বিধি মেনে চলার জন্য় বাইরে মাস্ক পরে বেরোতেই হচ্ছে। মাস্ক পরার কারণে এই নাক ও মুখের চারপাশ সব সময়ে ঘেমে থাকছে ফলে ত্বকের নানা সমস্যা তো হচ্ছেই। ব্রণর সমস্যা যাদের আছে তাদের জন্য সমস্যা আরও বেশি। তাই এই সময়ে ত্বকের হিম শীতল ভাব বজায় রাখতে হবে। গরম যতই বেশি পড়ুক, আপনার মুখ থাকবে ঠান্ডা। আর মুখ ঠান্ডা রাখতে পারলেই আপনি অনেক সমস্যা সহজেই সমাধান করে ফেলতে পারবেন। ত্বক ঠান্ডা রাখার জন্য় শরীর হাইড্রেটেড রাখা খুবই গুরুত্বপূর্ণ। তাই ফলের রস খেতে হবে, একইসঙ্গে খেতে হবে জলও। এছাড়াও কীভাবে মুখ ঠান্ডা রাখবেন (keep your skin cool) জেনে নিন।

মুখ বার বার ঠান্ডা জলে ধোবেন(keep your skin cool)

বাইরে থেকে ঘরে ঢুকে যেমন ভাল ভাবে হাত পা ধুয়ে নেন, তার সঙ্গে মুখেও ঠান্ডা জলের ঝাপটা দেবেন। যদি শসা বা মিন্টের ফেসওয়াশ ব্যবহার করতে পারেন তবে তো খুবই ভাল হয়। যদি বাড়িতেই থাকেন, তবেও নির্দিষ্ট সময় অন্তর অন্তর মুখে ঠান্ডা জলের ঝাপটা দেবেন। তবে বার বার ফেসওয়াশ ব্য়বহারের প্রয়োজন নেই(keep your skin cool) । এতে ত্বক আর্দ্র থাকবে।

ফেসিয়াল মিস্ট

যদি হাতের কাছে বারবার মুখে জল দেওয়ার সুযোগ না থাকে তবে ব্যবহার করতে পারেন ফেস মিস্ট। সময় মতো বার দুই মুখে স্প্রে করে নেবেন। এতে আপনার ত্বক থাকবে তরতাজা ও সুগন্ধময় (keep your skin cool) ।

ত্বকের সঠিক যত্ন নিন

ত্বক শীতল রাখার জন্য ফেস মাস্ক(keep your skin cool)

গরম কালে ঘামের কারণে ও খুবই তাপের জন্য ত্বকের নানা রকম সমস্যা দেখা দেয়। ত্বকে জ্বালা করে ও সমস্যা হয়। এই সময়ে আপনাকে সাহায্য করতে পারে শসা। বা এমন কোনও উপাদান যা আপনার ত্বককে ঠান্ডা রাখবে। শসার মাস্ক খুব কম সময়েই আপনার ত্বকে স্নিগ্ধতা জোগাবে। শসা ফ্রিজে রাখবেন অবশ্যই। সেই শসা বের করে রস করে নেবেন। একটি কটন প্যাডে শসার রস আপনি মুখে লাগিয়ে নেবেন। শুকিয়ে গেলে মুখ ধুয়ে ফেলবেন ঠান্ডা জলে (keep your skin cool) । ত্বক শীতল থাকবে, ত্বকের অনেক সমস্য়াও কমে যাবে।

বরফ

বাইরে থেকে এসেছেন, রোদে আপনার ত্বক বেশি সেন্সিটিভ হয়ে ওঠে ফলে নানা রকম সমস্যা হয়। তাই বাইরে থেকে এসে যদি খুব গরম লাগে, প্রথমে অবশ্যই ঘাম শুকিয়ে নেবেন। তারপর একটি রুমাল দিয়ে কয়েক টুকরো বরফ বেঁধে নেবেন। সেটি ত্বকে আলতো করে বুলিয়ে নিন। আপনার মুখও আরাম পাবে। আর আপনার মুখের ত্বকে রক্ত সংবহন বাড়বে ফলে মুখ উজ্জ্বল দেখাবে।

ত্বকের সঠিক যত্ন নিন

প্রসাধনী ঠান্ডা জায়গায় রাখুন

আপনি যে ক্রিম কিংবা ময়শ্চারাইজার বা ফেস সিরাম ব্যবহার করেন, সেগুলি এই গরমে রোদের সংস্পর্শে রাখবেন না। কারণ, আপনার ঘরের তাপমাত্রাই অত্য়াধিক হতে পারে। কোনও প্রোডাক্ট যদি রেফ্রিজারেট করা যায়, তবে ফ্রিজে রাখার চেষ্টা করুন। নাহলে সেগুলি ঘরের এমন একটি জায়গায় রাখুন, যেখানে ছায়া ও ঠান্ডা থাকে। এরকম প্রসাধনী ত্বকে লাগালে ত্বকও ঠান্ডা থাকে। আর এই প্রসাধনীও চট করে নষ্ট হয় না (keep your skin cool) । ভাল থাকে।

POPxo এখন চারটে ভাষায়! ইংরেজিহিন্দিমারাঠি আর বাংলাতেও!        

বাড়িতে থেকেই অনায়াসে নতুন নতুন বিষয় শিখে ফেলুন। শেখার জন্য জয়েন করুন #POPxoLive, যেখানে আপনি সরাসরি আমাদের অনেক ট্যালেন্ডেট হোস্টের থেকে নতুন নতুন বিষয় চট করে শিখে ফেলতে পারবেন। POPxo App আজই ডাউনলোড করুন আর জীবনকে আরও একটু পপ আপ করে ফেলুন!

Read More From রূপচর্চা ও বিউটি টিপস