সেই কোন সকালবেলা অফিস যাই, সারাদিন ল্যাপটপের দিকে তাকিয়ে কাজ করে লাঞ্চ করার পর মাঝে মাঝে একটু ঘুম পেয়ে যায়। একেক দিন তো এমন হয় যে তাকিয়ে থাকতে পারিনা এতো ক্লান্ত লাগে। কিন্তু অফিসে তো আর ঘুম পেয়েছে বললেই ঘুমনো যায় না। তখন একটু চা বা কফি খাই ঘুম তাড়ানোর জন্য। কিন্তু কত আর চা-কফি খাবো? চা বা কফি বেশি খাওয়াও তো আবার শরীরের পক্ষে ভালো না।
এই সমস্যাটা কিন্তু আমার একার না, এখানে এমন অনেকেই আছেন যারা অফিসে গিয়ে এই সমস্যার সম্মুখীন হন। কিন্তু অফিসে কাজের চাপে তো আর ঘুম হবে না, আর সত্যি বলতে কি অফিসে ঘুমনো উচিতও না। তাহলে উপায়? বলে দিচ্ছি –
১। বেশি করে জল খান
২। একটু নড়েচড়ে বসুন
৩। হেলদি স্ন্যাক খেতে পারেন
হ্যাঁ, হেলদি কোনও স্ন্যাক যেমন আপেল, ব্যানানা মিল্কশেক, হোল-গ্রেইন বিস্কিট, চিজ ছাড়া ভেজেটেবিল স্যান্ডুইচ ইত্যাদি খেটে পারেন ঘুম তাড়ানোর জন্য। শরীরের এনার্জি আবার ফিরিয়ে আনার জন্য এই খাবারগুলি খুব উপকারী।
৪। একটু গল্প করুন
৫। জলের ছিটে দিন
ছোটবেলায় যখন পড়তে বসে ঘুম পেত, মা বলত চোখে মুখে জলের ছিটে দিতে, তাতে আশ্চর্যজনকভাবে ঘুম পালিয়ে যেত। এখনও অফিসে বসে একটানা কাজ করতে করতে যদি কখনও ঘুম পায় আমি চোখে মুখে একটু জলের ছিটে দিয়ে নি। আপনারও যদি একটানা অনেকক্ষণ কাজ করে ক্লান্তি আসে, তাহলে ওয়াশরুমে গিয়ে একটু চোখে আর ঘাড়ে জল দিয়ে নিন। দেখবেন ফ্রেশ লাগবে।
৬। চ্যুইং গাম চিবোন
৭। কাজ থেকে একটু বিরতি নিন
একটানা কাজ করতে করতে ক্লান্তি এলেজদি ঘুম পেয়ে যায়, তাহলে একটু বিরতি নিন। অফিসে (office) কাজে ফাঁকি দেওয়া সত্যিই উচিত না, কিন্তু তা বলে মাঝে মাঝে একটা ছোট ব্রেক তো নেওয়াই জেতে পারে। এতে আখেরে প্রোডাক্টিভিটি বাড়বে।
POPxo এখন ৬টা ভাষায়! ইংরেজি, হিন্দি, তামিল, তেলুগু, মারাঠি আর বাংলাতেও!
Read More From লাইফস্টাইল
এই ৬টি ঠোঁটের অধিকারিণীরা এইসব গুণের মানুষ হন
SRIJA GUPTA
চুল ভাল রাখতে শ্যাম্পুর বদলে এগুলি ব্যবহার করুন
SRIJA GUPTA