আসন্ন লোকসভা নির্বাচনের প্রস্তুতি এখন তুঙ্গে। দেশের রাজনৈতিক নেতা-নেত্রী থেকে আরম্ভ করে জনসাধারণ – সকলের মধ্যেই চলছে এক উন্মাদনা! অবশ্য তা থেকে কিন্তু বিনোদন জগতের লোকজনও বাদ পড়েননি! টলিউড থেকে আরম্ভ করে বলিউড – সব জায়গাতেই নির্বাচনী প্রচার পুরোদমে চলছে। কোন সেলেব্রেটি কোন দলের হয়ে প্রচার করবেন, ভোটে দাঁড়াবেন সে নিয়েও চলছে প্রচুর জল্পনা-কল্পনা। টলিউডে দেব, মুনমুন সেন, দেবশ্রী রায়, নুসরত জাহান, মিমি চক্রবর্তী, রূপা গাঙ্গুলি থেকে আরম্ভ করে বলিউডে হেমা মালিনী, শত্রুঘ্ন সিনহা, বাবুল সুপ্রিয় – লোকসভা নির্বাচনের অংশীদার হয়েছেন অনেক স্টারই। তবে এর মধ্যে যে একটা অদ্ভুত ব্যপার এবং আশ্চর্য খবর রয়েছে তাতে কিন্তু আপনি একটু হলেও অবাক হবেনই! সেটা হল, বলিউডের (Bollywood) বেশ কয়েকজন সেলেব্রেটি রয়েছেন, যাঁদের কিন্তু এই লোকসভা নির্বাচনে ভোট দেবার অধিকারই নেই! হ্যাঁ, ঠিকই পড়লেন, আমার আপনার সবার পরিচিত এবং বেশ প্রিয় কয়েকজন তারকা আসন্ন নির্বাচনে ভোট দিতে পারবেন না, কারণ তাঁদের পাসপোর্ট অনুযায়ী তাঁরা কেউই ভারতীয় নন। কারা তাঁরা?
১। অক্ষয় কুমার ওরফে রাজীব ভাটিয়া
২। দীপিকা পাডুকন
৩। আলিয়া ভাট
৪। ক্যাটরিনা কাইফ
৫। সানি লিওনি
৬। জ্যাকলিন ফারনান্ডেজ
৭। নার্গিস ফাকরি
৮। ইমরান খান
বলিউডের আরেক ‘চকলেট বয়’ ইমরান খান জন্মেছেন অ্যামেরিকার উইস্কনসিনের মেডিসনে। তবে তার মা-বাবার বিবাহ বিচ্ছেদের পর তিনি ক্যালিফোর্নিয়ায় চলে যান। ইমরানও ভারতীয় নাগরিক নন, তার পাসপোর্টে অ্যামেরিকান নাগরিকত্ব রয়েছে।
ছবি সৌজন্যে – ইন্সটাগ্রাম অফিসিয়াল হ্যান্ডেল
POPxo এখন ৬টা ভাষায়! ইংরেজি, হিন্দি, তামিল, তেলুগু, মারাঠি আর বাংলাতেও!
Read More From বলিউড ও বিনোদন
হরে কৃষ্ণ হরে রাম- ভুলভুলাইয়া ২ সুপারহিট
SRIJA GUPTA