Smoothening

ফেস রোলার দিয়ে মাসাজ করলে নাকি মুখের মেদ ঝরে! কথাটা কি সত্যি?

Debapriya Bhattacharyya  |  Aug 19, 2020
ফেস রোলার দিয়ে মাসাজ করলে নাকি মুখের মেদ ঝরে! কথাটা কি সত্যি?

সাজগোজে এবং রূপচর্চায় যদি আপনার আগ্রহ থাকে, তাহলে ফেস রোলারের (facial rollers) ব্যাপারে নিশ্চয়ই শুনেছেন। ইনস্টাগ্রাম ঘাঁটতে ঘাঁটতে নিউজ ফিডে নানা ছবি বা ভিডিও-ও নিশ্চয়ই দেখেছেন। একটি ছোট্ট ডান্ডার দু’দিকে দুটো সিলিন্ড্রিক্যাল রোলার লাগানো থাকে যা দিয়ে মুখে সুন্দর মাসাজ করা যায়। সাধারনত, নানা ক্রিস্টাল দিয়ে তৈরি হয় এই ফেস রোলার। কোনওটি রোজ কোয়ার্টজ, কোনওটি জেড, কোনওটি অ্যামিথিস্ট! তবে জেড ফেস রোলার খুব জনপ্রিয় আর সহজলব্ধ। তবে এই জেড ফেস রোলার সম্পর্কে নানা ভ্রান্ত ধারণা রয়েছে মানুষের মনে। সেগুলো কী, জানার আগে একবার জেনে নিন, জেড ফেস রোলারের (jade face roller) উপকারিতা।

জেড ফেস রোলারের উপকারিতা

জেড ফেস রোলার সম্পর্কে প্রচলিত ভ্রান্ত ধারণা

জেড ফেস রোলার রূপচর্চায় ইদানিং ইন-থিং (ছবি – ইনস্টাগ্রাম)

ফেস রোলার দিয়ে মুখে মাসাজ (massage) করলে মুখের মেদ ঝরে। হ্যাঁ, শুনতে ঠিক যতটা হাস্যকর, বিষয়টিও ঠিক ততটাই বোকা বোকা। ফেস রোলার দিয়ে মুখে মাসাজ করলে মুখের মেদ কখনওই ঝরে না। মুখের বাড়তি মেদ ঝরানোর একটাই উপায় – ফেসিয়াল এক্সারসাইজ! এছাড়াও, সুষম খাদ্য, ঠিক সময়ে ঘুমোনো এবং স্ট্রেসমুক্ত থাকা – অনেক কিছুর উপরে নির্ভর করে আপনার শরীরের অতিরিক্ত মেদ কতটা ঝরবে আর কত দিনে ঝরবে।

কিভাবে জেড ফেস রোলার ব্যবহার করবেন

https://bangla.popxo.com/article/enhance-your-beauty-with-rose-tea-in-bengali

POPxo এখন চারটে  ভাষায়! ইংরেজি, হিন্দি, মারাঠি আর বাংলাতেও!

বাড়িতে থেকেই অনায়াসে নতুন নতুন বিষয় শিখে ফেলুন। শেখার জন্য জয়েন করুন #POPxoLive, যেখানে আপনি সরাসরি আমাদের অনেক ট্যালেন্ডেট হোস্টের থেকে নতুন নতুন বিষয় চট করে শিখে ফেলতে পারবেন। POPxo App আজই ডাউনলোড করুন আর জীবনকে আরও একটু পপ আপ করে ফেলুন!

Read More From Smoothening