বিবাহ
আকাশ আম্বানি আর শ্লোকা মেহেতার বিয়ের হাঁড়ির খবর – লুক থেকে আরম্ভ করে বিয়ের ভেন্যু, অতিথি আরও অনেককিছু…
ফুলের সাজে সেজে উঠলো আকাশ আম্বানি আর শ্লোকা মেহেতার বিয়ের মণ্ডপ। আজ সেই শুভদিন, দেশের সবচেয়ে ধনী ব্যবসায়ী মুকেশ আম্বানি ও নিতা আম্বানির ছেলে আকাশ আম্বানির বিয়ে, ডায়মন্ড মারচেন্ট কন্যা শ্লোকা মেহেতার সাথে। অ্যান্টেলিয়া হাউসেই আজ চারহাত এক হতে চলেছে। ইতিমধ্যেই বিয়ের ভেন্যুর সেই অসামান্য ফুলের সাজের ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে গেছে, আমরা এটাও জেনে গেছি যে এই বিয়েতে কোন কোন অতিথি এসেছেন। তবে ফুলের কাজের কথা বলতে গেলে প্রথমেই বলতে হয় সেই ময়ূরের কথা। ভিডিওয় দেখা যাচ্ছে একটি বিশাল আকারের ফুলের তৈরি ময়ূর বারবার ডানা মেলছে এবং ডানা গুটিয়ে নিচ্ছে। অবশ্য তার সাথে সাথেই আমাদের চোখ চলে যাচ্ছে সম্পূর্ণ ফুল দিয়ে তৈরি একটি কৃষ্ণঠাকুরের দিকে। আসুন আমরা সেই ভিডিওটা দেখে নি।
আপনাদের মনে আছে নিশ্চই যে এর আগে আকাশের বোন অর্থাৎ ইশা আম্বানির বিয়ের আগে যে প্রি-ওয়েডিং সেলিব্রেশন হয়েছিল, সেটাও ছিল তাক লাগানোর মতন। ইশার প্রি-ওয়েডিং সেলিব্রেশন হয়েছিল যোধপুরের উমেদ ভবন প্যালেসে আর আকাশের প্রি-ওয়েডিং সেলিব্রেশন হয়েছে সুইতজারল্যান্ডে। সুইতজারল্যান্ডে আকাশ-শ্লোকার প্রি-ওয়েডিং সেলিব্রেশন হবার পর থেকেই সবার মনে এই প্রশ্ন উঁকি-ঝুকি মারছিল যে এদের বিয়েতা তাহলে ঠিক কতটা জাঁকজমকের সাথে হতে চলেছে! আর সেই সমস্ত প্রশ্নের উত্তর পাওয়া গেল আম্বানি হাউসের এই দারুণ ডেকরেশন দেখে। বিয়ে সম্পন্ন হবে জিও ওয়ার্ল্ড ট্রেড সেন্টার যেটা বান্দ্রার কুরলা কমপ্লেক্সে অবস্থিত।
আম্বানি পরিবারের ফ্যাশন থিম ছিল গোলাপি, যা প্রেমেরও রঙ
এসেছিলেন বলিউডের নামি-দামী ব্যক্তিত্ব
সস্ত্রীক আমির খান
বলিউডের স্বনামধন্য ফ্যাশন ডিজাইনার মনিশ মালহোত্রা
সপরিবারে অভিষেক বচ্চন
শাহরুখ খান এবং গৌরি খান
বলিউডের সুন্দরী অভিনেত্রীরা পরীর সাজে এসেছিলেন আকাশ আর শ্লোকার বিয়েতে
দেখে নিন আকাশ আম্বানি আর শ্লোকা মেহেতার মালাবদলের ছবি।
ছবিতে এই জুটির মুখের হাসি দেখেই বোঝা যাচ্ছে যে তাঁরা দু’জনেই নতুন জীবনে প্রবেশ করার জন্য যেন আর অপেক্ষা করতে পারছেন না।
আকাশ আর শ্লোকার বিয়ের প্রথম ছবি (akash ambani wedding)
মা নিতা আশীর্বাদ করছেন ছেলে আকাশ আর বৌমা শ্লোকাকে
ননদ আর বৌদির মধ্যে বেশ ভাব আছে কিন্তু
বিয়ের ভিডিও
POPxo-র তরফ থেকে নব-দম্পতিকে নতুন জীবনের জন্য অনেক শুভেচ্ছা…
POPxo এখন ৬টা ভাষায়! ইংরেজি, হিন্দি, তামিল, তেলুগু, মারাঠি আর বাংলাতেও!
Read More From বিবাহ
চশমা পরা হবু কনেরা কিভাবে সাজবেন জেনে নিন
SRIJA GUPTA