ডি আই ওয়াই ফ্যাশন

শরীরের গঠন ও শাড়ির মেটেরিয়াল অনুযায়ী পরা উচিত পেটিকোট – তবেই সাজ হবে পারফেক্ট

Debapriya Bhattacharyya  |  Jun 7, 2021
শরীরের গঠন ও শাড়ির মেটেরিয়াল অনুযায়ী পরা উচিত পেটিকোট – তবেই সাজ হবে পারফেক্ট

ভাবছেন, হঠাৎ এটা নিয়ে কেন আলোচনা করতে বসলাম আমরা? পেটিকোট (all you need to know about choosing the perfect petticoat) আবার এমন কি গুরুত্বপূর্ণ বিষয়…দোকানে যাবেন পছন্দের শাড়িটি নিয়ে, তার সঙ্গে ম্যাচ করে নিজের সাইজ অনুযায়ী পেটিকোট কিনে নেবেন! ব্যস, এটুকুতেই তো গল্প শেষ! সেখানে আবার ঘটা করে এই নিয়ে প্রতিবেদনের কি প্রয়োজন! কিন্তু আমরা যদি বলি প্রতিবেদনের প্রয়োজন আছে বই কী! পেটিকোট শাড়ির তলায় পরা হলেও, এই পোশাকটির গুরুত্ব কিন্তু অপরিসীম! কারণ, শাড়ির সৌন্দর্য বৃদ্ধিতে এবং আপনার দেহ সৌষ্ঠবের সুষমা ঠিকঠাক করে ফুটিয়ে তুলতে কাজে আসবে একমাত্র এই পেটিকোটই! কাজেই একে হেলাচ্ছেদ্দা করবেন না! আমরা এখানে জানাচ্ছি, কোন শাড়ির সঙ্গে কোন ধরনের পেটিকোট (all you need to know about choosing the perfect petticoat) পরা যেতে পারে এবং কিছু পেটিকোট এটিকেটস! পড়ে দেখুন, দেখবেন অনেক কথাই আসলে আপনাদের জানা ছিল না!

সুতির শাড়ির সঙ্গে কেমন পেটিকোট পরবেন

সুতির শাড়ির সঙ্গে সুতির পেটিকোটই সবচেয়ে বেশি মানানসই। এক্ষেত্রে সেটি ছ কাটের হবে না গোল ঘেরের, তা নির্ভর করবে আপনার শারীরিক গঠনের উপর। যদি আপনি একটু গোলগাল হন এবং আপনার নিতম্ব একটু ভারীর দিকে হয়, তা হলে গোল ঘেরের পেটিকোট আপনার জন্য সেরা। আর যদি তা না হয়, আপনার ফিগার যদি পারফেক্ট আওয়ারগ্লাস শেপের হয়, তা হলে নির্দ্বিধায় পরে ফেলুন ছ কাটের পেটিকোট। এই পেটিকোট (all you need to know about choosing the perfect petticoat) অনেকটা আনারকলি কাটের হয়, যার উপরের দিকটা চাপা এবং নীচের দিক ঘেরওয়ালা। ফলে আপনার শরীরের সঙ্গে এটি সুন্দরভাবে খাপে-খাপে বসে এবং ফলশ্রুতিস্বরূপ শাড়িটিও ভাল দেখতে লাগে।

জর্জেটের শাড়ির সঙ্গে কেমন পেটিকোট পরবেন

এই ধরনের শাড়ির সঙ্গে সাটিন ছাড়া অন্য কোনও মেটেরিয়ালের পেটিকোট একেবারেই চলবে না। সাটিনের পেটিকোট সাধারণত ছ কাটের বা বডিশেপের আকারে তৈরি করা হয়, তা শিফন, নেট, জর্জেটের শাড়ির সঙ্গে মানানসই। এই ধরনের শাড়ির সঙ্গে যদি সুতির পেটিকোট পরেন, তা হলে তা ভিতরে কুঁচকে থাকবে এবং উপর থেকে তা দেখা গেলে খুবই বাজে দেখতে লাগবে। 

হাল্কা সিল্কের সঙ্গে কেমন পেটিকোট পরবেন

সিল্কের শাড়ির সঙ্গে সবচেয়ে ভাল মানাবে সাটিনের পেটিকোট (all you need to know about choosing the perfect petticoat)। তবে সেটা সিল্কের শাড়িটি হালকা ধরনের হলে, তবেই। একটু ভারী শাড়ি হলে পরে নিন বিভিন্ন ধরনের শেপওয়্যার। এটি শরীরের সঙ্গে এক্কেবারে সেঁটে থাকে। কিন্তু স্ট্রেচেবল মেটেরিয়ালের তৈরি হয়। ফলে চলাফেরা করতে কোনও অসুবিধে হয় না, অথচ শাড়ি ম্যানেজ করতেও সুবিধে হয়। যাঁরা কোনওদিন শেপওয়্যার পরেননি, তাঁরা সাটিনের একটু চাপা পেটিকোট পরুন, তাতেও ভাল দেখাবে।

জেনে নিন পেটিকোট এটিকেট

https://bangla.popxo.com/article/choker-ispired-by-monami-ghosh-in-bengali

POPxo এখন চারটে ভাষায়! ইংরেজি, হিন্দি, মারাঠি আর বাংলাতেও!      

বাড়িতে থেকেই অনায়াসে নতুন নতুন বিষয় শিখে ফেলুন। শেখার জন্য জয়েন করুন #POPxoLive, যেখানে আপনি সরাসরি আমাদের অনেক ট্যালেন্ডেট হোস্টের থেকে নতুন নতুন বিষয় চট করে শিখে ফেলতে পারবেন। POPxo App আজই ডাউনলোড করুন আর জীবনকে আরও একটু পপ আপ করে ফেলুন!

Read More From ডি আই ওয়াই ফ্যাশন