মনিশা আর রাহুলের বিয়ের ৩ মাসও কাটেনি, কিন্তু তার মধ্যেই কিছু কিছু মানুষের অদ্ভুত প্রশ্নের চোটে ওদের জীবন প্রায় জেরবার হয়ে উঠেছে। প্রশ্নটি আর কিছুই নয়, “গুড নিউজ কবে দিচ্ছ?” – এটি। ওদিকে ওদের অন্য রকম প্ল্যান। দু’জনেই একটি নিজের নিজের কেরিয়ারে আর একটু প্রতিষ্ঠিত হয়ে তারপরে ফ্যামিলি প্ল্যানিং করবে বলেই ঠিক করে রেখেছে। সেজন্য মনিশা কন্ট্রাসেপ্টিভ পিলস খাওয়া আরম্ভ করেছে। মনিশার মতো আরও অনেকেই আছেন যারা অবাঞ্ছিত প্রেগনেন্সি এড়াতে এমেরজেন্সি কন্ট্রাসেপ্টিভ পিলস খান। বাজারে নানা ব্র্যান্ডের এই ধরনের পিল পাওয়া যায় আর অনেক স্ময়ে ডাক্তারের পরামর্শ ছাড়াই কিন্তু আমরা এই পিলের শরণাপন্ন হয়ে থাকি। কিন্তু এই এমারজেন্সি কন্ট্রাসেপ্টিভ পিলস কি, কখন এই পিলস খাওয়া উচিত, এর কোন পার্শ্বপ্রতিক্রিয়া আছে কিনা, কাদের এই ধরনের পিলস একেবারেই খাওয়া উচিত না – এসব প্রশ্নের সঠিক উত্তর কিন্তু আমরা অনেকেই জানিনা।
এমারজেন্সি কন্ট্রাসেপ্টিভ পিলস কি?
এমারজেন্সি কন্ট্রাসেপ্টিভ পিলস কতরকমের হয়
সাধারনত দু’ধরনের এমারজেন্সি কন্ট্রাসেপ্টিভ পিলস (emergency contraceptive pills) বাজারে পাওয়া যায় –
কম্বিনেশন পিলস – এই ধরনের ওষুধ সারভাইক্যাল মিউকাস ঘন করে দেয় ফলে স্পারম ইউটেরাস পর্যন্ত পৌঁছতে পারে না এবং প্রেগনেন্সির সম্ভাবনা কমে যায়। এস্ট্রোজেন এবং প্রোজেস্টিন – দু’ধরনের কম্পাউন্ডই এই পিলে থাকে।
মিনি পিলস – নর্মাল যেকোনো কন্ট্রাসেপ্টিভ পিলস-এর মতো এই মিনি পিল গুলিও ওভাল্যুশন প্রসেসকে থামিয়ে দেয় যাতে স্পারম ইউটেরাসের ভেতর দিয়ে এগ পর্যন্ত পৌঁছতে না পারে। তবে এই পিল গুলিতে এস্ট্রোজেন থাকেনা তাই এগুলি কম্বিনেশনের পিলস-এর তুলনায় সেফ।
এমারজেন্সি কন্ট্রাসেপ্টিভ পিলস-এর কয়েকটা কমন পার্শ্বপ্রতিক্রিয়া
অনিয়মিত পিরিয়ড
অতিরিক্ত রক্তপাত
ঝিমুনি
বমিভাব
ক্লান্তি
প্রশ্নোত্তর
১। এমারজেন্সি কন্ট্রাসেপ্টিভ পিলস নিলে কি পরে প্রেগনেন্সিতে সমস্যা হতে পারে?
২। বহুদিন ধরে যদি এই পিলস নেওয়া হয় তাহলে কি তার কোন পার্শ্বপ্রতিক্রিয়া হয়?
অবশ্যই। যদি বহুদিন ধরে যদি এই পিলস নেওয়া হয় তাহলে শরীরে তার পার্শ্বপ্রতিক্রিয়া হিসেবে অতিরিক্ত মেদ জমা, শ্বাসকষ্ট, হরমোনের ভারসাম্যতা বজায় না থাকা, ব্লাড প্রেশার ফ্ল্যাকচুয়েট করা, এমনকি ওভারিতে সিস্টও হতে পারে।
৩। এই পার্শ্বপ্রতিক্রিয়া কতদিন শরীরে প্রভাব ফেলতে পারে?
এটা সম্পূর্ণভাবে যিনি এই ওষুধ খাচ্ছেন তার শারীরিক অবস্থার ওপরে নির্ভর করে। একজন ভালো গাইনির সাথে পরামর্শ করা সবসময়ে সেফ।
৪। কাদের একেবারেই এমারজেন্সি কন্ট্রাসেপ্টিভ পিলস নেওয়া উচিত না?
POPxo এখন ৬টা ভাষায়! ইংরেজি, হিন্দি, তামিল, তেলুগু, মারাঠি আর বাংলাতেও!
Read More From লাইফস্টাইল
এই ৬টি ঠোঁটের অধিকারিণীরা এইসব গুণের মানুষ হন
SRIJA GUPTA
চুল ভাল রাখতে শ্যাম্পুর বদলে এগুলি ব্যবহার করুন
SRIJA GUPTA