Periods

মেনস্ট্রুয়াল কাপ কাকে বলে, কীভাবে ব্যবহার করবেন ও তার উপকারিতা (How To Use Menstrual Cup)

Debapriya Bhattacharyya  |  Jul 2, 2019
মেনস্ট্রুয়াল কাপ কাকে বলে, কীভাবে ব্যবহার করবেন ও তার উপকারিতা (How To Use Menstrual Cup)

বহুকাল আগে মেয়েদের ঋতুস্রাব চলাকালীন কাপড় ব্যবহার করা হত, তারপরে এল স্যানিটারি ন্যাপকিন, ট্যাম্পন এবং আরও অনেক কিছু। ইদানীং অনেকেই অবশ্য মেনস্ট্রুয়াল কাপ ব্যবহার (Menstrual Cup) করেন ঋতুস্রাবের দিনগুলোতে। তবে এই প্রোডাক্টটি সবচেয়ে বেশি স্বাস্থ্যকর হলেও, এখনও খুব একটা জনপ্রিয় নয়। অনেকেরই অনেক রকম প্রশ্ন, জিজ্ঞাসা এবং কনফিউশন আছে মেনস্ট্রুয়াল কাপ নিয়ে। বেশিরভাগ মহিলাই যদিও এখনও স্যানিটারি ন্যাপকিন ব্যবহার করতেই স্বচ্ছন্দ, কিন্তু স্যানিটারি ন্যাপকিনে সেই পরিচ্ছন্নতা এখনও পর্যন্ত পাওয়া যায় না যা শুধুমাত্র ঋতুস্রাব চলাকালীনই নয়, পরেও আমাদের যোনিদেশ সুরক্ষিত রাখতে পারে। সেই তুলনায় মেনস্ট্রুয়াল কাপ অনেক বেশি স্বাস্থ্যকর। ব্যাপারটা কী, তা নিয়েই আজ বিশদে আপনাদের জানাব আমরা।

আরও পড়ুনঃ সাদাস্রাব দূর করার সহজ ঘরোয়া উপায়

মেনস্ট্রুয়াল কাপ কী? (What Is A Menstrual Cup?)

Shutterstock

মেনস্ট্রুয়াল কাপ (Menstrual Cup) কী, তা নিয়ে অনেকেরই অনেক প্রশ্ন রয়েছে। সিলিকন বা ল্যাটেক্স রাবার দিয়ে তৈরি কাপের মতো এই বস্তুটি ঋতুস্রাবের সময়ে ব্যবহার করা হয়। স্যানিটারি ন্যাপকিন অথবা ট্যাম্পনের মতো এটি ঋতুস্রাব শুষে নেয় না, বরং বলতে পারেন এটি আপনার রক্ত স্টোর করে রাখে। যোনিদেশে প্রথমে এটি ঢুকিয়ে নিতে হয় এবং তারপর যখন কাপটি ভরে যায়, তখন আপনি আপনার পিরিয়ডের রক্ত ফ্লাশ করে দিতে পারেন। স্যানিটারি ন্যাপকিন বা ট্যাম্পন যেমন ফেলে দিতে হয়, মেনস্ট্রুয়াল কাপ ফেলে দেওয়ার প্রয়োজন হয় না। ঠিক করে পরিষ্কার করার পর আপনি এই কাপ বহুবার ব্যবহার করতে পারেন।

কীভাবে মেনস্ট্রুয়াল কাপ ব্যবহার করবেন? (Tips On How To Use A Menstrual Cup)

Shutterstock

মেনস্ট্রুয়াল কাপ ব্যবহার করবেন কীভাবে (How To Use A Menstrual Cup), এটাও একটা বড় প্রশ্ন। অনেকেই ভাবেন যে, বাইরে থেকে একটা বস্তু যোনিদেশে ঢুকিয়ে রাখতে হবে তাতে ব্যথা লাগতে পারে, আবার অনেকের মনে এই প্রশ্নটাও আসতে পারে যে মেনস্ট্রুয়াল কাপ (Menstrual Cup) পরে তো নিলেন কিন্তু যদি খুলে যায়! চিন্তা নেই, এরকম কিছুই হয় না। এখানে স্টেপ বাই স্টেপ জানানো হচ্ছে কীভাবে মেনস্ট্রুয়াল কাপ ব্যবহার করতে হয়।

মেনস্ট্রুয়াল কাপ ব্যবহারের সুবিধে ও অসুবিধে (Advantages and Disadvantages Of Menstrual Cup)

এই কাপ (Menstrual Cup) ব্যবহারের সুবিধে প্রচুর, কিন্তু তার সঙ্গে কিছু অসুবিধেও রয়েছে। নীচে দেওয়া প্রতিবেদনটি পড়ে দেখে নিন এটি ব্যবহারের সুবিধে ও অসুবিধে গুলো কি কি –

মেনস্ট্রুয়াল কাপের সুবিধে (Advantages Of Menstrual Cup)

মেনস্ট্রুয়াল কাপ ব্যবহারের অসুবিধে (Disadvantages Of Menstrual Cup)

POPxo এখন ৬টা ভাষায়! ইংরেজি, হিন্দি, তামিল, তেলুগু, মারাঠি আর বাংলাতেও!

আপনি যদি রংচঙে, মিষ্টি জিনিস কিনতে পছন্দ করেন, তা হলে POPxo Shop-এর কালেকশনে ঢুঁ মারুন। এখানে পাবেন মজার-মজার সব কফি মগ, মোবাইল কভার, কুশন, ল্যাপটপ স্লিভ ও আরও অনেক কিছু!

Read More From Periods