বিবাহ

বিয়ের দিন আরও স্পেশাল হয়ে উঠুক, হবু কনের জন্য রইল বিউটি টিপস

Indrani Bose  |  Aug 12, 2021
বিয়ের দিন আরও স্পেশাল হয়ে উঠুক, হবু কনের জন্য রইল বিউটি টিপস

বিয়ে মানেই কয়েক মাসের এক প্রস্তুতি । নিমন্ত্রণের তালিকা তৈরি থেকে শুরু করে শপিং, অনুষ্ঠান বাড়ি ভাড়া করা পর্যন্ত প্রচুর কাজ । এছাড়াও চারপাশে আরও কত কাজ থাকে যে নিজের দিকে মন দেওয়াই হয়ে ওঠে না । কারণ তার সঙ্গে কর্মব্যস্ততা তো আছেই । বিয়ের কয়েক মাস আগে থেকে এত খাটনি শুরু হয় যে, চোখ মুখে ক্লান্তির ছাপ পড়ে যায় কনের । কিন্তু কনেই (bride to be) তো বিয়ের আসল তারকা, তাঁকে কি ক্লান্ত লাগলে চলে ? তাই হবু কনের বিউটি টিপস (beauty tips) প্রয়োজন অবশ্য়ই।

বিয়ের প্রস্তুতির জন্য কনের নিজের প্রতি যত্ন নেওয়াই হয় না। তবে বিয়ের আগে অন্তত কয়েকটি নিয়ম মেনে চলতেই হবে । কর্মব্যস্ততা ও অন্যান্য কাজের ফাঁকে নিজের জন্য একটু সময় বের করে নিতেই হবে হবু কনেকে । তাঁর জন্য কয়েকটি বিউটি টিপস (beauty tips) রইল।

স্পা ও মাসাজ (beauty tips)

বিয়ের কয়েক মাস আগে থেকেই বিয়ের সন্ধ্যার জন্য নিজেকে সবরকমভাবে প্রস্তুত করা প্রয়োজন । তার জন্য বডি মাসাজ আপনি করিয়ে নিতেই পারেন । বডি মাসাজে শরীরে সমস্ত পেশীগুলিতে আবার ভালভাবে রক্ত সঞ্চালন হয় । এতে শরীরে ক্লান্তি ও ব্যথা অনুভব কম হয় । হবু কনেকে (bride to be) আরও উজ্জ্বল লাগে ।

ওয়্যাক্সিং

বডি হেয়ার রিমুভ করা অবশ্য়ই আপনার ব্যক্তিগত পছন্দ। কিন্তু যদি আপনি বডি হেয়ার রিমুভ করিয়ে স্বাচ্ছন্দ্য বোধ করেন তবে এই টিপস আপনার জন্য। বিয়ের আগে হাত ও পায়ের ওয়্যাক্সিং করিয়ে নিন । এতে আপনার হাত আরও সুন্দর লাগবে । কারণ, হবু কনের হাতে মেহেন্দি করতে তো হবে না কি (beauty tips) !

ক্লিনজিং এবং ফেশিয়াল

বিয়ের অন্যান্য কাজ সারতে সারতে নিজের দিকে নজর দেওয়াই হয় না । এইদিকে যে সারা মুখে ক্লান্তির ছাপ । অফিসের পর বেশ কয়েকদিন শপিংয়েও গিয়েছেন । তারই পাশাপাশি ছিল আরও অনেক কাজ । ত্বকে ট্যান পড়ে গিয়েছে তো । হবু কনের কি এরকম চেহারা মানায়? তার জন্যই পার্লারে এখনই সময় বুক করে নিন । নির্দিষ্ট সময় পার্লারে গিয়ে কথা বলুন । ওরাই ঠিক করে দেবে, বিয়ের আগে আপনার কটি ফেশিয়াল প্রয়োজন । ওদের পরামর্শ মতো ফেশিয়াল ও ক্লিনজিং করিয়ে নিন । সঠিকভাবে ময়শ্চারাইজ করুন । আপনার ত্বক হবে আরও জেল্লাদার ।

হাত ও পায়ের বিশেষ যত্ন (beauty tips)

বিয়ের আর বেশি দিন কিন্তু বাকি নেই । হাত ও পায়ের দিকে লক্ষ্য করেছেন কি ? অবশ্যই পেডিকিওর এবং ম্যানিকিওর করিয়ে নিন । একইসঙ্গে শুতে যাওয়ার আগে প্রতিদিন হাত ও পায়ে অলিভ অয়েল মালিশ করুন । এতে আপনার ত্বকে রুক্ষতা কমবে । নখেরও একইভাবে যত্ন নিন।

চুলের যত্ন

রাস্তাঘাটে গাড়ির ধোঁয়া ও ধুলোয় চুলের অনেকটাই ক্ষতি ইতিমধ্যেই হয়ে গিয়েছে । কিন্তু আর দেরি করা যাবে না । কারণ সামনেই বিয়ে । তার আগে চুলের যথেষ্ট যত্ন নিতে হবে । চুল সুন্দর রাখতে নিয়মিত স্পা করিয়ে নিতে হবে । প্রয়োজনে কেরাটিন ট্রিটমেন্টও করাতে পারেন । কারণ, জেল্লাদার চুলে আপনাকে আরও সুন্দর দেখাবে আপনার বিশেষ দিনে ।

সঠিক ব্যায়াম ও বিশ্রাম (beauty tips)

অনেক পরিশ্রম করেছেন । একটু বিশ্রাম করুন । বিয়ের আগে বিশ্রামের প্রয়োজন । অন্তত ৮ ঘণ্টা ঘুমানোর চেষ্টা করুন । একইসঙ্গে মেডিটেশনও করতে পারেন । তাতে চিন্তা কিছুটা কমবে । তবে প্রয়োজন সঠিক ব্যায়ামও । প্রতিদিন নির্দিষ্ট সময়ে ব্যায়াম করুন । সঙ্গে খেতে হবে পরিমাণ মতো জল । দিনে অন্তত ৮ থেকে ১০ গ্লাস জল খান । একইসঙ্গে পরিমাণ মতো খাবার খান । স্বাস্থ্যকর খাবার খান । প্রচুর পরিমাণে ফল খান । একটি সঠিক ডায়েট আপনাকে সুস্থ রাখতে পারে । নিজের যত্ন নিন । এই বিশেষ দিনটির জন্য সব মেয়েই অপেক্ষা করে থাকে । তাই আপনার বিশেষ দিনে আপনাকে খুব সুন্দর দেখাক, কেউ যেন কনের থেকে চোখ ফেরাতে না পারে !

মূল ছবি – তৃণা সাহা

POPxo এখন চারটে  ভাষায়! ইংরেজিহিন্দিমারাঠি আর বাংলাতেও!       

বাড়িতে থেকেই অনায়াসে নতুন নতুন বিষয় শিখে ফেলুন। শেখার জন্য জয়েন করুন #POPxoLive, যেখানে আপনি সরাসরি আমাদের অনেক ট্যালেন্ডেট হোস্টের থেকে নতুন নতুন বিষয় চট করে শিখে ফেলতে পারবেন। POPxo App আজই ডাউনলোড করুন আর জীবনকে আরও একটু পপ আপ করে ফেলুন!

Read More From বিবাহ