রূপচর্চা ও বিউটি টিপস

প্যানডেমিকে আপনার প্রয়োজন এই কয়েকটি বিউটি টুল

Indrani Bose  |  Jan 17, 2022
প্যানডেমিকে আপনার প্রয়োজন এই কয়েকটি বিউটি টুল

করোনা পরিস্থিতিতে আমাদের গ্রুমিং রুটিনে অনেক পরিবর্তন হয়েছে। পার্লরে যাওয়ার সম্ভাবনা কম হয়েছে। কারণ সংক্রমণ আটকানোর যাওয়ার জন্য় আমরা অনেকেই পার্লর যাচ্ছি না। তখন বাড়িতেই গ্রুমিং রুটিন মেনে চলার প্রয়োজন। এছাড়াও আরও কিছু বিউটি টুল (beauty tools) আছে, যা এই প্যানডেমিক পরিস্থিতিতে অবশ্যই আমাদের হাতের কাছে রাখা প্রয়োজন। দেখে নিন প্যানডেমিক পরিস্থিতিতে কোন কোন বিউটি টুল আপনার কাছে থাকবেই।

ব্রো শেপার (beauty tools)

ব্রো শেপিং এবং ট্রিমিং টুল (beauty tools) সবার খুবই প্রয়োজন। প্রত্যেকের গ্রুমিং কিটে এটি থাকা প্রয়োজন। ব্রো রেজর এবং ইলেকট্রিক ব্রো ট্রিমার দুই ধরনের ব্রো শেপিং টুল। আপনি এগুলি কিনে রাখতে পারেন। সঠিক সময়ে এগুলি আপনাকে যথেষ্ট সাহায্য় করবে। আর এগুলো ব্যবহার করলে আপনার কোনও ব্যথাও লাগবে না। আই ব্রো প্লাকিংকে আপনি জানাতে পারেন বাই বাই।

ব্লো ড্রায়ার

প্যানডেমিকেও আমাদের অনেককেই অফিসে যেতে হচ্ছে। বা কোনওদিন হয়তো কোনও গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে যোগ দিতে হচ্ছে। অফিসে কোনও কোনওদিন গুরুত্বপূর্ণ মিটিং থাকে। সেদিন প্রেজেন্টেবল হয়ে যাওয়া খুবই প্রয়োজন। এই সময় আপনাকে বাঁচিয়ে দিতে পারে ব্লো ড্রায়ার। কারণ, ব্লো ড্রায়ারের সাহায্য়ে আপনি যে কোনও হেয়ার স্টাইলিং করতে পারেন। কার্লিং বা ওয়েভি চুল পেতে কিংবা স্ট্রেট করতেও আপনাকে সাহায্য় করে ব্লো ড্রায়ার (beauty tools) ।

মাল্টি-টাস্কিং স্টিমার (beauty tools)

এই করোনাকালে স্টিমার আমাদের প্রত্যেকের কাছেই আছে। স্টিমারের সাহায্য়ে আপনি ভাপ নিতে পারেন। করোনা সংক্রমিত হলে বা অন্য় কোনও কারণে ঠান্ডা লাগলে আমাদের নাক বন্ধ হয়ে যায়। কাশি হয়। এই সময় ভাপ নিলে খুবই উপকার পেলে। এছাড়াও ভাপ নিলে কিন্তু আপনার মুখের ত্বকও খুব ভাল থাকে। ত্বকে রক্ত সঞ্চালন ভাল হয়। যা আপনার ত্বকের জন্য খুবই ভাল।

এই কয়েকটি বিউটি টুল (beauty tools) অবশ্যই আপনার কাছে রাখবেন। করোনা পরিস্থিতিতে সব সময় পার্লরে যাওয়া সম্ভব নয়। কিন্তু গ্রুমিং ও স্টাইলিং তো প্রয়োজন। তাই এগুলি আপনার প্রয়োজনীয় সময়ে যথেষ্ট কাজে আসবে। করোনা পরিস্থিতিতে সাবধানে থাকুন এবং সুস্থ থাকুন।

POPxo এখন চারটে ভাষায়! ইংরেজিহিন্দিমারাঠি আর বাংলাতেও!      

বাড়িতে থেকেই অনায়াসে নতুন নতুন বিষয় শিখে ফেলুন। শেখার জন্য জয়েন করুন #POPxoLive, যেখানে আপনি সরাসরি আমাদের অনেক ট্যালেন্ডেট হোস্টের থেকে নতুন নতুন বিষয় চট করে শিখে ফেলতে পারবেন। POPxo App আজই ডাউনলোড করুন আর জীবনকে আরও একটু পপ আপ করে ফেলুন!

Read More From রূপচর্চা ও বিউটি টিপস