নানা রকমের সুস্বাদু (tasty) খাবার (dishes), শীতকাল (winters) আর বাঙালি (Bengalis) – এদের মধ্যে কোথায় যেন একটা যোগসূত্র আছে. ভোজনরসিক (foodie) বাঙালির (Bengalis) কাছে আসলে শীতকাল (winters) অনেক খাদ্য সামগ্রীর পসরা সাজিয়ে আনে. যেমন ধরুন নলেন গুড়ের সন্দেশ, মোয়া, ফুলকপির সিঙ্গারা, নানারকমের পিঠে-পুলি, কড়াইশুঁটির কচুরি, নতুন আলুর দম, আরো না জানি কত জিভে জল আনা খাবার! বাঙালিদের (Bengalis) মধ্যে মোটামুটি সবাই শীতকালের (winters) এই সুস্বাদু (tasty) খাবারগুলোর (dishes) সারাবছর ধরে অপেক্ষা করে থাকি. শুধু বাঙালি (Bengalis) কেন, অবাঙালি অনেকেও কিন্তু এই খাবারগুলো (dishes) খেতে খুবই ভালোবাসেন. আমরা তো খাবই, আপনিও যদি শীতের মরশুমে (winters) কলকাতায় থাকেন, তাহলে অন্তত এই খাবারগুলো (dishes) খেতে ভুলবেন না!
কথা দিচ্ছি, সারা জীবন এর স্বাদ আপনার মুখে লেগে থাকবে!
১. ছোট আলুর দম সহযোগে কড়াইশুঁটির কচুরি
২. কড়াইশুঁটি-ফুলকপির খিচুড়ি, বাঁধাকপির ঘন্ট আর বেগুন ভাজা
সাধারনত এই মেনুটা বাঙালিদের (Bengalis) পুজোর ভোগে থাকে, কিন্তু পুজো ছাড়াও তো খিচুড়ি খাওয়া যায় নাকি! আমি কিন্তু এরকম বাঙালি খুব বেশি চিনি না, যে খিচুড়ি খেতে ভালোবাসে না. তায় সেই খিচুড়ি যদি ফুলকপি আর কড়াইশুঁটি দিয়ে করা হয়, তাহলে তো আর কথাই নেই. শীতের (winters) দুপুরে গরম গরম ফুলকপি দিয়ে সোনামুগের ডালের খিচুড়ি, সাথে মাখোমাখো বাঁধাকপির ঘন্ট আর লম্বা করে কাটা বেগুন ভাজা… একবার খান.
৩. নলেন গুড়ের সন্দেশ, রসগোল্লা, পায়েস
৪. জয়নগরের মোয়া
৫. ফুলকপির সিঙ্গারা
কলেজস্ট্রিটের পুঁটিরাম হোক কিংবা দেশপ্রিয় পার্কের ভিয়েন – ফুলকপির সিঙ্গারা শীতকালের সন্ধ্যের আমেজটাই বদলে দেয়! এমনিতেই বাঙালিরা তেলেভাজা খেতে ভালোবাসি, তার ওপর শীতের সন্ধ্যেতে গরম কফির সাথে ফুলকপির সিঙ্গারা থাকলে আড্ডা দেবার মজাই আলাদা.
৬. পাটিসাপ্টা, গোকুল পিঠে, পুলি, সরু চাকলি আরো কত কি
POPxo এখন ৬টা ভাষায়! ইংরেজি, হিন্দি, তামিল, তেলুগু, মারাঠি আর বাংলাতেও!
Read More From লাইফস্টাইল
এই ৬টি ঠোঁটের অধিকারিণীরা এইসব গুণের মানুষ হন
SRIJA GUPTA
চুল ভাল রাখতে শ্যাম্পুর বদলে এগুলি ব্যবহার করুন
SRIJA GUPTA