Bath and Body Products

শীতের রুক্ষতা থেকে ত্বক বাঁচাতে ব্যবহার করতে পারেন এই বডি ওয়াশগুলো

Debapriya Bhattacharyya  |  Jan 7, 2020
শীতের রুক্ষতা থেকে ত্বক বাঁচাতে ব্যবহার করতে পারেন এই বডি ওয়াশগুলো

গরমকাল হোক বা শীতকাল (winters) – প্রতিটি ঋতুতেই পরিষ্কার-পরিচ্ছন্ন থাকাটা খুব জরুরি। আর পরিচ্ছন্নতার প্রথম ধাপ শুরু হয় আমাদের স্নানের মধ্যে দিয়ে। শীতকাল মানেই স্নান থেকে বিরতি নিয়ে নেবেন, এমনটা করলে যে শুধু পরিচ্ছন্নতা থেকে দূরে থাকবেন তা নয়, ত্বকেরও ক্ষতি হওয়ার আশঙ্কা থেকে যাবে। এমনিতেই শীতকালে (winters) বাতাসে আর্দ্রতা কম থাকায় চুল ও ত্বকের যথেষ্ট ক্ষতি হয়, ত্বক শুষ্ক হয়ে গায়ে-হাত-পায়ে খড়ি ওঠে এবং এর থেকেই ত্বকে নানা র‍্যাশ বেরতে শুরু করে। শীতকালে অনেকেই গ্লিসারিন সাবান মেখে স্নান করেন, কিন্তু সাবানে অনেকসময়ে প্যারাবেন থাকে যা ত্বকের ক্ষতি করে। কাজেই শাওয়ার জেল বা বডি ওয়াশ ব্যবহার করলে শীতকালেও ত্বক থাকবে মাখনের মতো পেলব (soft skin) ও মসৃণ। রইল কিছু বাছাই করা বডি ওয়াশের (body wash) হদিশ, যা শীতকালে আপনার স্নানকে করে তুলবে আরও বেশি রিফ্রেশিং।

https://bangla.popxo.com/article/best-shampoo-for-colored-hair-in-bengali

হানি অ্যান্ড ভ্যানিলা জেল বডি ওয়াশ

শীতকালে (winters) ত্বকের যত্ন নিতে অনেকেই মধু ব্যবহার করেন। কেউ কেউ রূপটানে মধু ব্যবহার করেন আবার কেউ বা বডি স্ক্রাবার হিসেবেও অন্য উপকরণের সঙ্গে মধু মিশিয়ে স্নান করেন। মধু রুক্ষ ত্বকে আর্দ্রতা (soft skin) ফিরিয়ে আনতে সাহায্য করে। আর এই বডি ওয়াশে (body wash) অ্যালোভেরা, গোলাপের পাপড়ি, ভ্যানিলা অয়েল এবং আরও অন্যান্য উপকরণ রয়েছে যা ত্বকের যত্ন নিতে দারুণ উপকারী।

সুবিধে


অসুবিধে

ডাভ ডিপ ময়শ্চার নারিশিং বডি ওয়াশ

ডাভের ডিপ ময়শ্চার নারিশিং বডি ওয়াশটি (body wash) নিউট্রাম-ময়শ্চার প্রযুক্তি দ্বারা তৈরি করা হয়েছে যা আপনার ত্বকের গভীরে গিয়ে ত্বকের প্রতিটি স্তরে পুষ্টি ও আর্দ্রতা যোগায়, ফলে শীতকালেও (winters) ত্বক থাকে তুলতুলে (soft skin)।

সুবিধে

অসুবিধে

দ্য বডি শপ সৎসুমা শাওয়ার জেল

বিউটি প্রোডাক্ট, বিশেষ করে স্নানের সামগ্রীর জগতে দ্য বডি শপ একটি অত্যন্ত সুপরিচিত নাম। নানা ধরনের স্নানের সামগ্রীর দারুণ কালেকশন রয়েছে এঁদের। তারই মধ্যে শীতকালে ব্যবহার করার জন্য সৎসুমা শাওয়ার জেলটি কিন্তু আদর্শ। সুন্দর একটি সাইট্রিক সুবাসে ম ম করবেন আপনি স্নানের পরে এবং ত্বক যে নরম (soft skin) থাকবে সে কথা বলাই বাহুল্য।

সুবিধে

অসুবিধে

পিয়ারস পিওর অ্যান্ড জেন্টল বডি ওয়াশ

শীতকাল (winters) এলো আর টেলিভিশনে পিয়ারস-এর বিজ্ঞাপন দেখানো হবে না, এটা তো জাস্ট ভাবা যায় না। শীতকালে অনেকেই পিয়ারস গ্লিসারিন সাবান মেখে স্নান করেন। অন্তত সিংহভাগ বাঙালি বাড়িতেই এই রীতি রয়েছে। আপনিও যদি চান যে গ্লিসারিনের গুণে আপনার ত্বক হয়ে উঠুক আরও কোমল (soft skin), আর শীতকালের রুক্ষতা থাকুক আপনার থেকে শতহস্ত দূরে, তাহলে ট্রাই করতে পারেন পিয়ারস পিওর অ্যান্ড জেন্টল বডি ওয়াশ (body wash)

সুবিধে

অসুবিধে

POPxo এখন ৬টা ভাষায়! ইংরেজি, হিন্দি, তামিল, তেলুগু, মারাঠি আর বাংলাতেও!

আমাদের এক্কেবারে নতুন POPxo Zodiac Collection মিস করবেন না যেন! এতে আছে নতুন সব নোটবুক, ফোন কভার এবং কফি মাগ, যেগুলো দারুণ ঝকঝকে তো বটেই, আর একেবারে আপনার কথা ভেবেই তৈরি করা হয়েছে। হুমম…আরও একটা এক্সাইটিং ব্যাপার হল, এখন আপনি পাবেন ২০% বাড়তি ছাড়ও। দেরি কীসের, এখনই POPxo.com/shopzodiac-এ যান আর আপনার এই বছরটা POPup করে ফেলুন!

Read More From Bath and Body Products