সুস্মিতা বেশ লম্বা, প্রায় ৫’১১” হবে ওর হাইট, হাইটের সাথে সামঞ্জস্য রেখেই ওর শরীরের গঠন, ফলে যেরকম পোশাকই পরুক না কেন, দেখতে খুবই ভালো লাগে। তবুও যেন ওর মনের মধ্যে অদ্ভুত এক খুঁতখুঁতুনি কাজ করে। আসলে ওর অন্যান্য মেয়ে বন্ধুদের তুলনায় অ একটু বেশিই লম্বা আর তা নিয়ে অন্যরা ওকে মাঝেমাঝেই খেপায়। ফলে যখনি জামাকাপড় কিনতে যায়, বেচারি খুব সমস্যায় পড়ে যায়। কোন কাট বা লেন্থ ওকে মানাবে সেটা ঠিক বুঝে উঠতে পারে না। সুস্মিতার মতো কিন্তু আরও অনেকেই আছেন যাদের হাইট অন্যান্য ভারতীয় মেয়েদের অ্যাভারেজ হাইটের তুলনায় বেশ বেশি এবং এই ব্যাপারটাতে তারা মোটেই খুশি নন। তার কারণ আর কিছুই নয়, নিজেদের পছন্দমত জামাকাপড় না পরতে পারা। কিন্তু একটু বুদ্ধি করে ফ্যাশন করলেই যে একেবারে বাজিমাত করা যায় সেটা তাদের কে বোঝাবে? এখানে কয়েকটা ফ্যাশন (fashion) টিপস দিলাম সেসব লম্বা মেয়েদের জন্য যারা নিজের হাইট নিয়ে বিনা কারনেই চিন্তিত –
১। লং টিশার্ট পরুন
২। প্রিন্টেড প্যাটার্ন ট্রাই করতে পারেন
আপনি যদি বেশ লম্বা হন তাহলে সলিদ কালার না পরে বরং ছাপা পরুন। ছোট ছোট ফুলের ছাপা কিম্বা অন্যকোন জ্যামিতিক ছাপা পরতে পারেন। যদি স্ট্রাইপ পরতে চান তাহলে ভারটিক্যাল বা লম্বা স্ট্রাইপের বদলে হরাইজন্টাল অর্থাৎ চওড়া স্ট্রাইপ পরুন। পোলকা ডট কিম্বা সেলফ কালারের মোটিফে নিজেকে আটকে না রেখে নানা ধরনের প্যাটার্ন ট্রাই করুন এবং সেটাও আত্মবিশ্বাসের সাথে।
৩। মিডি ড্রেস
আপনি মিডি ড্রেস কিম্বা স্কার্ট ট্রাই করতে পারেন। সাধারনত মিডিতে হাঁটুর একটু নিচ পর্যন্ত ঝুল থাকে। কিন্তু আপনি যদি বেশ লম্বা হন তাহলে মিডি ড্রেস বা স্কার্ট পরলে তার ঝুল হয়ত আপনার হাঁটু বা তার ঠিক ওপরেই শেষ হবে, অবশ্য তাতে সমস্যা কিছুই নেই। আর সত্যি বলতে কি সেটা বেশ স্টাইলিশও লাগবে দেখতে। স্ট্র্যাপি হিলস দিয়ে মিডি পরুন, ভালই লাগবে।
৪। জিন্স গুটিয়ে নিন
POPxo এখন ৬টা ভাষায়! ইংরেজি, হিন্দি, তামিল, তেলুগু, মারাঠি আর বাংলাতেও!
Read More From ফ্যাশন
চশমা পরা হবু কনেরা কিভাবে সাজবেন জেনে নিন
SRIJA GUPTA