নীতা এমনিতে বেশ আত্মবিশ্বাসী (confident) কিন্তু কোথাও যেতে হলে কিম্বা কারও সাথে কথা বলতে গেলে একটু টেনশনে পড়ে যায় আর তখনি অদ্ভুতভাবে নিজের ডান পা নাচাতে (movement) থাকে। যার জন্য বেশ অনেকগুলো ইন্টারভিউতে (interview) ওর সিলেকশন আটকে গেছে। নীতার মতো অনেকেই আছেন যারা শুধুমাত্র তাদের বডি ল্যাঙ্গুয়েজ (body language) ঠিক নয় বলে জীবনের অনেকক্ষেত্রে আটকে গেছেন, বিশেষত ইন্টারভিউতে। টেনশন হলে অনেকেই নখ কামড়ায় কিম্বা কানের পিছনে চুলকোতে থাকেন অথবা এমন অনেক শারিরিক অঙ্গভঙ্গিমা (body language) করে ফেলেন, অবশ্যই নিজের অজান্তে, যেটা ঠিক নয়। যেকোনো ইন্টারভিউতে (interview) একটু আধটু টেনশন সবারই থাকে, কিন্তু তা যদি আপনার অঙ্গভঙ্গিমায় প্রকাশ পায়, তাহলেই কিন্তু মুশকিল, আপনি আপনার জিতে যাওয়া বাজিও হেরে যেতে পারেন। ইন্টারভিউতে আপনার কেপিবিলিটি এবং কোয়ালিফিকেশন ছাড়াও আপনার বডি ল্যাঙ্গুয়েজ (body language) একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সঠিক বডি ল্যাঙ্গুয়েজের কয়েকটি টিপস তাই শুধুই আজ আপনার জন্য দিলাম –
অনুমতি ছাড়া বসবেন না
যিনি আপনার ইন্টারভিউ নিচ্ছেন, তিনি আপনার থেকে বয়সে বড় হন বা না হন, পজিশনে বড়, এই কথাটি কিন্তু ভুলে যাবেন না। তাই যে ঘরে আপনার ইন্টারভিউ নেওয়া হচ্ছে সেখানে প্রবেশ করার পর তাঁর অনুমতি ছাড়া বসবেন না। এতে যিনি ইন্টারভিউ (interview) নিচ্ছেন, তাঁর প্রতি অসম্মান দেখানো হয়।
আপনার হ্যান্ড মুভমেন্টের দিকে খেয়াল রাখুন
জড়তা কাটিয়ে উঠুন
চেয়ারে বসবার সময়ে খেয়াল রাখবেন যেন ধপ করে না বসে পড়েন। আর যখন কথা বলবেন, খেয়াল রাখবেন যেন শেকিনেস বা জড়তা না থাকে আপনার কথায় এবং বডি ল্যাঙ্গুয়েজে; যারা ইন্টারভিউ (interview) নিতে বসে আছেন, তারা কিন্তু এই ছোট ছোট ব্যাপারগুলো ভিশনভাবে লক্ষ্য করেন।
হাসুন, তবে মেপে
এছাড়াও যেগুলো খেয়াল রাখা উচিত –
- চোখ পিটপিট করবেন না
- চোখের দিকে তাকিয়ে কথা বলুন
- বারবার ঘড়ি দেখবেন না
- মোবাইল সাইলেন্ট মোডে রাখুন এবং ব্যাগের ভেতরে রাখুন
- চোখ কচলাবেন না
- শিরদাঁড়া সোজা রাখুন
- টেবিলের ওপরে হাত না রেখে কোলের কাছে হাত রাখুন
- আত্মবিশ্বাসের সাথে (confident) কথা বলুন এবং উত্তর দিন
আপনার পরবর্তী ইন্টারভিউ-এর (interview) জন্য আগাম শুভেচ্ছা রইল POPxo বাংলার তরফ থেকে।
ছবি সৌজন্যে – Pexels, YouTube
POPxo এখন ৬টা ভাষায়! ইংরেজি, হিন্দি, তামিল, তেলুগু, মারাঠি আর বাংলাতেও!