লাইফস্টাইল

সংলাপে যখন নারী শক্তি (Famous Bollywood Dialogues In Bengali)

Doyel Banerjee  |  Feb 19, 2019
সংলাপে যখন নারী শক্তি (Famous Bollywood Dialogues In Bengali)

একটা সময় ছিল, যখন দু একটা হাতে গোনা ছবি বাদ দিয়ে বেশিরভাগ হিন্দি ছবিতেই (বলিউড মুভি) মহিলাদের ভূমিকা থাকত খুব নগণ্য। নায়কের সঙ্গে যোগ্য সঙ্গত দেওয়া বা সেজেগুজে পটের বিবি হয়ে নাচ গান করা ছাড়া বলিউড ছবিতে (Bollywood Movie) তাদের বিশেষ কোনও কাজ থাকত না। সময় অনেক পাল্টেছে। বলিউডে (Bollywood) তৈরি হচ্ছে বেগমজান, পিকু বা কুইনের মতো ছবি। যেখানে নায়ক/নায়িকার এই বিভেদ ঘুচে গেছে। নায়িকার মুখেও থাকছে এমন সংলাপ (Bollywood Dialogues) যা চিরজীবন মনে থাকে। এই ছবিগুলো এবং ছবির চোখা চোখা সংলাপ (Bollywood Dialogues) বলে দিচ্ছে যারা রাঁধে তারা শুধু চুল বাঁধে না। তারা আরও অনেক অনেক কিছু করে। সেরকমই কয়েকটি সংলাপ যেখানে নারী শক্তির বিশেষ ঝলক পাওয়া যায়, আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি। এমন সংলাপ (Bollywood Dialogues) যা আপনাকে এগিয়ে চলার সাহস জোগাবে, সংলাপ যা আপনাকে হাসাবে, সংলাপ যা আপনাকে কাঁদাবে এবং সর্বোপরি প্রতিষ্ঠা করবে নারী শক্তি।

আরো পড়ুনঃ সানি লিওনের জীবন কাহিনী

প্রেমের সংলাপ (Romantic Bollywood Dialogues)

রাগের সংলাপ (Angry Bollywood Dialogues)

সম্পর্ক ভেঙে যাওয়ার (Breakup Dialogues)

নারীবাদী সংলাপ (Feminist Dialogues)

জনপ্রিয় সংলাপ (Popular Bollywood Dialogues)

দ্বৈত অর্থ আছে এমন সংলাপ (Double Meaning Bollywood Dialogues)

কিছু জনপ্রিয় বলিউড মুভি ডায়ালগ (Famous Hindi Movie Dialogues)

এগিয়ে চলার অনুপ্রেরণা দেয় এমন সংলাপ (Motivational Dialogues)

১) অনুষ্কা শর্মা, সিনেমাঃ দিল ধড়কনে দো
“দিল সে ফ্যাসলা করো তুমহে ক্যায়া করনা হ্যায়, দিমাগ তরকিব নিকাল লেগা।”

২) কোঙ্কনা সেন, সিনেমাঃ ওঙ্কারা
“হাঁসি বড়ি মেহেঙ্গি হো রাখি হ্যায় ইস দুনিয়া মে”

৩) ভাগ্যশ্রী, সিনেমাঃ ম্যায়নে প্যার কিয়া
“দোস্তি মে না সরি, না থ্যাঙ্ক ইউ…”

৪) দীপিকা পাদুকোন, সিনেমাঃ ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি
“জিতনা ভি ট্রাই করলো, লাইফ মে কুছ না কুছ তো ছুটেগা হি।তো জাহা হো ওহি কা মজা লেতে হ্যায় না।”

৫) রানি মুখার্জি, সিনেমাঃ মর্দানি
“কুছ করনে কে লিয়ে কায়দে কে নেহি, ইরাদে কি জরুরত হোতি হ্যায়।”

৬) আলিয়া ভট, সিনেমাঃ ডিয়ার জিন্দেগী
“যব হাম আপনে আপ কো আচ্ছি তারহা সমঝ লেতে হ্যায়, তো দুসরে ক্যায়া সমঝাতে হ্যায়, ইট ডাজেন্ট ম্যাটার, নট অ্যাট অল।”

৭) বিদ্যা বালন, সিনেমাঃ ডার্টি পিকচার
“যব জিন্দেগী একবার মিলতি হ্যায়, তব দোবার ক্যায়া সোচনা।”

৮) সোনালি বেন্দ্রে, সিনেমাঃ টক্কর
“উদাসি কা সির্ফ এক সুর হোতা হ্যায়, জিসে পকড়কর ম্যায় জিতি রহি হু… অউর গুসসে কা ভি এক হি সুর হোতা হ্যায়, জিসে পকড়কর তুম জি রাহে হো…মগর জিন্দেগী মে সাত সুর হোতে হ্যায়…ক্যায়া হাম ইন সাত সুরো কো পকড়কর নেহি চল সকতে।”

৯) কাজল, সিনেমাঃ মাই নেম ইজ খান
“ডরনে মে কোই বুড়াই নেহি হ্যায়, বস আপনে ডর কো ইতনা বড়া মত বানা দো…কি তুমহে আগে বাড়নে সে রোকলে।”

১০) প্রিয়াঙ্কা চোপড়া, সিনেমাঃ ফ্যাশন
“ দৌড় মে হার উসকি নেহি হোতি যো ফিসল যাতা হ্যায়…হার উসকি হোতি হ্যায় যো ফিসল কর উঠতা নেহি।”

আরও পড়ুনঃ ৩০টি বাংলা শব্দ যা আমরা আকছার বলে থাকি

প্রেমের সংলাপ (Romantic Bollywood Dialogues)

১) শ্রীদেবী, সিনেমাঃ চাঁদনি
যব তুম মুঝে আপনা কেহতে হো, তব আপনে পর গুরুর আ যাতা হ্যায়।

২) ঐশ্বর্য রাই, সিনেমাঃ হাম দিল দে চুকে সনম
“তুমনে মুঝে প্যার করনা শিখায়া হ্যায় সমীর…পর প্যার নিভানা ম্যায়নে আপনে পতি সে সিখা হ্যায়। হাঁ, মেরি শাদি হো চুকি হ্যায়। ম্যায় তুমহারে প্যার কে খাতির সাত সমনদর পার করকে আয়ি থি পর আব হামারে বিচ কে ইন সাত কদমো কো ম্যায় নেহি পার কর সকতি হু। মুঝে উনহি কে পাস যানা হোগা (Bengali Movie Romantic Dialogues)।

৩) সিনেমাঃ স্ত্রী
প্যার রেডিমেড নেহি হোতা, সুঁই ধাগে সে সিলনা পরতা হ্যায়।

৪) শ্রীদেবী, সিনেমাঃ রাম অবতার
প্যার এক জজবাত হ্যায়, যো কিয়া নেহি যাতা…ইয়ে ইত্তেফাক সে হো যাতা হ্যায়।

৫) কাজল, সিনেমাঃ ফনা
“তেরে দিল মে মেরি শাঁসও কো পানাহ মিল যায়ে/ তেরে ইশক মে মেরি জান ফনা হো যায়ে।”

৬) মাধুরী দীক্ষিত, সিনেমাঃ দিল তো পাগল হ্যায়
“তুম এক অ্যায়সে আদমি কে সাথ আপনি জিন্দেগী বিতানে কো তৈয়ার হো জিসে তুমনে আভি তাক দেখা ভি নেহি হ্যায়। মেরে দিলমে অ্যায়সে আদমি কে লিয়ে কোই জাগাহ নেহি হ্যায়”

৭) অনুষ্কা শর্মা, সিনেমাঃ রব নে বানাদি জোড়ি
“ এক লেড়কি সির্ফ ইতনা হি চাহতি হ্যায় (Bengali Movie Romantic Dialogues)…কে কোই উসসে ইতনা প্যার করে… জিতনা কিসিসে কিসিনে না কিয়া হো।” 

৮) করিনা কাপুর, সিনেমাঃ যব উই মেট
“অগর উও মেরি লাইফ মে না হোতা… তো ইউ নেভার নো সায়দ ম্যায় ভি তুমসে পট জাতি। জাস্ট ইম্যাজিন।”

৯) কাজল, সিনেমাঃ কুছ কুছ হোতা হ্যায়
“হাম জিতে এক বার হ্যায়, মরতে এক বার হ্যায়, প্যার ভি এক বার করতে হ্যায় অউর শাদি ভি একবার উসিসে করতে হ্যায় জিসসে প্যার করতে হ্যায়।”

১০) প্রিয়াঙ্কা চোপড়া, সিনেমাঃ ফ্যাশন
“ আছছে পতি মে আচ্ছা দোস্ত সায়দ না মিলে…লেকিন আছছে দোস্ত মে আচ্ছা পতি জরুর মিলতে হ্যায়।”  

রাগের সংলাপ (Angry Bollywood Dialogues)

১) সোনাক্ষি সিনহা, সিনেমাঃ দবং
“থাপ্পড় সে ডর নেহি লাগতা সাহাব, প্যার সে লাগতা হ্যায়।”

২) প্রিয়াঙ্কা চোপড়া, সিনেমাঃ মেরি কম
“কভি কিসিকো ইতনা ভি মত ডরাও কে ডর হি খতম হো যায়ে।”

৩) কঙ্গনা রানাউত, সিনেমাঃ তনু ওয়েডস মনু
“হাম থোড়া বেবফা ক্যায়া হুয়ে, আপ তো বদচলন হো গ্যায়ে।”

৪) রাখি, সিনেমাঃ করণ-অর্জুন
“ মেরে করণ অর্জুন আয়েঙ্গে ধরতি কি ছাতি ফাঁড়কে আয়েঙ্গে, আসমান কা সিনা চির কে আয়েঙ্গে।”

৫) করিনা কাপুর, সিনেমাঃ যব উই মেট
“আপ কনভিন্স হো গ্যায়ে ইয়া ম্যায় অউর বোলু?”

৬) আলিয়া ভট, সিনেমাঃ বদ্রিনাথ কি দুলহানিয়া
“ প্যার ইম্পরট্যান্ট হ্যায়, বহত ইম্পরট্যান্ট হ্যায়, পর ইজ্জত উসসে জাদা ইম্পরট্যান্ট হ্যায়।”

৭) প্রিয়াঙ্কা চোপড়া, সিনেমাঃ ফ্যাশন
“ সাকসেস কে বারে মে ওহি লোগ লেকচার কিউ দেতে হ্যায়, জিনহোনে সাকসেস কভি দেখা নেহি হো।”

৮) তাপসী পন্নু, সিনেমাঃ মনমর্জিয়া
“ তু বন্দা না বড়া সহি হ্যায়, পর জিম্মেদারি কে নাম পর না হাগ দেতা হ্যায়।”

৯) সোনাম কাপুর, সিনেমাঃ বীরে দি ওয়েডিং
“ জিতনা ভি পড়লো, গ্র্যাজুয়েশান, পোস্ট গ্র্যাজুয়েশান, লেকিন যব তক মঙ্গলসূত্র গলে মে নেহি লাগতা, তব তক লাইফ কমপ্লিট নেহি মানি যাতি।”

১০) কঙ্গনা রানাউত, সিনেমাঃ সিমরন
“ বয়ফ্রেন্ড হোনা কোই ক্যারেক্টার ফ্লো থোড়ই হ্যায়… লড়কি পটানা তো ট্যালেন্ট হোতা হ্যায়।”

সম্পর্ক ভেঙে যাওয়ার (Breakup Dialogues)

১) কঙ্গনা রানাউত, সিনেমাঃ কুইন
“মেরা হাল না গুপ্তা আঙ্কল কে জ্যায়সা হো গয়া হ্যায়, গুপ্তা আঙ্কল কো না… ক্যানসার হো গয়া হ্যায়, উনহোনে কভি শরাব নেহি পি, সিগরেট নেহি পি, ফিরভি ক্যানসার হো গয়া হ্যায়, ইসসে তো আচ্ছা হ্যায় পি হি লেতে।”

২) সিনেমাঃ লীলা
“ইসসে বড়ি সাজা অউর ক্যায়া হোগি কে জান ভি নিকাল লি অউর জিন্দা ভি ছোড় দিয়া।”

৩) অনুষ্কা শর্মা, সিনেমাঃ রব নে বানাদি জোড়ি
“দুনিয়া মে প্যার সে জাদা দর্দ কোই নেহি হোতা।”

৪) মাধুরী দীক্ষিত, সিনেমাঃ দেবদাস
“হর দুখ আনেবালে সুখ কি চিঠঠি হোতি হ্যায়… অউর হর নুকসান হোনেবালে ফায়দে কা ইশারা।”

৫) প্রিয়া রাজবংশ, সিনেমাঃ হীর রাঞ্ঝা
“ক্যায়া মিলেগা ভালা রুলাকে মুঝে… পাওগে ক্যায়া জ্বলা জ্বলাকে মুঝে।”

৬) কাজল, সিনেমাঃ ইয়ে দিল্লগি
“দুখ ছুপানে কো কামাল কি হাসি ক্যাহতে হ্যায়।” 

৭) আমিশা প্যাটেল, সিনেমাঃ হামকো তুমসে প্যার হ্যায়
“হসনেবালো কে সাথ তো দুনিয়া হাসতি হ্যায়, লেকিন রোনেবালে আকেলে হি রোতে হ্যায়।”

৮) রানি মুখার্জি, সিনেমাঃ চোরি চোরি চুপকে চুপকে
“ দুখ তো মুফত মে মিলতা হ্যায়…লেকিন সুখ কি কিমত তো দেনি হি পড়তি হ্যায়।”

৯) অমৃতা রাও, সিনেমাঃ সিং সাহাব দি গ্রেট
“ইস দুনিয়া মে গম বহত হ্যায়…অউর গম বাঁটনেবালে হাত বহত কম।”

১০) ঐশ্বর্য রাই, সিনেমাঃ মোহব্বতে
“মোহব্বত বহত খুবসুরত হোতি হ্যায়… তো ক্যায়া হুয়া আগার উও আপনে সাথ থোড়া সা দর্দ লাতি হ্যায়।”

নারীবাদী সংলাপ (Feminist Dialogues)

১) বিদ্যা বালন, সিনেমাঃ বেগম জান
“মাহিনা গিননা হামে আতা হ্যায় সাহাব…হর বার শালা লাল করকে যাতা হ্যায়।”

২) শ্রীদেবী, সিনেমাঃ ইংলিশ ভিংলিশ
“মর্দ খানা বানায়ে তো কলা হ্যায়…অউরত বানায়ে তো উসকা ফর্জ হ্যায়।”

৩) বিদ্যা বালন, সিনেমাঃ বেগমজান
আজাদি তো সির্ফ মর্দও কে লিয়ে হোতি হ্যায় মাস্টার, অউরত কো তো গালি দেনে কি ভি আজাদি নেহি হ্যায়।”

৪) বিদ্যা বালন, সিনেমাঃ বেগমজান
“কউন সি সরকার…আপনি সরকার ম্যায় খুদ হু।”

৫) বিদ্যা বালন, সিনেমাঃ হামারি অধুরি কাহানি
“ইয়েহি তো কিয়া হ্যায় তুম জ্যায়সে মর্দও নে হাম জ্যায়সি অউরত কে সাথ… কভি কোঁখ মে হি মার ডালা তো কভি পয়দা হোতে হি… ইয়ে ক্যায়সি অজিব পরম্পরা হ্যায় তুম লোগো কি… সব কুছ তুমহারে নাম কা… মাঙ্গ মেরি… সিন্দুর তুমহারে নাম কা, গলা মেরা মঙ্গলসূত্র তুমহারে নাম কা, কলাই মেরি, চুরিয়া তুমহারে নাম কি, ইহা তক কি, কোঁখ মেরি, খুন মেরা, দুধ মেরা অউর বাচ্চা তুমহারে নাম কা, সব কুছ তুমহারে নাম কা… ফির ইয়ে বাতাও আখির তুমহারে পাস ক্যায়া হ্যায় মেরে নাম কা।” 

৬) সিনেমাঃ স্ত্রী
উও স্ত্রী হ্যায়…পুরুষ নেহি, জো ইসে উঠা লে জায়েগি। উও সিধে জবরদস্তি নেহি করতি, উও পেহলে পারমিশান লেতি হ্যায়…”

৭) শ্রীদেবী, সিনেমাঃ মম
“ ইস দেশ মে রেপ তো কর সকতে হ্যায় লেকিন রেপিস্ট কো থাপ্পড় নেহি মার সকতে।”

৮) শ্রীদেবী, সিনেমাঃ মম
“গলত অউর বহত গলত মে সে চুননা হো তো, আপ ক্যায়া চুনোগে?”

৯) দীপিকা পাদুকোন, সিনেমাঃ ওম শান্তি ওম
“এক চুটকি সিন্দুর কি কিমত তুম ক্যায়া জানো রমেশবাবু।”

১০) সিনেমাঃ লজ্জা
“ রোটি কামানে কে লিয়ে আউরত ঘর সে নিকলি নেহি কি তনখ্যা দেনে বালা হর আদমি উসে আপনা বাপ কা মাল সমঝতা হ্যায়।”

জনপ্রিয় সংলাপ (Popular Bollywood Dialogues)

১) কুছ কুছ হোতা হ্যায়, তুম নেহি সমঝোগে

২) ম্যায় প্যায়দা হি হট হুইথি

৩) বহত লোগোনে মুঝে ইউজ কিয়া হ্যায়

৪) জিন্দেগী একদম ঝন্ড হো গয়ি হ্যায়

৫) আই মিস ইউ…আ লট সেভি জাদা

৬) ফিল্মে সির্ফ তিন চিজকে বজে সে চলতি হ্যায়, এন্টারটেনমেন্ট,এন্টারটেনসেন্ট, এন্টারটেনমেন্ট! আউর ম্যায় এন্টারটেনমেন্ট হু।

৭) ম্যায় আপনি ফেভারিট হু।

৮) তুমহে কোই হক নেহি বানতা কে তুম ইতনা খুবসুরত দিখো

৯) নেলপলিশ কিসি ভি বক্ত লাগানা হার লেড়কি কি বার্থরাইট হোতি হ্যায়।

১০) লোগো কি পরওয়া করনে লাগি তো মঞ্জিল বুড়া মান জায়েগি।

দ্বৈত অর্থ আছে এমন সংলাপ (Double Meaning Bollywood Dialogues)

১) হোলি খেলনে কা শখ হ্যায়, পর তেরে পিচকারি মে দম নেহি। (ডার্টি পিকচার)

২) সির্ফ দিমাগ বড়া হ্যায় তেরা অউর দিল ইতনা সা অউর উও উসসে ভি ছোটা। ( হম্পটি শর্মা কি দুলহানিয়া)

৩) উহা হোতে না তো ফাটকে হাত মে আ যাতি। (নো ওয়ান কিল্ড জেসিকা)

POPxo এখন ৬টা ভাষায়! ইংরেজি, হিন্দি, তামিল, তেলুগু, মারাঠি আর বাংলাতেও!

এগুলোও আপনি পড়তে পারেন

২০১৯ এর কয়েকটি হিট বাংলা সিনেমা

রোমান্টিক ডায়লগ শুধুমাত্র ভালোবাসার মানুষটির জন্য

Read More From লাইফস্টাইল