রূপচর্চা ও বিউটি টিপস

ঠোঁট রাঙান পছন্দসই রঙে, বাজেটের মধ্যে সেরা লিকুইড লিপস্টিকের সন্ধান দিচ্ছি আমরা

Doyel Banerjee  |  Jun 6, 2019
ঠোঁট রাঙান পছন্দসই রঙে, বাজেটের মধ্যে সেরা লিকুইড লিপস্টিকের সন্ধান দিচ্ছি আমরা

এই মুহূর্তে বাজারে সবচেয়ে হট জিনিসটা কি জানেন? না, কোনও বলিউড নায়িকার লুক নয়। এই মুহূর্তে সবচেয়ে হট জিনিস হল লিকুইড (liquid) লিপস্টিক (lipsticks)। কারণ, এটা একসাথে দুটো কাজ করে। লিপস্টিকের (lipsticks) মতো ঠোঁট রাঙাও করে আবার লিপগ্লসের মতো ঠোঁট আর্দ্রও রাখে। তবে লিপস্টিক হল বড় লোভনীয় জিনিস। দেখলেই কিনে ফেলতে ইচ্ছে করে। যদিও সেক্ষেত্রে বাধ সাধে বাজেট। আমরা তাই নিয়ে এসেছি সব রকমের বাজেটের (budget) ছয়টি লিকুইড লিপস্টিক। কোনটা ভাল আর কোনটা মন্দ আপনিই দেখে নিন। তারপর টুক করে কিনে নিতে আর কতক্ষণ! 

আরও পড়ুন ৫০০ টাকার মধ্যে সেরা ১০টি সামার শেডের লিপস্টিক

১)  Sugar Cosmetics Smudge Me Not Liquid Lipstick 

৫২টি শেডে এই লিপস্টিক পাওয়া যায়! নামকরণ সার্থক করে এই লিপস্টিক সত্যি স্মাজ করে না। আর দামও সাধ্যের মধ্যে। এই লিপস্টিক ঠোঁটে দীর্ঘক্ষণ স্থায়ী থাকে। আপনি সারাদিন বাড়ির বাইরে থাকলেও আপনার লিপস্টিক ঘেঁটে যাবে না।

দাম ৪৯৯ টাকা 

কিনতে হলে ক্লিক করুন 

২) Maybelline New York SuperStay Matte Ink Liquid Lipstick 

প্রায় ১৫ থেকে ১৬ ঘণ্টা এই লিপস্টিক ঠোঁটে দিব্যি বজায় থাকে। পাওয়া যায় ৩৩টি শেডে। চট করে ঘেঁটে যায় না এই লিপস্টিক এবং খুবই স্মুদ। 

দাম ৬৫০ টাকা 

কিনতে হলে ক্লিক করুন 

৩) Wet N Wild Megalast Liquid Catsuit Matte Lipstick 

৮টি শেডে পাওয়া যায় এই লিপস্টিক। খুবই হাল্কা। প্রথমে ঠোঁটে লাগানোর পর গ্লসি ফিলিং হলেও ধীরে-ধীরে ম্যাট ফিনিশের চেহারা নেয় এর রঙ। অনেকদিন ব্যবহার না করলেও এই লিপস্টিক শুকিয়ে যায় না। 

দাম ৪০০ টাকা 

কিনতে হলে ক্লিক করুন  

৪) Colorbar Kiss Proff Lip Stain 

১২টি শেডে এই লিপস্টিক আপনি পাবেন। আর কফি, চা যা-ই পান করুন না কেন, এই লিপস্টিক মুছে যাবে না! এতে আছে ভিটামিন ই এবং এই লিপস্টিক প্যারাবেন মুক্ত। এর স্পঞ্জ অ্যাপ্লিকেটরও খুব স্মুদ। 

দাম ৯০০ টাকা 

কিনতে হলে ক্লিক করুন 

 ৫) Huda Beauty Liquid Matte Lipstick 

খুব হালকা এই লিপস্টিক অ্যান্টি অক্সিডেন্ট সমৃদ্ধ। এর প্রতিটি পিগমেন্ট আলাদা করে ঠোঁটে বোঝা যাবে এতটাই এর সূক্ষ্মতা। 

দাম ৩০০ টাকা 

কিনতে হলে ক্লিক করুন 

৬) Lakme Absolute Matte Melt Liquid Lip Color 

৮ টা শেডে এই লিপস্টিক পাওয়া যায়। দামেও দিব্যি পুষিয়ে যায়, আবার ঠোঁটে থাকেও অনেকক্ষণ। 

দাম ৪০০ টাকা 

কিনতে হলে ক্লিক করুন 

 

POPxo এখন ৬টা ভাষায়! ইংরেজি, হিন্দি, তামিল, তেলুগু, মারাঠি আর বাংলাতেও!

আপনি যদি রংচঙে, মিষ্টি জিনিস কিনতে পছন্দ করেন, তা হলে POPxo Shop-এর কালেকশনে ঢুঁ মারুন। এখানে পাবেন মজার-মজার সব কফি মগ, মোবাইল কভার, কুশন, ল্যাপটপ স্লিভ ও আরও অনেক কিছু!

Read More From রূপচর্চা ও বিউটি টিপস