ওয়েলনেস

সারাদিন খুব ঘুম পায়? আপনার মানসিক স্বাস্থ্যই তার কারণ নয় তো?

Indrani Bose  |  Jan 6, 2021
সারাদিন খুব ঘুম পায়? আপনার মানসিক স্বাস্থ্যই তার কারণ নয় তো?

ঘুম না আসা বা পরিমাণ মতো ঘুম না হওয়া সমস্যা। ইনসমনিয়া অনেকেই ভোগেন। তার জন্য চিকিৎসা, পর্যাপ্ত ওষুধও খেতে হয় অনেককে। পর্যাপ্ত ঘুম না হওয়ায় শরীর ভেঙে পড়ে। এটি যেমন একটি গুরুতর সমস্যা। ঠিক এর উল্টো সমস্যাও কিন্তু রয়েছে। অতিরিক্ত ঘুম। অনেকেরই সারাদিন বড্ড বেশি ঘুম পায়। এতেও কিন্তু শরীরের স্বাভাবিক সাইকেল নষ্ট হয় (can excessive sleep cause depression)। 

ফলে নানা রকম অসুস্থতা দেখা দিতে পারে। কিন্তু অতিরিক্ত ঘুমের কারণে যেমন শরীরের স্বাভাবিক সাইকেল নষ্ট হতে পারে, ঠিক তেমনই শরীরের কোনও অসুস্থতার কারণেই সারাদিন অতিরিক্ত ঘুম পায় না তো? আপনি কি এই বিষয়ে নিশ্চিত? আমাদের জীবনশৈলী ও অন্যান্য কারণেও যেমন ঘুমের উপর প্রভাব পড়ে। একইভাবে মানসিক ক্লান্তিও কিন্তু অতিরিক্ত ঘুমের কারণ (can excessive sleep cause depression)হতে পারে।

আপনি কাজ করতে করতে ঘুমিয়ে পড়ছেন?

কী কী কারণে অতিরিক্ত ঘুম পায়? (can excessive sleep cause depression)

আপনি মানসিকভাবে সুস্থ থাকুন

আপনার মানসিক স্বাস্থ্য়ও আপনার অতিরিক্ত ঘুমের কারণ হতে পারে

আমরা অন্য কারণগুলো নিয়ে হয়তো বারবার আলোচনা করি। কিন্তু মানসিক স্বাস্থ্য নিয়ে আলোচনার সময় এলেই আমরা সেই প্রসঙ্গে এড়িয়ে যাই। কিন্তু স্লিপিং ডিসর্ডার বা অতিরিক্ত ঘুমে মানসিক স্বাস্থ্যেরও প্রভাব থাকতে পারে। মানসিক অবসাদ বা ক্লিনিকাল ডিপ্রেশনের অন্যতম লক্ষণ স্লিপিং ডিসঅর্ডার। কারও ঘুম আসতেই চায় না। আবার অনেকেই প্রচুর বেশি পরিমাণে ঘুমোন। অনেক বিশেষজ্ঞর দাবি, মস্তিষ্কের কোষ শিথিল থাকার কারণেই মানসিক অবসাদে ঘুমের প্রবণতা বেশি থাকে। তাই আপনারও যদি সারাদিন ঘুম পায়, তবে তা এমনিই ফেলে রাখবেন না। তা আপনার মানসিক অবসাদেরও কারণ হতে পারে।

সারাদিন দুশ্চিন্তা হয়?

মানসিক অবসাদের অন্যান্য লক্ষণগুলি কী কী

তাই অতিরিক্ত ঘুমের পাশাপাশি যদি এই লক্ষণগুলিও (can excessive sleep cause depression)আপনার মধ্যে থেক থাকে , তবে অবশ্য়ই আজই কোনও থেরাপিস্টের সঙ্গে কথা বলুন। কারণ, আপনার মানসিক স্বাস্থ্যও আপনার শারীরিক সুস্থতার মতোই গুরুত্বপূর্ণ। ভাল থাকুন ও সুস্থ থাকুন ।

https://bangla.popxo.com/article/lose-weight-with-no-white-diet-in-bengali

POPxo এখন চারটে  ভাষায়! ইংরেজি, হিন্দি, মারাঠি আর বাংলাতেও!            

বাড়িতে থেকেই অনায়াসে নতুন নতুন বিষয় শিখে ফেলুন। শেখার জন্য জয়েন করুন #POPxoLive, যেখানে আপনি সরাসরি আমাদের অনেক ট্যালেন্ডেট হোস্টের থেকে নতুন নতুন বিষয় চট করে শিখে ফেলতে পারবেন। POPxo App আজই ডাউনলোড করুন আর জীবনকে আরও একটু পপ আপ করে ফেলুন!

Read More From ওয়েলনেস