এই শহরেই কোথাও আপনার ছোট্ট ফ্ল্যাট বা বাড়ি। কিংবা আপনার পুরনো বাড়িটিকেই নতুনভাবে সাজিয়ে ফেলতে চান (makeover of your home)। পুরনো পর্দা, পুরনো আসবাব বদলে কিংবা দেওয়ালের রঙ পালটে হয়তো নতুন করে সাজিয়ে ফেলতে চান আপনার বসার ঘর, বেডরুম(makeover of your home)। আপনি যদি এরকমই এক সময় থাকেন, তবে মাথায় রাখুন পর্দার রং কিন্তু আপনাকে সঠিক নির্বাচন করতে হবে। পর্দার উপরে ঘরের সৌন্দর্য্য নির্ভর করে। আপনি কী রঙের পর্দা নেবেন, বসার ঘরে কী রঙের পর্দা লাগাবেন বা কী রঙের পর্দা থাকবে শোওয়ার ঘরে তা আপনাকে ভেবেচিন্তেই ঠিক করতে হবে। পর্দার রং আপনি গাঢ়ও নিতে পারেন, আবার হাল্কা রঙের পর্দাও নিতে পারেন। কিন্তু সেসবটাই নির্ভর করছে আপনার ঘরের দেওয়ালের রঙ, আপনার আসবাবের রঙের উপর। তাই নতুন পর্দা বেছে নেওয়ার আগে আপনাকে কয়েকটি বিষয় মাথায় রাখতেই হবে(makeover of your home)।
পর্দার রং সঠিক বাছুন
আপনি যখন নতুন পর্দা (curtains)কিনছেন, সেই সময় রং নির্বাচন করার ক্ষেত্রে কয়েকটি বিষয় মাথায় রাখুন। আপনার ঘরের আসবাবের রং ও দেওয়ালের রং। আপনার ঘরের আসবাবের রং যদি গাঢ় হয়, অর্থাৎ গাঢ় বাদামী বা কালো তবে আপনি অপেক্ষাকৃত হালকা রঙের পর্দা বাছুন। সেই পর্দা সাদা, আকাশী , হলুদ বা গোলাপি রঙেরও হতে পারে। আমি ব্যক্তিগতভাবে হালকা রঙের পর্দা পছন্দ করি। কারণ, এতে ঘর অনেক বেশি উজ্জ্বল দেখায় ও অন্দর আরও বেশি সুন্দর দেখায়। আপনার ঘরের দেওয়ালের রঙও মাথায় রাখুন। আপনি দেওয়ালের রঙ মাথায় রেখে পর্দা (curtains) বাছতে পারেন। আবার পর্দা (curtains)কেনার পর দেওয়ালে রঙ করাতে পারেন। সিদ্ধান্ত আপনার উপরে। তবে কন্ট্রাস্টের কথা অবশ্যই মাথায় রাখুন।
দুদিকে দুই রঙের পর্দা লাগিয়ে, মাঝের পর্দার রং অন্য রাখতে পারেন…
কীরকম পর্দা লাগাবেন
এখন শুধু এক রঙের পর্দাই (curtains)সবাই ঘরে লাগাচ্ছেন না। আবার প্রিন্টেড পর্দাই এক ধাঁচে লাগাচ্ছেন না। পর্দাতেও অনেক ডিজ়াইন এখন এসেছে। পর্দার তলার অংশে ছোট ছোট সুতোর বল লাগানো থাকছে, হালকা রঙের পর্দায় মানাচ্ছেও বেশ। আবার পর্দাতে আপনি কুঁচিও লাগাতে পারেন। সেক্ষেত্রেও আপনাকে কয়েকটি বিষয় অবশ্যই মাথায় রাখতে হবে। যে রঙের পর্দা আপনি সে রঙের কুঁচিও লাগাতে পারেন, আবার বিপরীত রঙেরও কুঁচি লাগাতে পারেন। কুঁচি লাগানো পর্দা (curtains)বানিয়ে নিন। সাধারণত শোওয়ার ঘরেই এ ধরনের পর্দা ভাল লাগে। বসার ঘরের জন্য এক রঙের সুন্দর পর্দা নির্বাচন করুন। এইসময় অবশ্যই মনে রাখবেন আপনার বসার ঘরে ওয়াল পেন্ট করা আছে কি না। পর্দার ঝুলের বিষয়টিও অবশ্যই খেয়াল রাখুন। আপনার পর্দায় যেন আপনার জানলা এবং দরজা সম্পূর্ণ ঢাকা পরে। চওড়া জানলা হলে যদি আপনার তিনটি পর্দা লাগে, তাহলে দুপাশের দুই পর্দা একরঙের নিয়ে মাঝের পর্দাটি অন্য রঙের নিতেই পারেন। যেমন- দুপাশের পর্দা যদি আকাশী রঙের হয়, তাহলে মাঝের পর্দাটি (curtains) সাদা রঙের হবে। এতে আপনার ঘর আরও সুন্দর দেখতে লাগবে। আপনি স্ট্রাইপ ডিজ়াইনেরও পর্দা নিতে পারেন। ফ্লোরাল প্রিন্টেড পর্দাও ভাল লাগবে। হালকা রঙের পর্দায় বড় ফ্লোরাল প্রিন্ট বেশ ভাল লাগবে।
পর্দা লাগানোর সময় যে বিষয়গুলি মাথায় রাখবেন
পর্দা সুতিরও হতে পারে আবার সিল্কেরও। সেটি আপনার সিদ্ধান্তের উপর নির্ভর করছে। তবে পর্দার কাপড় নানা কাপড়ের ও নানা দামের হয়। আপনার বাজেট অনুযায়ী আপনি সেই পর্দা কিনুন। পর্দার লাইনিংও তাই। ভাল পর্দার জন্য অবশ্যই লাইনিং ব্যবহার করুন। এতে পর্দা টানটান লাগে। পর্দা (curtains)লাগানোর সময় আয়রন করে নিন। কিছুদিন পর পর পর্দা কেচে নেবেন। পর্দা টানটান ও পরিষ্কার থাকলে ঘরও সুন্দর লাগে। আর আপনার মনও ভাল থাকে।
POPxo এখন চারটে ভাষায়!ইংরেজি, হিন্দি, মারাঠি আর বাংলাতেও!
বাড়িতে
থেকেই অনায়াসে নতুন নতুন বিষয় শিখে ফেলুন। শেখার জন্য জয়েন করুন
#POPxoLive, যেখানে আপনি সরাসরি আমাদের অনেক ট্যালেন্ডেট হোস্টের থেকে নতুন
নতুন বিষয় চট করে শিখে ফেলতে পারবেন। POPxo App আজই ডাউনলোড করুন আর জীবনকে আরও একটু পপ আপ করে ফেলুন!