ডি আই ওয়াই বিউটি টিপস

শুধু কান পরিস্কার করতেই না, মেকআপের নানা কাজেও লাগে কটন বাড

Debapriya Bhattacharyya  |  Jul 7, 2021
শুধু কান পরিস্কার করতেই না, মেকআপের নানা কাজেও লাগে কটন বাড

কটন বাড বা Q-Tip এমন একটি বস্তু, যা সব বাড়িতেই থাকে। কান চুলকোতে বা কানের ময়লা পরিস্কার করতে আমরা সবাই কটন বাড (cotton bud makeup hacks) ব্যবহার করি। তবে শুধুমাত্র এই কাজেই না, কটন বাড যে আরও অন্য অনেক কাজে লাগতে পারে, সে বিষয়ে অনেকেই জানেন না। শুনলে অবাক হবেন, মেকআপ করার সময়েও আপনি এই Q-Tip  বা কটন বাড ব্যবহার করতে পারেন। ছোট্ট দেখতে এই বাডটি যে আপনার মেকআপ করার পদ্ধতি কত নিখুঁত আর সহজ করে দিতে পারে, তা নিয়েই আজ কথা বলব

পারফেক্ট শেপে ভুরু আঁকুন

ঘন সুন্দর ভুরু সবাই পছন্দ করে। কিন্তু সবার ভুরু এমন সুন্দর হয় না। তখন আমরা অনেকেই আইব্রো পেনসিলের সাহায্যে ভুরু আঁকি। তবে বেশিরভাগ সময়ে যে সমস্যাটা হয়, তা হল আইব্রো পেনসিল দিয়ে ভুরু আঁকার সময়ে হয় তা বেশি মোটা হয়ে যায় বা দুটো ভুরুর শেপ দুই রকমের হয়ে যায়। সেক্ষেত্রে কিন্তু সাহায্য করতে পারে কটন বাড (cotton bud makeup hacks)। আইশ্যাডো প্যালেট থেকে হালকা বা গাঢ় ব্রাউন শেড বেছে নিন এবং কটন বাডে লাগিয়ে নিন। এবার সেটি দিয়ে ধীরে ধীরে ভুরুর প্যাচ ভর্তি করুন। সুন্দর শেপে ভুরু আঁকা হয়ে যাবে।

চোখের পাশে হাইলাইট করুন

আই মেকআপ দেখতে যতটা সুন্দর লাগে, করা কিন্তু বেশ কঠিন। না, শুধু কাজল বা মাস্কারা লাগিয়ে নেওয়াকে আই মেকআপ বলে না। আইশ্যাডো, আইলাইনার, কাজল, মাস্কারা সব লাগানো হলেও চোখের ভিতরের দিকে অর্থাৎ ইনার কর্নারে সামান্য হাইলাইটার না লাগালে আই মেকআপ ঠিক সম্পূর্ণ হয় না। তবে অনেক সময়ে ব্রাশের সাহায্যে হাইলাইটার লাগাতে গেলে তা ধেবড়ে যেতে পারে বা প্রোডাক্ট বেশি লেগে যেতে পারে। এক কাজ করুন, সামান্য হাইলাইটার Q-Tip-এ লাগিয়ে নিন এবং চোখের ইনার কর্নারে লাগিয়ে ব্লেন্ড করে নিন। 

পারফেক্ট ভাবে লিপস্টিক লাগান

আপনারও কি লিপস্টিক লাগানোর সময়ে তা ঠোঁটের আউটলাইনের বাইরে চলে যায়? নাকি লিপস্টিক লাগানোর পর তা দাঁতে লেগে যায়? তাহলে দুটি ঠোঁটের মাঝখানে একটি কটন বাড (cotton bud makeup hacks) চেপে ধরে লিপস্টিক লাগান। পারফেক্ট হবে। যদি তবুও কোনও কারনে ঠোঁটের পাশ দিয়ে বেরিয়ে যায়, সেক্ষেত্রে অল্প মেকআপ রিমুভার বা মিসেলার ওয়াটারে কটন বাড ডুবিয়ে অতিরিক্ত লিপস্টিক মুছে নিন। সময়ও বাঁচবে আবার মেকআপও।

নেল পলিশ লাগানোর সময়ে

অনেক সময়ে ডান হাতে নেল পলিশ লাগাতে গিয়ে ধেবড়ে যায়। আমার তো সব সময়েই তা হয়। বাইরে লেগে একেবারে যা তা কান্ড হয়। আসলে অনেকেই বাঁ হাতে সড়গড় নন নেল পলিশ লাগাতে। তবে চিন্তার কারণ নেই। কটন বাড দিয়ে নখের ধারগুলো মুছে নিন। নেল পলিশ রিমুভারে কটন বাড ভিজিয়ে নিয়ে নখের বাইরে লেগে যাওয়া নেল পলিশ মুছে নিন। ব্যস হয়ে গেল!  

https://bangla.popxo.com/article/how-to-make-home-made-lotion-bar-in-bengali

POPxo এখন চারটে ভাষায়! ইংরেজি, হিন্দি, মারাঠি আর বাংলাতেও!      

বাড়িতে থেকেই অনায়াসে নতুন নতুন বিষয় শিখে ফেলুন। শেখার জন্য জয়েন করুন #POPxoLive, যেখানে আপনি সরাসরি আমাদের অনেক ট্যালেন্ডেট হোস্টের থেকে নতুন নতুন বিষয় চট করে শিখে ফেলতে পারবেন। POPxo App আজই ডাউনলোড করুন আর জীবনকে আরও একটু পপ আপ করে ফেলুন!

Read More From ডি আই ওয়াই বিউটি টিপস