ডি আই ওয়াই লাইফ হ্যাকস

করোনা সংক্রমণের এই সময়ে ফল ও সবজি জীবাণুমুক্ত করবেন কীভাবে

Indrani Bose  |  May 3, 2021
করোনা সংক্রমণের এই সময়ে ফল ও সবজি জীবাণুমুক্ত করবেন কীভাবে

দৈনিক করোনা সংক্রমণ এখনও তিন লাখের বেশি। যদিও অন্যান্য দিনের তুলনায় আজ সংক্রমণ কিছুটা কম। কিন্তু দুশ্চিন্তা কমার মতো পরিস্থিতি নয়। তবে সাবধান থাকলেই আমরা সংক্রমণকে প্রতিরোধ করতে পারি, সেই বিষয়টাও আমাদের মাথায় রাখতে হবে। এখন রাজ্যে সকাল ৭টা থেকে ১০টা পর্যন্ত এবং বিকেল ৩টে থেকে ৫টা পর্যন্ত বাজার খোলা রাখার নির্দেশ দেওয়া হয়েছে। তাই বাজার করার কাজ এই কম সময়ের মধ্যেই আমাদের বাজার সেরে রাখতে হবে। অর্থাৎ, সবজি ও ফল কিনে রাখতে পারবেন। মুদিখানার দোকানের প্রতি কোনো নিষেধাজ্ঞা জারি করা হয়নি। এই সংক্রমণের সময় আমাদের অবশ্যই সতর্ক থাকতে হবে। আপনি যখন বাজার থেকে ফল ও সবজি কিনে আনবেন, তখন তাকে অবশ্যই জীবাণুমুক্ত (disinfect fruit and vegetables) করা প্রয়োজন।

সবজি ও ফল কীভাবে জীবাণুমুক্ত করবেন

যে যে বিষয় মাথায় রাখবেন

https://bangla.popxo.com/article/expectation-vs-reality-in-college-life-in-bengali

POPxo এখন চারটে ভাষায়! ইংরেজি, হিন্দি, মারাঠি আর বাংলাতেও!

বাড়িতে থেকেই অনায়াসে নতুন নতুন বিষয় শিখে ফেলুন। শেখার জন্য জয়েন করুন #POPxoLive, যেখানে আপনি সরাসরি আমাদের অনেক ট্যালেন্ডেট হোস্টের থেকে নতুন নতুন বিষয় চট করে শিখে ফেলতে পারবেন। POPxo App আজই ডাউনলোড করুন আর জীবনকে আরও একটু পপ আপ করে ফেলুন!

Read More From ডি আই ওয়াই লাইফ হ্যাকস