লাইফস্টাইল

Cushion কথা (Cushion Designs and Covers)

Doyel Banerjee  |  Feb 20, 2019
Cushion  কথা (Cushion Designs and Covers)

অনেক সময় কী হয় জানেন, অনেক বড় বড় জিনিস নিয়ে মাথা ঘামাতে গিয়ে অনেক ছোট ছোট জিনিস আমাদের নজর এড়িয়ে যায়। সেটা যে আমরা সব সময় ইচ্ছে করে করি তা নয়। তবে এরকমটা আকছার ঘটে। যেমন ধরুন আপনার বাড়িতে আজ সন্ধেবেলা অতিথি আসবেন। ভালো কথা। আপনি দারুণ কয়েকটি পদ রান্না করলেন। নতুন বেড কভার পাতলেন। ফুলদানিতে এক গোছা রজনীগন্ধা রাখলেন। ডিভানে পাতলেন আপনার প্রিয় গুজরাতি স্টিচের চাদর। শুধু কুশনগুলোর (Cushion) ব্যাপারে ভুলে গেলেন। একই ভুল হয়তো আপনি নতুন বাড়ি বা ফ্ল্যাট সাজানোর সময়ও করেছেন। ভেবেছেন কুশন (Cushion) কী আর এমন জিনিস। হেলান দিয়ে বসা ছাড়া ওর আর কী কাজ! তাই কি? বোধহয় না। সাজানো গোছানো ঘরে বেমানান কুশন (Cushion) খুব চোখে লাগে। মাঝে মাঝে বাড়ির অন্যান্য অন্দরসজ্জার সঙ্গে সঙ্গে কুশন এবং অবশ্যই কুশনের কভার (Cushion Cover) পাল্টাতে হয়। কুশন কভারের (Cushion Cover) কথা পরে বলছি । তবে তার আগে দেখে নিন সেরা ৩টি কুশন (Cushion) ডিজাইন (Design)। যা শুধু আপনার ড্রয়িংরুম বা বেডরুমের (bedroom) শোভা বৃদ্ধি করবে তা নয়, আপনার মুডও পাল্টে দেবে।

# TOP DESIGN 3

বোলস্টার কুশন

এই ধরনের কুশন বাঁ তাকিয়া অনেকটা ছোট পাশবালিশের মতো। একটু লম্বাটে গড়নের হয় এই কুশন এবং এর মাথার দিকটা গোল হয়। শুধু ডিভান নয়, খাটেও আপনি এই কুশন অনায়াসে সাজিয়ে রাখতে পারেন।

# TOP DESIGN 2

কুইলোজ

এটা একটা বেশ মজার কুশন। যারা ঠাণ্ডার জায়গায় থাকেন বা শীতকালে এই কুইলোজ খুব কাজে দেয়। একজনের গায়ে দেওয়ার মতো একটা কুইল্ট বা কম্বল ভাঁজ করে এই কুশনের মধ্যে ঢুকিয়ে দেওয়া যায়। আবার প্রয়োজন পরলে সেখান থেকেই কম্বল টেনে গায়ে দিলেন আর কুশনটা পকেটের মতো হওয়ায় তার মধ্যে পা ঢুকিয়ে দিলেন আরাম পাওয়ার জন্য।

# TOP DESIGN 1

স্কোয়াব কুশন

ডাইনিংরুমের চেয়ারে বা লনের চেয়ারে স্কোয়াব কুশন খুব কাজে দেয়। একটু পাতলা এবং চ্যাপ্টা আকারের এই কুশনের ভিতরে ফোম থাকায় এগুলো খুব আরামদায়ক হয়। সাধারণত চেয়ারের মাপেই এই স্কোয়াব কুশন তৈরি হয় এবং এটি চেয়ারের সঙ্গে বাঁধার জন্য ভেলক্রো বা দড়ি থাকে। অনেক সময় এই কুশনে একটু নাটকীয়তা যোগ করতে অনেকের সিল্কের রিবন বা লেসও ব্যবহার করেন এটা বাঁধার জন্য।

এছাড়াও অন্য যে ডিজাইনে কুশন পাওয়া যায় সেগুলো হলঃ

চেয়ার কুশন

সেজ (Chaise) কুশন

রকিং চেয়ার কুশন

উইকার কুশন

চার্চ পিউ কুশন

কীরকম ফিলিংস কুশনের ভিতরে দেওয়া যায়ঃ

ফোম এবং ল্যাটেক্স

শুধু ফোম

হলো এবং বল ফাইবার

ফেদার এবং ডাউন

কীরকম কুশন কভার কিনতে পারিঃ

ব্লক প্রিন্ট কুশন কভার

মহারানি গায়ত্রী দেবী কুশন কভার

হ্যান্ড এমব্রয়ডারি করা কুশন কভার

জয়পুরী প্যাচ ওয়ার্ক কুশন কভার

বেনারসি ব্রোকেড কুশন কভার

ফ্লোরাল কাঁথা কাজের কুশন কভার

অ্যাপ্লিক ওয়ার্ক কুশন কভার

মুঘল পেন্টিং কুশন কভার

POPxo এখন ৬টা ভাষায়! ইংরেজি, হিন্দি, তামিল, তেলুগু, মারাঠি আর বাংলাতেও!  

Picture Courtsey: Unspalsh.Com and Pinterest 

 

Read More From লাইফস্টাইল