Shoes

প্রতিদিনের ব্যবহারের জন্য এই জুতোগুলো যেমন আরামদায়ক তেমনই স্টাইলিশ

Debapriya Bhattacharyya  |  Jul 21, 2021
প্রতিদিনের ব্যবহারের জন্য এই জুতোগুলো যেমন আরামদায়ক তেমনই স্টাইলিশ in bengali

মানছি এখন সপ্তাহের অনেকগুলো দিনই বাড়ি থেকে কাজ করতে হয়। ফলে রোজ সকালে উঠে কী পরব ভাবতে হয় না; কিন্তু এই পরিস্থিতির যে একটা নেগেটিভ ব্যাপারও যে তৈরি হয়েছে তা কি বুঝতে পারছেন? না না আমি মহামারীর কথা বলছি না, যেদিন অফিসে যেতে হয়, সেদিন সকালে তাড়া লেগে যায় আর মাথা খারাপ হয়ে যায় কী পরে যাবো তা ভেবে।

পোশাক বাছতে-বাছতে অনেকটা সময় চলে যায়। তার উপরে আবার পোশাকের সঙ্গে মানানসই টুকটাক গয়না বেছে, সাজগোজ করতেও বেশ খানিকটা সময় যায়, তার উপরে যদি আবার মানানসই জুতো বাছতে হয় (daily wear sandals and shoes for working women), তা হলে কার না ‘আতা মাঝি সটক লি’ টাইপের অবস্থা হয় বলুন দিকি!

রোজকার পরার জন্য ফ্ল্যাট জুতো সবচেয়ে আরামদায়ক

আর শুধু যে মানানসই জুতো বাছলেই কাজ শেষ তা তো নয়, দেখনদারির সঙ্গে যে ‘আরামদায়ক’ ব্যাপারটাও অত্যন্ত জরুরি! সারাদিন বাইরে-বাইরে ঘুরতে হলে অথবা না হলেও পা ঝুলিয়ে তো বসতে হবে নাকি! আচ্ছা তা-ও যদি না হয়, হাঁটাচলা করতে যাতে সমস্যা না হয়, সেদিকেও তো খেয়াল রাখতে হবে নাকি! যদি জুতো আরও এক্সট্রা ব্যথা দেয় (daily wear sandals and shoes for working women), তা হলে তো হয়েই গেল।

চিন্তা নেই, আপনাদের মুশকিল-আসান POPxo বাংলার টিম তো রয়েছে! দেখে নিন বেশ কয়েক ধরনের জুতো, যা আপনি ফর্মাল, সেমি-ফর্মাল অথবা ক্যাজুয়াল, অর্থাৎ প্রতিদিনের নানা পরিস্থিতিতেই পরতে পারেন, সঙ্গে কোথায় কিনতে পারবেন, তার হদিশও রইল!

ফ্লিপফ্লপ

হাওয়াই চপ্পল আর ফ্লিপফ্লপ কিন্তু এক নয়

ফ্লিপফ্লপ যদিও বর্ষাকালের জন্য আদর্শ জুতো, তবুও যে-কোনও ঋতুতেই এই জুতো পরা যায়। জিন্স-টি শার্ট হোক বা কুর্তি-লেগিন্স – কিউট দেখতে ফ্লিপফ্লপগুলো কিন্তু যে-কোনও ক্যাজুয়াল পোশাকের সঙ্গে দারুণ মানায়। এই চপ্পলগুলো কিন্তু খুব টেঁকসই, আর দেখতেও সুন্দর! 

আমাদের পছন্দ: কালো ও ম্যাজেন্টা ফুলছাপ ফ্লিপফ্লপ

দাম: ২৯৯ টাকা 

ব্যালেরিনা

অফিস হোক বা অন্য কাজ – বাইরে বেরনোর জন্য ব্যালেরিনা সবচেয়ে আরামদায়ক

এই জুতোটি তো বলতে গেলে প্রতিটি মহিলার শু কেসেই থাকে। অফিস বা কলেজ যাওয়া থেকে শুরু করে টিউশন পড়তে বা পড়াতে যাওয়া, বাজার-দোকান, এমনকী, কেউ-কেউ ডেটে গেলেও কিন্তু ব্যালেরিনা পরে যান! আসলে জুতোগুলো (daily wear sandals and shoes for working women) একটু বেশিই আরামদায়ক কিনা!

আমাদের পছন্দ: Van Heusen-এর পীচ ব্যালেরিনা

দাম: ৯৯৯ টাকা, ছাড়ের পর ৪৯০ টাকা 

স্নিকার্স

এই লাল স্নিকার্সটি কিউট না?

আমাদের একটা অদ্ভুত ধারণা আছে স্নিকার্স শুধুমাত্র তখনই পরা যায়, যখন আপনি হয় হাঁটতে যাচ্ছেন বা দৌড়তে যাচ্ছেন বা কোনও খেলাধুলো করছেন। কিন্তু এখন খুব সুন্দর-সুন্দর স্নিকার্স পাওয়া যায় যেগুলো অনায়াসে নানা পোশাকের সঙ্গে পরা যায়। মনে আছে, দীপিকা পাডুকোনও কিন্তু তাঁর বলিউডি রিসেপশনে শেষ পর্যন্ত স্নিকার্স পরেই এসছিলেন

আমাদের পছন্দ: PUMA-র আকাশি ক্যাজুয়াল স্নিকার

দাম: ২৯৯৯ টাকা, ছাড়ের পর ১৭৯৯ টাকা 

কোলহাপুরি চপ্পল

পমপম দেওয়া এই কোলহাপুরি চপ্পলটি হতেই পারে আপনার নিত্যদিনের সঙ্গী

ভারতীয় এথনিক পোশাকের সঙ্গে অনেকেই অনেকরকমের জুতো পরেন, কিন্তু কোলহাপুরি চপ্পল পরে দেখবেন, লুকটাই একদম অন্য রকম হয়ে যায়। বিশেষ করে আপনি যদি হ্যান্ডলুমের বা খাদি কাপড়ের চুড়িদার পরেন, তার সঙ্গে কিন্তু কোলহাপুরি চপ্পলটি (daily wear sandals and shoes for working women) দারুণ দেখাবে। 

আমাদের পছন্দ: নেভি ব্লু ও বেবি পিঙ্ক পমপম কোলহাপুরি চপ্পল

দাম: ১৫৯৫ টাকা, ছাড়ের পর ৬৩৮ টাকা 

গ্ল্যাডিয়েটর শু

হিল ছাড়াও এই ধরনের ফ্যাশনেবল জুতো পাবেন

গ্ল্যাডিয়েটর শু কিন্তু নানারকমের হয়। কোনওটি হয় গ্রিক-স্টাইলের, অর্থাৎ স্ট্র্যাপ বাঁধা, যা মোটামুটি হাঁটু পর্যন্ত আপনি বাঁধতে পারেন; আবার কোনওটি পমপম লাগানো সিম্পল ফ্ল্যাট চটির মতো; আবার কোনওটি বেশ ঝালর লাগানো। মোট কথা, আপনি আপনার পছন্দ এবং পকেট বুঝে এই ধরনের চটি কিনতে পারেন। দামও খুব বেশি নয়, আবার প্রতিদিন পরার জন্যও বেশ ভাল।

আমাদের পছন্দ: কালো ও ব্রাউন গ্ল্যাডিয়েটর শু

দাম: ৯৯৯ টাকা, ছাড়ের পর ৫৯৯ টাকা 

https://bangla.popxo.com/article/how-to-style-with-kolhapuri-chappals-in-bengali

POPxo এখন চারটে ভাষায়! ইংরেজি, হিন্দি, মারাঠি আর বাংলাতেও!      

বাড়িতে থেকেই অনায়াসে নতুন নতুন বিষয় শিখে ফেলুন। শেখার জন্য জয়েন করুন #POPxoLive, যেখানে আপনি সরাসরি আমাদের অনেক ট্যালেন্ডেট হোস্টের থেকে নতুন নতুন বিষয় চট করে শিখে ফেলতে পারবেন। POPxo App আজই ডাউনলোড করুন আর জীবনকে আরও একটু পপ আপ করে ফেলুন!

Read More From Shoes