লাইফস্টাইল

আপনি কি আবার Disney-র সাথে নিজের ছোটোবেলায় ফিরে যেতে চান?

Debapriya Bhattacharyya  |  Feb 19, 2019
আপনি কি আবার Disney-র সাথে নিজের ছোটোবেলায় ফিরে যেতে চান?

৯০-এর দশকের যেকোনো ‘বাচ্চা’-কে যদি জিজ্ঞেস করা হয় যে তার প্রিয় কার্টুন কি, দেখবেন তার চোখ দুটো কীরকম উজ্জ্বল হয়ে ওঠে! আমার তো মনে আছে আমার ছোটবেলাতে রবিবার মানেই দিন আরম্ভ হত ‘ডোনাল্ড ডাক’ দিয়ে। তারপরে ‘মোগলী’ আসত, সাথে আসত ‘বাগিরা’; আবার ‘দ্য লায়ন কিং’-ও ছিল খুব প্রিয়। আর যদি আমি ‘দ্য মাউস হাউস’-এর কথা না বলি তাহলে বড্ড অন্যায় করা হয়ে যাবে। সাথে ছিল মজার কার্টুন ‘টম অ্যান্ড জেরি’। এগুলো তো হল গিয়ে কার্টুন সিরিজ জেগুলো নিয়মিতভাবে টিভিতে দেখানো হত। কিন্তু কার্টুন আর অ্যানিমেশনের (animation) জগতের তারকা ‘ডিসনি’-কে (Disney) ভুলে গেলে কি করে চলবে বলুন তো! ‘দ্য লায়ন কিং’ (The Lion King), ‘সিনড্রেলা’, ‘আলাদিন’ থেকে আরম্ভ করে ‘ফ্রোজেন’, ‘ব্রেভ’, ‘ট্যাঙ্গেল্ড’, ‘মোয়ানা’ – কত ছবিই না উপহার দিয়েছে আমাদেরকে ডিসনি (Disney)। একটা সুখবর হল সেই অ্যানিমেশন (animation) ফিল্মগুলির (films) মধ্যে বেশ কয়েকটা কিন্তু আবার এ’বছর (2019) ফিরে আসতে চলেছে এবং সেটাও ফিচার ফিল্মের রুপে। কি কি সেই ফিল্মগুলো (films) চলুন একবার দেখে নেওয়া যাক –

১। ডাম্বো (Dumbo)

অ্যানিমেটেড (animation) ক্লাসিক ডাম্বো (Dumbo) একটা মিষ্টি দেখতে বড় বড় কানওয়ালা হাতির গল্প যে কিনা আবার উড়তে পারে! পরিচালক টিম ব্রুটান আবার এই সিনেমাটিকে ফিরিয়ে আনছেন একটি ফিচার হিসেবে, যেখানে অবশ্যই অ্যানিমেশন (animation) তো রয়েছেই, কিন্তু অনেক বেশি উন্নত প্রযুক্তির সাথে। যতদূর শোনা গেছে সিনেমাটিতে পরিচালক একটু ডার্ক শেডের ছোঁয়া দিয়েছেন এবারে, তবে ডাম্বো (Dumbo) কিন্তু  সেই কিউট হাতিই রয়ে গেছে যা দর্শকের মন ভোলাতে পারবে বলে আশা করা যায়।

২। স্নো হোয়াইট (Snow White)

কানাঘুষো শোনা যাচ্ছে যে এবছরের (2019) শেষের দিকে হয়ত ‘স্নো হোয়াইট অ্যান্ড সেভেন ডোয়ারফস’ আবার ফিরে আসতে পারে পর্দায়। সিনেমাটির ফার্স্ট লুক কনসেপ্ট ট্রেলার লঞ্চ করা হয়েছে ইউটিউবে। দেখা জাঁক পর্দায় কবে আবার ফিরে আসে এভিল কুইন আর স্নো হোয়াইট!

৩। দ্য লায়ন কিং (The Lion King)

১৯শে জুলাই আমি কিন্তু এখন থেকেই ফাঁকা রেখেছি, ‘দ্য লায়ন কিং’ (The Lion King) আবার দেখতেই হবে! ডিসনির (Disney) এই ‘অল টাইম ফেবারিট’ মুভিটির ট্রেলার দেখে তো মনে হচ্ছে নালা আর সিম্বা দারুণ পারফর্ম করবে!

এই সিনেমাগুলির (films) আবার ফিরে আসা নিয়ে এবং ছোটবেলার স্মৃতিচারন করে কয়েকজনের প্রতিক্রিয়া –

“দ্য লায়ন কিং (The Lion King) আমার খুব প্রিয় সিনেমা, আসলে প্রত্যেকটা ডিসনি মুভিই আমার খুব প্রিয়। আমি টোকিয়তে  যখন গিয়েছিলাম তখন ডিসনির (Disney) চরিত্রদের সাথেও দেখা হয়েছিল, সেটা আমার জীবনের খুব ভালো একটা স্মৃতি।”দোয়েল অধিকারী

“সিনড্রেলা আর আলাদিন। কারণ ছোটবেলা থেকে রূপকথার গল্প শুনে শুনেই বড় হয়েছি। আর রূপকথার গল্প এখনও পড়তে ভীষণই ভাল লাগে। তাই পছন্দের চরিত্রগুলোকে পর্দায় দেখতে আরও ভাল লাগবে। গোটা সপ্তাহ অফিসে ব্যস্ত থাকার পরে উইকেন্ডে ডিজনি মুভি (films) আমাকে রীতিমতো অক্সিজেন দেয়। ফলে এই মুভিগুলো খুবই স্পেশ্যাল। আসলে ছোটবেলার স্মৃতিগুলো যেন ফিরে ফিরে আসে!”ঊপাসনা সরকার

“আলাদিন আর দ্য লায়ন কিং দেখতে চাই। ডিসনি (Disney) ফিল্ম (films) দেখতে ভালো লাগে কারণ বাস্তবের সাথে মিল রেখে এতো সুন্দর করে গল্পগুলো প্রেসেন্ট করা হয় যে তার থেকে অনেক মৌলিক শিক্ষাও আমরা সবাই পাই”নয়ন মুন্সি

ছবি সৌজন্যে – Pinterest এবং YouTube

POPxo এখন ৬টা ভাষায়! ইংরেজি, হিন্দি, তামিল, তেলুগু, মারাঠি আর বাংলাতেও!

 

Read More From লাইফস্টাইল