চোখের মেকআপ

কেমিক্যালহীন ঘরোয়া মাস্কারা তইরির রহস্য ফাঁস হল

Debapriya Bhattacharyya  |  Jul 7, 2021
কেমিক্যালহীন ঘরোয়া মাস্কারা তইরির রহস্য ফাঁস হল

বেশ বড় চোখের পাতা হবে, লম্বা আর ঘন – এমন স্বপ্ন বোধয় সব মহিলারই থাকে। আসলে আমরা মুখে যতই বলি না কেন, নিজেকে সুন্দর করে প্রেজেন্ট করতে সবাই ভালবাসি। আমাদের মধ্যে অনেকেরই চোখের পাতা বা আইল্যাশ বেশ বড় আর সুন্দর, কিন্তু সবার তেমন হয় না। আর ঠিক সেখানেই ম্যাজিক করে মাস্কারা (diy chemical free mascara tutorial)।

তবে বাজারচলতি অনেক মাস্কারাই কিন্তু চোখ এবং চোখের পাতার জন্য ভাল নয়। বেশিরভাগ মাস্কারায় রয়েছে ক্ষতিকর কেমিক্যাল,যা কোনওভাবে যদি চোখে ঢুকে যায় তাহলে হতে পারে চরম ক্ষতি। সে জন্যই সব সময়ে ভাল মানের মেকআপ ও কসমেটিকস ব্যবহার করা খুব প্রয়োজন।

সবচেয়ে ভাল হয়, যদি কেউ অরগানিক মাস্কারা (diy chemical free mascara tutorial) ব্যবহার করতে পারেন। অথবা হাতে যদি সময় থাকে, সেক্ষেত্রে অবশ্য বাড়িতেও খুব সহজে এবং সামান্য উপকরনের সাহায্যেই তৈরি করা সম্ভব মাস্কারা। কীভাবে? জানাবো

বাড়িতে কীভাবে তৈরি করবেন মাস্কারা

বাড়িতে মাস্কারা তৈরি করা এমন কিছু কঠিন ব্যাপার নয়। আগেও যেমন বললাম, খুব কম উপকরণের সাহায্যে আপনি ১০০% অরগানিক ঘরোয়া মাস্কারা (diy chemical free mascara tutorial) তৈরি করতে পারেন। কীভাবে তৈরি করবেন, চটপট দেখে নিন

যা যা প্রয়োজন

একটি পুরনো মাস্কারা স্পুলি

একটি প্লাস্টিকের শিশি

এক টেবিল চামচ নারকেল তেল (অরগানিক হলে ভাল হয়, তাতে চোখের ক্ষতি হবে না)

একটি অ্যাকটিভেটেড চারকোল ক্যাপসুল

১/৩ টেবিল চামচ অ্যালোভেরা জেল

১/৩ টেবিল চামচ মোম (কোরানো)

১ টেবিল চামচ আমন্ড অয়েল

মোমবাতি

একটি চামচ

জেনে নিন, কীভাবে তৈরি করবেন

ক) প্রথমেই প্লাস্টিকের শিশিটি পরিস্কার করে নিয়ে তাতে নারকেল তেল, অ্যালভেরা জেল এবং আমন্ড অয়েল ঢেলে নিন এবং ভাল ভাবে মিশিয়ে নিন

খ) এবার ওই মিশ্রণে অ্যাকটিভেটেড চারকোল ক্যাপসুল গুঁড়ো করে মিশিয়ে নিন। এতে আপনার আইল্যাশ বেশ কালো ও ঘন দেখাবে

গ) আগে থেকে কুরিয়ে রাখা মোম চামচের উপরে রাখুন এবং নিচে মোমবাতি জ্বালিয়ে চামচে রাখা মোমটি গলিয়ে নিন

ঘ) মোম গলে গেলে তা ওই প্লাস্টিকের শিশিতে ঢেলে দিন এবং বাকি মিশ্রণের সঙ্গে আরও একবার ভাল করে মিশিয়ে নিন

ঙ) এবার মিশ্রণটি ঠান্ডা করুন।

চ) আপনার অরগানিক ঘরোয়া মাস্কারা (diy chemical free mascara tutorial) তৈরি। এবার এটি আপনি বেশ কিছুদিন অনায়াসে স্টোর করে রাখতে পারেন। যখনই মাস্কারা লাগাতে ইচ্ছে হবে, স্পুলি ডুবিয়ে নিয়ে আইল্যাশে লাগিয়ে নিন

ঘরোয়া অরগানিক মাস্কারা কীভাবে ব্যবহার করবেন

চোখের মেকআপ কিন্তু কমপ্লিট হয় মাস্কারা লাগিয়েই। তবে এ’কথা অবশ্যই মনে রাখুন, এক কোট মাস্কারা কিন্তু যথেষ্ট নয়। বিশেষ করে এই ঘরোয়া মাস্কারাটি (diy chemical free mascara tutorial) যখনই লাগাবেন, দুই তিন কোট লাগাবেন। এতে চোখের পাতা বেশ লম্বা এবং ঘন দেখাবে।

https://bangla.popxo.com/article/cotton-bud-makeup-hacks-in-bengali

POPxo এখন চারটে ভাষায়! ইংরেজি, হিন্দি, মারাঠি আর বাংলাতেও!      

বাড়িতে থেকেই অনায়াসে নতুন নতুন বিষয় শিখে ফেলুন। শেখার জন্য জয়েন করুন #POPxoLive, যেখানে আপনি সরাসরি আমাদের অনেক ট্যালেন্ডেট হোস্টের থেকে নতুন নতুন বিষয় চট করে শিখে ফেলতে পারবেন। POPxo App আজই ডাউনলোড করুন আর জীবনকে আরও একটু পপ আপ করে ফেলুন!

Read More From চোখের মেকআপ