রূপচর্চা ও বিউটি টিপস

মনামীর মতো সুন্দর ভুরুর জন্য় ব্য়বহার করুন DIY আইব্রো জেল

Indrani Bose  |  Mar 24, 2022
মনামীর মতো সুন্দর ভুরুর জন্য় ব্য়বহার করুন DIY আইব্রো জেল

সুন্দর ও ঘন ভুরুর সম্পর্ক রয়েছে আমাদের সবার। তারকাদের সুন্দর ভুরু দেখে আমাদের মন ভাল হয়ে যায়। সেরকম ভুরু পাওয়ার ইচ্ছে হয় আমাদেরও। মেকআপের সাহায্য়ে সেই ইচ্চেপূরণ অবশ্য়ই সম্ভব। কিন্তু সব সময় কি মেকআপের উপর ভরসা করে থাকা যায়? অনেকেই ঘন ভুরুর অধিকারী হন। তাঁরা সঠিকভাবে প্লাক করে নিলেই তাঁদের ভুরু সুন্দর দেখায়। অনেকের ভুরু ঘন না হলেও দৈর্ঘ্য় ঠিক থাকে। আবার অনেকের ভুরু হয় খুবই পাতলা। ঘন ও সুন্দর ভুরু পাওয়ার জন্য় এখন অনেকেই বাজারচলতি আইব্রো জেল ব্য়বহার করেন। কিন্তু তা না করে আপনি বাড়িতেও আইব্রো জেল (diy eyebrow gel) বানিয়ে নিতে পারেন। কীভাবে বানাবেন, সেই কথা আমরা জানাব।

DIY আইব্রো জেল(diy eyebrow gel)

কী কী প্রয়োজন

২ চামচ ক্যাস্টর অয়েল

১ চামচ নারকেল তেল

১ চামচ বাদাম তেল

২টি ভিটামিন ই ক্য়াপসুল

২ চামচ অ্য়ালোভেরা জেল

কীভাবে বানাবেন আইব্রো জেল (diy eyebrow gel)

একটি পাত্র নিন। তাতে ক্য়াস্টর অয়েল, বাদাম তেল, নারকেল তেল, ভিটামিন ই, অ্য়ালোভেরা জেল সব মিশিয়ে নিন। এবার একটি এয়ারটাইট কন্টেনার নেবেন। কাচের শিশি হলেই বেশি ভাল হয়। তাতে এই মিশ্রণটি (diy eyebrow gel)ঢেলে রাখুন।

কীভাবে ব্য়বহার করবেন

রাতে ঘুমাতে যাওয়ার আগে ভালো ভাবে মুখ ধুয়ে নিন। তার পর ইয়ার বাডের সাহায্যে এটি ভুরুতে লাগাতে পারেন। এমনকি পুরনো মাস্কারার ব্রাশ পরিষ্কার করে, তার সাহায্যেও এটি লাগানো যেতে পারে। চোখের তলার কালির হাত থেকে মুক্তি পেতেও এই জেল লাগাতে পারেন।

রাতে মুখ ভাল করে ক্লিনজিং করে নিন। টোনার লাগিয়ে নিন। এরপর একটি ইয়ার বাড বা পুরনো মাস্কারা ব্রাশ (পরিষ্কার করে রাখা থাকলে)-এর সাহায্য়ে জেলটি ভুরুতে লাগিয়ে নিন। প্রতি রাতেই কিন্তু এই আইব্রো জেল লাগাতে হবে। সঙ্গে সঙ্গেই পরিবর্তন চোখে পড়বে না। কিন্তু এক মাসের মধ্য়েই পরিবর্তন বুঝতে পারবেন আপনি। জেলটি (diy eyebrow gel)ভুরুতে লাগানোর আগে একবার হাতের উপর অল্প পরিমাণে লাগিয়ে নেবেন। যদি হাতের সেই অংশ জ্বালা করে, সঙ্গে সঙ্গে ধুয়ে ফেলুন ও চিকিৎসকের পরামর্শ নিন। কোনও সমস্য়া না হলে ভুরুতে লাগাতে পারেন।

মূল ছবি- ইনস্টাগ্রাম

POPxo এখন চারটে ভাষায়!ইংরেজিহিন্দিমারাঠি আর বাংলাতেও!

বাড়িতে থেকেই অনায়াসে নতুন নতুন বিষয় শিখে ফেলুন। শেখার জন্য জয়েন করুন
#POPxoLive, যেখানে আপনি সরাসরি আমাদের অনেক ট্যালেন্ডেট হোস্টের থেকে নতুন
নতুন বিষয় চট করে শিখে ফেলতে পারবেন। POPxo App আজই ডাউনলোড করুন আর জীবনকে আরও একটু পপ আপ করে ফেলুন!

Read More From রূপচর্চা ও বিউটি টিপস