ডি আই ওয়াই ফ্যাশন

লকডাউনে সময় কাটছে না? ট্রাই করুন কিছু ফ্যাশন টিউটোরিয়াল

Debapriya Bhattacharyya  |  Apr 3, 2020
লকডাউনে সময় কাটছে না? ট্রাই করুন কিছু ফ্যাশন টিউটোরিয়াল

ফ্যাশন (fashion) করতে ভালবাসেন না এমন মানুষ খুব কম আছেন। নিজেকে সুন্দর করে সাজিয়ে তুলতে, সুন্দর পোশাক পরে নিজেকে অনেকক্ষণ আয়নায় দেখতে আমরা সবাই ভালবাসি। সে আপনি স্বীকার করুন বা না করুন। এই মুহূর্তে লকডাউনে (lockdown) হয়তো আপনি বাড়িতে বন্দি। বাইরে যেতে হচ্ছে না বলে ফ্যাশনেবল পোশাকও পরতে পারছেন না। তবে একটা কাজ করতে পারেন। এই লকডাউনের দৌলতে যেমন অনেকেই বোর হচ্ছেন বা হাঁপিয়ে উঠছেন; তেমনই অনেকেই কিন্তু বলছেন যে বাড়ি বসে সময় কাটছে না। নানা ‘চ্যালেঞ্জ’ খেলছেন, কেউ বা সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করছেন আবার কেউ নিজের হাতের কাজে মন দিয়েছেন। আপনারও যদি এমন কোনও শখ থাকে, তাহলে এই সুযোগ! বাড়িতে যে সময়টা রয়েছেন তখন বরং পুরনো কিছু পোশাককে আবার হাতের জাদুতে নতুন রূপ দিয়ে ফেলুন। আর সাহায্য লাগলে এই টিউটোরিয়াল ভিডিওগুলো তো রইলই!

পুরনো টিশার্ট দিয়ে তৈরি করে ফেলুন নতুন রাফল টপ

যা যা প্রয়োজন

কীভাবে করবেন

পুরনো অন্তর্বাসে দিন নতুন রূপ

যা যা লাগবে

কীভাবে করবেন

POPxo এখন চারটে ভাষায়! ইংরেজি, হিন্দি, মারাঠি আর বাংলাতেও!

বাড়িতে থেকেই অনায়াসে নতুন নতুন বিষয় শিখে ফেলুন। শেখার জন্য জয়েন করুন 

Read More From ডি আই ওয়াই ফ্যাশন