ফ্যাশন (fashion) করতে ভালবাসেন না এমন মানুষ খুব কম আছেন। নিজেকে সুন্দর করে সাজিয়ে তুলতে, সুন্দর পোশাক পরে নিজেকে অনেকক্ষণ আয়নায় দেখতে আমরা সবাই ভালবাসি। সে আপনি স্বীকার করুন বা না করুন। এই মুহূর্তে লকডাউনে (lockdown) হয়তো আপনি বাড়িতে বন্দি। বাইরে যেতে হচ্ছে না বলে ফ্যাশনেবল পোশাকও পরতে পারছেন না। তবে একটা কাজ করতে পারেন। এই লকডাউনের দৌলতে যেমন অনেকেই বোর হচ্ছেন বা হাঁপিয়ে উঠছেন; তেমনই অনেকেই কিন্তু বলছেন যে বাড়ি বসে সময় কাটছে না। নানা ‘চ্যালেঞ্জ’ খেলছেন, কেউ বা সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করছেন আবার কেউ নিজের হাতের কাজে মন দিয়েছেন। আপনারও যদি এমন কোনও শখ থাকে, তাহলে এই সুযোগ! বাড়িতে যে সময়টা রয়েছেন তখন বরং পুরনো কিছু পোশাককে আবার হাতের জাদুতে নতুন রূপ দিয়ে ফেলুন। আর সাহায্য লাগলে এই টিউটোরিয়াল ভিডিওগুলো তো রইলই!
পুরনো টিশার্ট দিয়ে তৈরি করে ফেলুন নতুন রাফল টপ
যা যা প্রয়োজন
- পুরনো টিশার্ট
- বলপিন
- কাঁচি
- মাস্কিং টেপ
- সূচ ও সুতো
কীভাবে করবেন
- প্রথমেই টিশার্টের একদিকের কাঁধ থেকে অন্য দিকের বাস্ট লাইন পর্যন্ত মাস্কিং টেপ লাগিয়ে নিন। এবারে টেপ বরাবর কাঁচি দিয়ে টিশার্টের অংশটি কেটে নিন। টিশার্টের নীচের দিকের কিছুটা অংশও ঠিক একইভাবে মাস্কিং টেপ লাগিয়ে কাঁচি দিয়ে কেটে ফেলুন।
- এবারে টিশার্টের নীচের যে অংশটি কাটলেন, তা উপরের অংশে কুচি দিয়ে বসাতে হবে। এই কাজটি একটু দক্ষতার সঙ্গে করতে হবে তা না হলে রাফেল টপটি দেখতে ভাল লাগবে না। প্রতিটি কুচি যেন সমান হয় সেদিকে খেয়াল রাখবেন। বল পিনের সাহায্যে কুচিগুলো টিশার্টের সঙ্গে আটকে দিন।
- এবারে সুচে সুতো ভরে সাবধানে সেলাই করুন। ব্যস! তৈরি হয়ে গেল আপনার ডি আই ওয়াই রাফল টপ। এবার যত খুশি ফ্যাশন করুন।
পুরনো অন্তর্বাসে দিন নতুন রূপ
যা যা লাগবে
- আপনার পুরনো অন্তর্বাস (যে অন্তর্বাসটি আপনার ফিট করে সেরকম একটি বেছে নিন)
- আপনার পছন্দমতো লেসের টুকরো
- ফ্যাব্রিক গ্লু
- কাঁচি
কীভাবে করবেন
- প্রথমেই অন্তর্বাসটির সঙ্গে আঠার সাহায্যে একটি লেসের টুকরো সেঁটে দিন। কাজটা শুরু করুন অন্তর্বাসের বাস্ট লাইনের দিক থেকে।
- অতিরিক্ত লেসের টুকরো কেটে নিন
- এবারে বাকি লেস থেকে নিজের পছন্দমতো আকারে টুকরো কেটে নিন। ফ্যাব্রিক গ্লুয়ের সাহায্যে গোটা অন্তর্বাসেই টুকরোগুলো লাগিয়ে নিন। কাটি শুনতে যতটা সহজ মনে হচ্ছে, আসলে কিন্তু আপনাকে খুব ধৈর্য ধরে করতে হবে। পিছনের দিকেও চাইলে লেসের টুকরো লাগাতে পারেন।
- ব্রা থেকে নিজেই তৈরি করে নিতে পারবেন ব্রালেট আর তা হবেও বেশ ফ্যাশনেবল।
- এবার বুঝলেন তো, ফ্যাশন করার জন্য কাঁড়ি কাঁড়ি টাকা খরচ করতে হয় না, একটু সৃজনশীলতা আর ধৈর্য থাকলেই আপনিও হয়ে উঠতে পারেন ফ্যাশনিস্তা!
POPxo এখন চারটে ভাষায়! ইংরেজি, হিন্দি, মারাঠি আর বাংলাতেও!
বাড়িতে থেকেই অনায়াসে নতুন নতুন বিষয় শিখে ফেলুন। শেখার জন্য জয়েন করুন