Perfumes

গরমে নিজের জন্য তৈরি করুন ১০০% কেমিক্যাল ফ্রি পারফিউম

Debapriya Bhattacharyya  |  Mar 16, 2021
গরমে নিজের জন্য তৈরি করুন ১০০% কেমিক্যাল ফ্রি পারফিউম in bengali

গরম আসছে। তাই এখন যেটা দরকার – সেটা হল পারফিউম অথবা ডিও। যদিও বাজারে নানা দামের ও সুগন্ধের পারফিউম কিনতে পাওয়া যায়, তবে অনেকেরই সেগুলো পছন্দ হয় না। বাজার থেকে কেনা পারফিউম অথবা ডিও-র গন্ধ পছন্দ না হলে বা একঘেয়ে লাগলে নিজেই বাড়িতে বানিয়ে ফেলতে পারেন পারফিউম (diy floral and citrus perfumes) অথবা ডিও! আর গন্ধটাও হবে আপনার পছন্দের। আর সেটা হবে ইউনিকও। আজ দুই ধরণের ঘরে তৈরি পারফিউমের হদিশ দেব – একটি সাইট্রাস সুগন্ধি অন্যটি ফ্লোরাল

ডি আই ওয়াই সাইট্রাস পারফিউম

আপনার কি ফ্রেশ সাইট্রাসের গন্ধ বেশি পছন্দ?

অনেকেই রয়েছেন, যাঁদের সাইট্রাস সুগন্ধ অর্থাৎ লেবু বা কমলালেবু জাতীয় গন্ধ খুবই পছন্দ। সে ক্ষেত্রে এই পারফিউম (diy floral and citrus perfumes) দারুণ। চলুন জেনে নিই কিভাবে তৈরি করবেন সাইট্রাস পারফিউম

যা যা লাগবে: এক টেবিল চামচ জোজোবা অয়েল, ত্রিশ ফোঁটা মতো এসেন্সিয়াল অয়েল (grapefruit, সুইট অরেঞ্জ, পিপারমিন্ট আর ক্যামোমাইল/ল্যাভেন্ডার ব্লেন্ড), দুই টেবিল চামচ ভদকা, এক টেবিল চামচ ডিস্টিলড ওয়াটার, একটি ডার্ক গ্লাস কন্টেনার, একটি ছোট কাচের কন্টেনার, সুন্দর দেখতে একটি পারফিউমের শিশি

যেভাবে তৈরি করবেন

১। গ্লাস কন্টেনার নিয়ে তার মধ্যে জোজোবা অয়েল নিন। তার মধ্যে ভদকা যোগ করুন।

২। এসেন্সিয়াল অয়েলের জন্য এই অর্ডার ফলো করুন:

ক) বেস নোট: ১০ ফোঁটা grapefruit,

খ) মিডল নোট: ১০ ফোঁটা সুইট অরেঞ্জ, তার পর ৫ ফোঁটা পিপারমিন্ট,

গ) টপ নোট: ক্যামোমাইল/ল্যাভেন্ডার ব্লেন্ড অথবা শুধু ল্যাভেন্ডার।

৩। একটা ড্রপার দিয়ে তার মধ্যে ডিস্টিলড ওয়াটার যোগ করুন।

৪। এ বার এগুলো ভাল করে মিশিয়ে নিয়ে মিশ্রণটা গ্লাস কন্টেনারে নিয়ে ৪৮ ঘণ্টা বা তার বেশি সময় রেখে দিন।

৫। আপনার পছন্দমতো গন্ধ এসে গেলে পারফিউম (diy floral and citrus perfumes) বোতলে স্টোর করে নিন

ডি আই ওয়াই ফ্লোরাল পারফিউম

যদি ফুলের গন্ধ পছন্দ করেন তাহলে তৈরি করতে পারেন ফ্লোরাল পারফিউম

আপনার কি ফুলের গন্ধ পছন্দ? তা হলে এটা আপনার জন্য পারফেক্ট। তাই ফুল দিয়ে বাড়িতেই বানান পারফিউম (diy floral and citrus perfumes)।

যা যা লাগবে: দেড় কাপ কুচোনো ফুল, একটা মাঝারি মাপের একটা কাচের বাটি (ঢাকনা-সহ), দুই কাপ ডিস্টিলড ওয়াটার, চিজক্লথ বা মিহি জালির কাপড়, ছোট সসপ্যান, পরিষ্কার করা ও স্টেরিলাইজড ছোট্ট পারফিউমের শিশি

যেভাবে তৈরি করবেন

১। ফুলের পাপড়িগুলোকে পরিষ্কার করে নিতে হবে। জল দিয়ে ধুয়ে ময়লা বার করে নিতে হবে।

২। কাচের বাটিতে জালির কাপড় দিয়ে তার উপর এ বার ফুলগুলো ভিজিয়ে রাখুন। ঢাকনা আটকে দিন।

৩। সসপ্যান ওভেনে বসিয়ে নিন। সেখানে ওই ওই জালি চিপে ফুলের গন্ধওয়ালা জলটা চিপে নিন। কম আঁচে ফুটিয়ে নিন জলটা।

৪। ফুটতে ফুটতে যখন এক চা-চামচ হবে মিশ্রণটা, তখন তার মধ্যে ঠান্ডা জল ঢেলে দিন।

৫। এ বার সেটা স্টেরিলাইজড কাচের বোতলে স্টোর (diy floral and citrus perfumes) করে নিন। গোটা রাত সেটা রেখে দিন।

https://bangla.popxo.com/article/applying-perfume-un-these-areas-can-improve-your-health-and-luck-in-bengali

POPxo এখন চারটে  ভাষায়! ইংরেজি, হিন্দি, মারাঠি আর বাংলাতেও!       

বাড়িতে থেকেই অনায়াসে নতুন নতুন বিষয় শিখে ফেলুন। শেখার জন্য জয়েন করুন #POPxoLive, যেখানে আপনি সরাসরি আমাদের অনেক ট্যালেন্ডেট হোস্টের থেকে নতুন নতুন বিষয় চট করে শিখে ফেলতে পারবেন। POPxo App আজই ডাউনলোড করুন আর জীবনকে আরও একটু পপ আপ করে ফেলুন!

Read More From Perfumes