কোনও এক ছুটির দিনে একবার চেষ্টা করে দেখুনই না। হতে তো পারে যে প্রথমবারেই দারুন একটা সাবান (diy handmade soap for beginners) তৈরি করে ফেললেন। আর সে সাবান যে যেমন-তেমন হবে না, সে গ্যারান্টি আমাদের। কারণ, এবার যে ফর্মুলাগুলি জানাতে চলেছি, সেগুলির প্রত্যেকটিই ‘এক সে বাঢ়কর এক’!
চকলেট সাবান
নিজের হাতে তৈরি চকলেট সাবান ব্যবহার করার মজাই আলাদা
এই সাবানটি তৈরি করতে প্রয়োজন পড়বে চামচ চারেক অলিভ অয়েল, সম পরিমাণ নারকেল তেল এবং পাম তেলের। সেই সঙ্গে হাতের কাছে রাখতে হবে এক চামচ কোকো বাটার, ৩৪০ গ্রাম চকলেট এবং দুধ মিশিয়ে তৈরি সাবানের বেস (diy handmade soap for beginners) আর ১২০ গ্রাম লাই
ক) সবকটি উপাদান জোগাড় করে নেওয়ার পরে সাবানের বেসটা ছোট ছোট টুকরো করে নিয়ে একটা কাঁচের বাটিতে সংগ্রহ করে গলিয়ে ফেলুন।
খ) সাবানের বেসটা গলানোর সময় মিনিটদুয়েক বাদে বাদে নাড়াতে হবে।
গ) সাবানটা গলে যাওয়ার পরে তাতে এক এক করে অলিভ অয়েল, নারকেল তেল এবং পাম তেল মিশিয়ে মিনিটপাঁচেক নাড়িয়ে নেওয়ার পরে তাতে পরিমাণ মতো লাই মিশিয়ে আরও একবার ভাল করে নাড়াতে হবে।
ঘ) ইচ্ছা হলে সাবানটা (diy handmade soap for beginners) গলিয়ে নেওয়ার পরেও লাই মেশাতে পারেন।
ঙ) মিশ্রণটা ভাল করে নাড়িয়ে নেওয়ার পরে তা ছাঁচে ঢেলে কম করে এক দিন রেখে দিন।
চ) যখন দেখবেন মিশ্রণটা ঠিক মতো জমে গেছে, তখন ছাঁচ থেকে বের করে নিয়ে ব্যবহার করতে পারেন।
চা দিয়ে তৈরি সাবান
গ্রিন টি দিয়ে তৈরি করতে পারেন সাবান
এক্কেবারে ঠিক শুনেছেন। চা দিয়েও কিন্তু সাবান (diy handmade soap for beginners) তৈরি করা যায়। আর তার জন্য প্রয়োজন পড়বে দুটো টি ব্যাগ, সঙ্গে ২৫০ গ্রাম সাবানের বেস, ১ চামচ পছন্দের এসেনশিয়াল তেল এবং হাফ চামচ orange essential তেলের।
ক) সবকটি উপাদান সংগ্রহ করার পরে সাবানের বেসটা ছোট ছোট টুকরো করে নিয়ে সেগুলি একটা কাঁচের বাটিতে নিয়ে চড়া আঁচে গলিয়ে ফেলতে হবে।
খ) এই সময় প্রতি তিরিশ সেকেন্ড অন্তর অন্তর সাবানের বেসটা নাড়াতে ভুলবেন না যেন!
গ) যখন দেখবেন সাবানের বেসটা (diy handmade soap for beginners) পুরোপুরি গলে গেছে, তখন এক এক করে এসেনশিয়াল তেলগুলি মিশিয়ে ভাল করে নাড়াতে হবে।
ঘ) মিনিটদশেক নাড়ানোর পরে দুটো টি ব্যাগ থেকে সংগ্রহ করা চা পাতা মিশিয়ে আরেকবার ভাল ভাবে নাড়াতে হবে।
ঙ) মিনিটপাঁচেক নাড়িয়ে নিয়ে মিশ্রণটি ছাঁচে ঢেলে নিয়ে অল্প করে চা পাতা ছড়িয়ে দিতে ভুলবেন না যেন! এই অবস্থায় মিশ্রণটি দিন দুয়েক রেখে দিতে হবে।
চ) যখন দেখবেন মিশ্রণটা একেবারে জমে গেছে, তখন জানবেন আপনার সাবান (diy handmade soap for beginners) তৈরি হয়ে গেছে।
POPxo এখন চারটে ভাষায়! ইংরেজি, হিন্দি, মারাঠি আর বাংলাতেও!
বাড়িতে থেকেই অনায়াসে নতুন নতুন বিষয় শিখে ফেলুন। শেখার জন্য জয়েন করুন #POPxoLive, যেখানে আপনি সরাসরি আমাদের অনেক ট্যালেন্ডেট হোস্টের থেকে নতুন নতুন বিষয় চট করে শিখে ফেলতে পারবেন। POPxo App আজই ডাউনলোড করুন আর জীবনকে আরও একটু পপ আপ করে ফেলুন!
Read More From ডি আই ওয়াই বিউটি টিপস
চুল ভাল রাখতে শ্যাম্পুর বদলে এগুলি ব্যবহার করুন
SRIJA GUPTA