ডি আই ওয়াই লাইফ হ্যাকস

বাড়িতেই বানিয়ে নিন আপনার পছন্দের রুম ফ্রেশনার, ২টি পদ্ধতি বললাম আমরা

Indrani Bose  |  Aug 11, 2021
বাড়িতেই বানিয়ে নিন আপনার পছন্দের রুম ফ্রেশনার, ২টি পদ্ধতি বললাম আমরা

বর্ষায় ঘরে ভ্যাপসা গন্ধ হবেই। সারা রাত যদি জানলা বন্ধ থাকে, সকাল হলে ঘরে একটা গন্ধ তো হয়েই থাকে। কিন্তু কিছু করার নেই। বর্ষা বলে এই ঘরে গন্ধের সমস্যা একটু বেশি, অন্যান্য সময়েও এরকম গন্ধ থাকে। ঘরে সুগন্ধির জন্য আমরা বাজার চলতি অনেকরকম এয়ার ফ্রেশনার কিনে আনি। কোনও কোনওটির দামও বেশি হয়। তার থেকে বরং আপনি ঘরেই আপনার পছন্দের এয়ার ফ্রেশনার (diy room freshener) বানিয়ে নিতে পারেন। বাড়িতে রুম ফ্রেশনার (diy room freshener) কীভাবে বানাবেন, তারই টিপস দিচ্ছি আমরা।

DIY এয়ার ফ্রেশনার (diy room freshener)

গোলাপের পাপড়ি (diy room freshener)

আপনার প্রয়োজন

  • শুকনো গোলাপের পাপড়ি
  • এলাচ দানা
  • শুকনো রোজমেরি
  • শুকনো মশলা
  • আপনার পছন্দমতো যে-কোনও এসেনশিয়াল অয়েল

গোলাপের পাপড়ি নিন। একটি বাটিতে ঢেলে নিন। এবার তার সঙ্গে এলাচের দানা, শুকনো মশলা যেমন স্টার অ্যানিজ, দারচিনি ইত্যাদি মেশান। সবশেষে কয়েক ফোঁটা এসেনশিয়াল অয়েল মিশিয়ে দিন। ভাল করে মিশিয়ে নেবেন। আপনার রুম ফ্রেশনার (diy room freshener) তৈরি।

এসেনশিয়াল অয়েল

আপনার প্রয়োজন

  • ২ কাপ জল
  • ২০-৩০ ফোঁটা এসেনশিয়াল অয়েল
  • ২ টেবিল চামচ বেকিং সোডা
  • স্প্রে বোতল

একটি পাত্র নিন। তাতে আপনার পছন্দের এসেনশিয়াল অয়েল অন্তত ২৫ ফোঁটা নিন। ল্যাভেন্ডার বা লেমন নিলেই বেশি ভাল হয়। তার মধ্য়ে মিশিয়ে দিন বেকিং সোডা। ভাল করে মিশিয়ে নিন। এরপর পরিমাণ মতো জল নিন। তার মধ্য়ে ওই বেকিং সোডা মিশিয়ে দিন। ভাল করে নাড়তে থাকুন। এরপর একটি স্প্রে বোতলে ঢেলে রাখুন। মুখ ভাল করে বন্ধ করবেন। স্প্রে বোতলটি ভাল করে ঝাঁকিয়ে নেবেন। প্রতিবার ব্যবহারের আগে ঝাঁকিয়ে ব্যবহার (diy room freshener) করুন।

বর্ষার বাড়িতেই যদি রুম ফ্রেশনার (diy room freshener) তৈরি করে রাখা যায়, তাহলে কোনও সমস্যাই থাকে না। বৃষ্টির পর ঘরে এমনিই জলীয় আবহাওয়া থাকে। অনেক সময় ঘরেই ভিজে জামাকাপড় শুকাতে হয়। তার জন্যেও ঘরে ভ্যাপসা গন্ধ তৈরি হয়। এই সময় আপনার তৈরি রুম ফ্রেশনার ব্যবহার করুন। দুটো পদ্ধতিই ব্যবহার করতে পারেন। তাহলেই ঘর থাকবে সুগন্ধময়।

POPxo এখন চারটে ভাষায়!ইংরেজিহিন্দিমারাঠি আর বাংলাতেও!

বাড়িতে থেকেই অনায়াসে নতুন নতুন বিষয় শিখে ফেলুন। শেখার জন্য জয়েন করুন
#POPxoLive, যেখানে আপনি সরাসরি আমাদের অনেক ট্যালেন্ডেট হোস্টের থেকে নতুন
নতুন বিষয় চট করে শিখে ফেলতে পারবেন। POPxo App আজই ডাউনলোড করুন আর জীবনকে আরও একটু পপ আপ করে ফেলুন!

Read More From ডি আই ওয়াই লাইফ হ্যাকস