চুলের যত্ন নিয়ে নানা টিপস

বাজার চলতি শ্য়াম্পু কিনতে চাইছেন না? বাড়িতে শ্যাম্পু বানিয়ে নিন এভাবেই

Indrani Bose  |  Dec 16, 2021
বাজার চলতি শ্য়াম্পু কিনতে চাইছেন না? বাড়িতে শ্যাম্পু বানিয়ে নিন এভাবেই

আজ কি আপনার গুড হেয়ার ডে না কি ব্যাড হেয়ার ডে? চুল যদি ভাল না থাকে তখনই মুড অফ হয়ে যায়। চুল ভাল রাখার জন্য কত কিছুই না আমরা করি। একাধিক শ্য়াম্পু ব্যবহার করি। আর সত্যি বলতে নানারকম শ্যাম্পুর উপর চোখ বন্ধ করে বিশ্বাসও করে ফেলি। শুধু ভাবিও না, এই শ্যাম্পুতে কতরকম ক্ষতিকারক রাসায়নিক রয়েছে ( diy shampoo) । কিন্তু আপনি কি জানেন, আপনি বাড়িতেও তৈরি করে ফেলতে পারেন নিজের শ্যাম্পু । DIY শ্যাম্পু (diy shampoo)। এই শ্যাম্পু যেমন আপনার চুলকে অবশ্যই ভাল রাখবে, একইসঙ্গে আপনার চুলের ক্ষতিও হবে খুবই সামান্য।

শ্যাম্পু ( diy shampoo) তৈরি করতে কী কী লাগবে

অলিভ অয়েল আপনার চুলকে ভাল রাখবে। এতে অনেক পরিমাণ অ্যান্টি অক্সিড্যান্টস থাকে। যা চুলের বৃদ্ধিতে সাহায্য় করে। ভাল করে স্ক্যাল্পে এবং চুলের গোড়ায় মাসাজ করলে চুলকে জেল্লাদার করে তোলে অলিভ অয়েল। একইসঙ্গে চুলকে রাখে ঘন। তাই শ্যাম্পুতে অবশ্য়ই অলিভ অয়েল ব্যবহার করা উচিত (make your own DIY shampoo)।

নিজেই নিজের শ্যাম্পু বানিয়ে নিন

আপনি ডিআইওয়াই শ্যাম্পু ব্যবহার করবেন অ্যালোভেরা জেলও। অ্যালোভেরায় আছে ভিটামিন এ, সি এবং ই। যা চুলকে রাখে জেল্লাদার এবং চুলের স্বাস্থ্য ভাল রাখে। চুল পড়া কম করে অ্যালোভেরা।

কীভাবে বানাবেন

কীভাবে ব্যবহার করবেন আপনার বানানো শ্যাম্পু ( diy shampoo) ?

অন্যান্য ব্র্যান্ডের শ্যাম্পুর মতোই ব্যবহার করুন এই শ্যাম্পুও। তবে খেয়াল রাখবেন এই শ্যাম্পু ব্যবহার করার আগে বোতলটি ভাল করে ঝাঁকিয়ে নেবেন। এরপর পরিমাণ মতো শ্যাম্পু নিয়ে ভাল করে স্ক্যাল্পে লাগিয়ে নিন। এরপর তা চুলে মেখে নিন। স্ক্যাল্পে অন্তত তিন মিনিট শ্যাম্পু রাখুন। এরপর জল দিয়ে ধীরে ধীরে শ্যাম্পু ধুয়ে ফেলুন।

তাহলে দেখলেন তো ডিআইওয়াই শ্যাম্পু তৈরি ও ব্যবহার কত সহজ। আপনিও চুলে নির্ভয়ে ব্যবহার করুন DIY শ্য়াম্পু। আপনার চুল থাকবে ভাল এবং জেল্লাদার ( diy shampoo) ।

POPxo এখন চারটে ভাষায়!ইংরেজিহিন্দিমারাঠি আর বাংলাতেও!

বাড়িতে থেকেই অনায়াসে নতুন নতুন বিষয় শিখে ফেলুন। শেখার জন্য জয়েন করুন
#POPxoLive, যেখানে আপনি সরাসরি আমাদের অনেক ট্যালেন্ডেট হোস্টের থেকে নতুন
নতুন বিষয় চট করে শিখে ফেলতে পারবেন। POPxo App আজই ডাউনলোড করুন আর জীবনকে আরও একটু পপ আপ করে ফেলুন!

Read More From চুলের যত্ন নিয়ে নানা টিপস