মাসের প্রথমে যখন ব্যাঙ্কে স্যালারি ঢোকে, মনটা বেশ ভালো থাকে, দেদার খরচও করি। কিন্তু মাসের মাঝামাঝি এসে যখন দেখি যে অ্যাকাউন্ট মোটামুটি খালি তখন মনটা একদম ভেঙে যায়। আর খেয়াল করে দেখবেন, ঠিক সেই সময়েই হয়তো আপনার চোখে পড়ে এমন কোনও একটা ড্রেস বা আউটফিট যেটা হয়তো আপনি অনেকদিন ধরে কিনবেন বলে ভেবে রেখেছিলেন। এমন অবস্থায় আমি কিন্তু নিজেই কিছু জামাকাপড় তৈরি করে নি। তাতে কি হয়, নিজের মতো করে একটু ক্রিয়েটিভিটিও দেখানো যায় আবার পকেটেও খুব বেশি টান পড়ে না।
diy ডি আই ওয়াইঃ ক্রপ টপ টিউটোরিয়াল-এর দুটো পদ্ধতি
পদ্ধতি ১ – লেগিন্স দিয়ে কীভাবে ক্রপ টপ তৈরি করবেন
পুরনো লেগিন্স দিয়ে ক্রপ টপ তৈরি করতে যা যা লাগবে
- পুরনো একটা লেগিন্স (দেখবেন যেন সেটা ছেঁড়া না হয়)
- কাঁচি
- চক বা মার্কার
- সুচ এবং সুতো
আচ্ছা, জিনিসগুলো যখন হাতের কাছে আছে, এবারে তাহলে চলুন আরম্ভ করে দি –
স্টেপ ১
আপনার পুরনো লেগিন্সটি নিয়ে তার পা দুটো একসাথে ভাঁজ করে নিন।
স্টেপ ২
স্টেপ ৩
স্টেপ ৪
আরও ভালো করে বোঝার জন্য এই ভিডিওটি দেখে নিন
পদ্ধতি ২ – পুরনো ঝোলা টপ বা কুর্তি দিয়ে কীভাবে ক্রপ টপ তৈরি করবেন
পুরনো টপ বা কুর্তি দিয়ে ক্রপ টপ তৈরি করতে যা যা লাগবে
- টপ বা কুর্তি
- মেজারিং টেপ
- কাঁচি
- চক বা মার্কার
- সুচ এবং সুতো
আচ্ছা, জিনিসগুলো যখন হাতের কাছে আছে, এবারে তাহলে চলুন আরম্ভ করে দি –
স্টেপ ১
প্রথমে টপটা পরে নিন এবং মেপে নিন যে নিচ থেকে ঠিক কতটা ছোট করতে চান। আসলে টপ বা কুর্তি পরে নিয়ে যদি মাপ নেওয়া যায় তাহলে ছোট-বড় হবার সমস্যা থাকে না।
স্টেপ ২
স্টেপ ৩
স্টেপ ৪
এবারে সুচ-সুতো দিয়ে হাতার নিচের অংশটা সেলাই করে নিন, অর্থাৎ হেম করে নিন যাতে সুতো না উঠে যায়। ব্যাস, আপনার ক্রপ টপ তৈরি!
আরও ভালো করে বোঝার জন্য এই ভিডিওটি দেখে নিন
POPxo এখন ৬টা ভাষায়! ইংরেজি, হিন্দি, তামিল, তেলুগু, মারাঠি আর বাংলাতেও!
Read More From ফ্যাশন
চশমা পরা হবু কনেরা কিভাবে সাজবেন জেনে নিন
SRIJA GUPTA