Natural Care

ঘরোয়া উপকরণ দিয়েই তৈরি করে নিন ভেগান ফেস মাস্ক – পয়সাও বাঁচবে, ত্বকও

Debapriya Bhattacharyya  |  Jul 8, 2021
ঘরোয়া উপকরণ দিয়েই তৈরি করে নিন ভেগান ফেস মাস্ক – পয়সাও বাঁচবে, ত্বকও

এই মুহূর্তে অনেকেই ভেগান হচ্ছেন। অর্থাৎ পশু-পাখিজাত কোনও রকম প্রোডাক্ট, তা সে খাবার হোক বা স্কিন কেয়ার প্রোডাক্ট হোক – সেগুলো ব্যবহার করছেন না। তবে, খাদ্যাভাসে পরিবর্তন আনলেই কিন্তু ভেগান হোওয়া যায় না। ভেগানিজম একটি আদর্শ। এই পৃথিবীটা যতটা আমাদের ঠিক ততটাই অন্য প্রাণীদেরও। এই মতাদর্শে যারা বিশ্বাস করেন, তাঁরাই ভেগানিজম (veganism) প্র্যাক্টিস করেন।

অনেকেই এমনও আছেন যারা পশু-পাখিজাত কোনও উপকরণ রয়েছে, এমন স্কিন কেয়ার বা হেয়ার কেয়ার প্রোডাক্ট ব্যবহার করেন না। তবে তাতে সৌন্দর্য এমন কিছু কমে না। অনেকের ধারনা আছে, বাজারচলতি যে সব ভেগান প্রোডাক্ট (veganism) পাওয়া যায়, সেগুলি খুব দামি আর সে কারণেই অনেকেই চাইলেও এগুলো ব্যবহার করতে পারেন না। আমরা যদি বলি, আপনার এই ধারনা ভুল!

বাজারচলতি কোনও ভেগান প্রোডাক্ট আপনার কিনতে ইচ্ছে না করলে, খুব সহজে বাড়িতে তৈরি করে নিতে পারেন রূপটানের প্রসাধনী। আমরা আপনাকে এমন কয়েকটি ভেগান ফেস মাস্কের (diy vegan face masks) হদিশ দেব, যা আপনি সামান্য কয়েকটি উপকরণের সাহায্যে নাম মাত্র খরচে বাড়িতেই তৈরি করতে পারবেন। আর মজার কথা হল, এই ফেস মাস্কগুলো আপনার ত্বকের যত্নে কোনও খামতি রাখবে না

শসার ফেস মাস্ক

ছবি – পেক্সেলস ডট কম

এই ভেগান ফেস মাস্কটি তৈরি করতে না তো খুব বেশি উপকরণ দরকার, আর না একগাদা টাকা খরচ করতে হবে। বাড়িতে থাকা উপকরণ দিয়েই তৈরি হবে এই দারুন ফেস মাস্ক

যা যা লাগবে: অর্ধেক শসা (কুরিয়ে নেওয়া), এক চা চামচ পাতিলেবুর রস, তিন-চারটে পুদিনা পাতা (ক্রাশ করে নিন)

পদ্ধতি: একটি পরিস্কার কাচের বাটিতে শসা কুরিয়ে রেখে দিন। এবার এর সঙ্গে পুদিনা পাতা ও পাতিলেবুর রস মিশিয়ে নিন এবং মিশ্রণটি মুখে, গলায় ও ঘাড়ে লাগিয়ে নিন। শুকোনোর জন্য অপেক্ষা করুন। অত সময় না থাকলে অন্তত ২০ মিনিট এই ফেস মাস্কটি (diy vegan face masks) রাখুন। সময় হয়ে গেলে ঠান্ডা জলে ধুয়ে ফেলুন।

কী কী উপকারিতা রয়েছে এই ভেগান ফেস মাস্কের: শসা এবং পুদিনা ন্যাচারাল কুলিং এজেন্ট, অর্থাৎ রে মধ্যে এমন কিছু উপাদান রয়েছে প্রাকৃতিক ভাবেই ত্বক ঠান্ডা রাখতে সাহায্য করে। ফলে যাদের ত্বক শুষ্ক বা অত্যন্ত বেশি সংবেদনশীল, তাঁরা অনায়াসে এই ফেস মাস্কটি ব্যবহার করতে পারেন। আর পাতিলেবু অ্যাকনে বা ব্রণ কমাতে সাহায্য করে।

অ্যালোভেরা ও গাঁদা ফুলের ফেস মাস্ক

ছবি – পেক্সেলস ডট কম

এই ভেগান ফেস মাস্কটি (diy vegan face masks) তৈরি করতে না তো খুব বেশি উপকরণ দরকার, আর না একগাদা টাকা খরচ করতে হবে। বাড়িতে থাকা উপকরণ দিয়েই তৈরি হবে এই দারুন ফেস মাস্ক

যা যা লাগবে: চার টেবিল চামচ অ্যালোভেরা জেল, তিন টেবিল চামচ শিয়া বাটার, এক চা চামচ গাঁদা ফুলের পাপড়ি, একটি ক্যামোমাইল টি ব্যাগ

পদ্ধতি: প্রতিটি উপকরণ (ক্যামোমাইল টি ব্যাগ বাদে) একটি ব্লেন্ডারে দিয়ে ভাল করে ব্লেন্ড করে নিন। খেয়াল রাখবেন যেন পেস্টটি খুব পাতলা বা খুব ঘন না হয়। এবার এই ভেগান ফেস মাস্কটি ২০-৩০ মিনিট মুখে, গলায় ও ঘাড়ে লাগিয়ে রাখুন। ইতিমধ্যে ক্যামোমাইল টি ব্যাগটি দুই কাপ গরম জলে ডুবিয়ে রেখে ঠান্ডা করে নিন। ফেস মাস্ক শুকিয়ে গেলে ক্যামোমাইল ভেজানো জলে মুখ ধুয়ে নিন।

কী কী উপকারিতা রয়েছে এই ভেগান ফেস মাস্কের: শুষ্ক ত্বকের জন্য এই ফেস মাস্কটি খুব ভাল। ক্যামোমাইল ত্বকের পি এইচ ব্যালান্স ঠিক রাখতে সাহায্য করে। অন্যদিকে অ্যালোভেরা ও শিয়া বাটার ত্বক মোলায়েম করতে সাহায্য করে। গাঁদা ফুল (diy vegan face masks) ত্বকের ইনফ্লেমেশন কমায়।

https://bangla.popxo.com/article/amazing-skin-care–benefits-of-beautiful-flowers-in-bengali

POPxo এখন চারটে ভাষায়! ইংরেজি, হিন্দি, মারাঠি আর বাংলাতেও!      

বাড়িতে থেকেই অনায়াসে নতুন নতুন বিষয় শিখে ফেলুন। শেখার জন্য জয়েন করুন #POPxoLive, যেখানে আপনি সরাসরি আমাদের অনেক ট্যালেন্ডেট হোস্টের থেকে নতুন নতুন বিষয় চট করে শিখে ফেলতে পারবেন। POPxo App আজই ডাউনলোড করুন আর জীবনকে আরও একটু পপ আপ করে ফেলুন!

Read More From Natural Care