গরম হোক বা শীত – অনেককেই সারা বছর ঠোঁট ফাটার সমস্যার মুখোমুখি হতে হয়। তাই চাই এমন লিপস্টিক (lipsticks with moisturizer), যা আমাদের ঠোঁট বেশিক্ষণ ধরে আর্দ্র রাখতে সাহায্য করবে। অনেকে বলবেন, এ তো খুব সোজা। লিকুইড লিপস্টিক লাগালেই তো হল, ঠোঁট অনেকক্ষণ ধরে তুলতুলে থাকবে। কিন্তু ব্যাপারটা অত সহজ নয়। লিকুইড লিপস্টিক প্রথম-প্রথম ঠোঁট ভেজা রাখলেও, পরের দিকে শুকিয়ে যায়। তাই এসব না করে, এক্সট্রা ময়শ্চারাইজার সমৃদ্ধ লিপস্টিক ব্যবহার করুন, তা হলেই সমস্যার সমাধান হবে।
পারফেক্ট কার্ভস ম্যাট লিপ ক্রেয়ন – বিস্কটি
বিস্কটি একটি হাল্কা পিচ ব্রাউন শেড। PETA অনুমোদিত, ভেগান ও ক্রুয়েলটি ফ্রি লিপস্টিক
MyGlamm-এর পারফেক্ট কার্ভস এমন একটি আর্দ্রতাসম্পন্ন ক্রিমি ম্যাট লিপস্টিক ও লাইনারের কালেকশন যা বিশেষভাবে তৈরি করা হয়েছে যাতে ঠোঁটে লিপস্টিক দীর্ঘ সময় পর্যন্ত টেকসই হয়। এই আল্ট্রা স্মুদ ক্রিম লিপস্টিকটি একটি স্ট্রোকেই দারুণ কভারেজ দেয়। আপনার ঠোঁটের পারফেক্ট শেপ তৈরি করতে সাহায্য করে। পারফেক্ট কার্ভস লিপস্টিক প্রাকৃতিক তেল সমৃদ্ধ (lipsticks with moisturizer) যা ঠোঁট নারিশ ও কন্ডিশন করতেও সাহায্য করে।
উপকারিতা
- ম্যাট ফিনিশ
- দীর্ঘস্থায়ী ও ফুল কভারেজ
- ময়শ্চারাইজিং ও হাল্কা
- পাতলা বুলেট ডিজাইন সুন্দর করে লিপস্টিক লাগাতে সাহায্য করে
- লিপস্টিকের বেস কোট হিসেবেও ব্যবহার করা যায়
- ভারতীয় স্কিনটোনের উপযুক্ত ১১টি শেডে পাওয়া যাচ্ছে
কী কী রয়েছে
- ট্রপিক্যাল প্ল্যান্ট ও আরগান অয়েল সমৃদ্ধ যা ঠোঁট কন্ডিশন, ময়শ্চারাইজ ও নারিশ করতে সাহায্য করে
- প্যারাবেন, প্রিজারভেটিভস, ডি ৫, মিনারেল অয়েল ও ন্যানো ইনগ্রেডিয়ান্ট নেই
- ক্রুয়েলটি ফ্রি, কোনও প্রাণীর উপরে পরীক্ষা করা হয়নি
ব্যবহারবিধি
- ঠোঁটের ঠিক মাঝখান থেকে লাগানো শুরু করে ঠোঁটের বাইরের দিকে যান। ঠোঁটের ধারগুলোয় লিপলাইনার লাগিয়ে মাঝখানে ভরাট করুন।
- পারফেক্ট কার্ভস অন্য যে-কোনও লিপ প্রোডাক্টের সঙ্গে বেস হিসেবে ব্যবহার করতে পারেন, এতে প্রোডাক্ট অনেকক্ষণ টেকসই হবে।
মনিশ মালহোত্রা সফট ম্যাট লিপস্টিক – ভায়োলেট ড্রিম
ভায়োলেট ড্রিম এমন একটি উজ্জ্বল প্লাম শেড যা অফিসে এবং তার পরেও একটা দারুণ ইমপ্রেশন ছেড়ে যায়। এটি PETA অনুমোদিত ক্রুয়েলটি-ফ্রি ভেগান লিপস্টিক।
যে-কারও মাথা ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা আছে এই লিপস্টিকটির। আর MyGlamm-এর মনিশ মালহোত্রা সফট ম্যাট লিপস্টিকের এই দারুণ রেঞ্জ যদি আপনার কাছে থাকে, তাহলে বার বার সবাই আপনাকেই দেখবে! দারুণ রং, মসৃণ ও গ্লসি টেক্সচার আপনার ঠোঁটের শোভায় সত্যিই এক অন্য মাত্রা এনে দেবে। মাখনের মত মখমলে পাউট (lipsticks with moisturizer) করুন এবার। শুধু টেক্সচার নয়, এই লিপস্টিকটি অনেকক্ষণ পর্যন্ত ঠোঁটে থাকবে। আর এখন থেকে আপনার ঠোঁটকেই আপনার হয়ে কথা বলতে দিন!
উপকারিতা
- পারফেক্ট বুলেট শেপ যাতে লাগাতে সুবিধে হয়
- হাই কভারেজ ও গ্লসি শাইন
- মোলায়েম ও মসৃণ
উপকরণের গুনাগুণ
- UVB রশ্মি থেকে সুরক্ষা দেয়
- কোনও প্রিজারভেটিভ নেই। মিনারেল অয়েল ও ন্যানো ইনগ্রেডিয়েন্ট মুক্ত
- আপনার রোজকার সাজগোজ আরও একটু স্টাইলিশ করে তুলতে MyGlamm-এর Manish Malhotra Haute Couture Makeup রেঞ্জ সাহায্য করবে। এটি ভারতের অন্যতম ফ্যশন ডিজাইনার মনিশ মালহোত্রার নিজস্ব কালেকশন।
POPxo এখন চারটে ভাষায়! ইংরেজি, হিন্দি, মারাঠি আর বাংলাতেও!
বাড়িতে থেকেই অনায়াসে নতুন নতুন বিষয় শিখে ফেলুন। শেখার জন্য জয়েন করুন #POPxoLive, যেখানে আপনি সরাসরি আমাদের অনেক ট্যালেন্ডেট হোস্টের থেকে নতুন নতুন বিষয় চট করে শিখে ফেলতে পারবেন। POPxo App আজই ডাউনলোড করুন আর জীবনকে আরও একটু পপ আপ করে ফেলুন!
Read More From মেকআপের সরঞ্জাম
ফাউন্ডেশন ব্যবহার করার সময় এই মারাত্মক ভুলগুলি করবেন না প্লিজ
SRIJA GUPTA
নিজের ত্বক এবং আন্ডারটোন অনুযায়ী লিপস্টিক বাছুন
SRIJA GUPTA