Care

স্প্লিট এন্ডস দূর করা থেকে চুলে জেল্লা বজায় রাখা, সবেতেই কাজে লাগে ডিমের কুসুম!

Debapriya Bhattacharyya  |  Nov 17, 2019
স্প্লিট এন্ডস দূর করা থেকে চুলে জেল্লা বজায় রাখা, সবেতেই কাজে লাগে ডিমের কুসুম!

চুলের যত্ন (hair care) করার জন্য আমরা নানা রকম ঘরোয়া টোটকা (home remedies) ট্রাই করি। কখনও কারও থেকে শুনে আবার কখনও বা কোথাও পড়ে, আমরা নানারকম পরীক্ষা চালাতেই থাকি চুলের উপরে। কোনওটা উপকারে আসে, আবার কোনওটা এতটাই খারাপ হয় যে চুলের স্বাস্থ্য ফেরা তো দূরের কথা, চুলের সমস্যা আরও বেড়ে যায়! নানা রকমের ঘরোয়া টোটকাগুলির (home remedies) মধ্যে ডিমের কুসুম (egg yolk) চুলে লাগানো কিন্তু একটা অত্যন্ত জনপ্রিয় টোটকা। ডিমের কুসুম আদৌ চুলের যত্নে ঠিক কতটা কার্যকর, তা নিয়ে অবশ্য দ্বন্দ্ব আছে! একদলের মতে, ডিমের কুসুম চুলের নানা সমস্যা দূর করতে খুব কাজে দেয়, আবার অন্য দলের মতে ডিমের কুসুম (egg yolk) আদৌ চুলে দেওয়া উচিত নয়। এক কাজ করা যাক, নিজেই দেখে নিন যে, ডিমের কুসুম চুলের জন্য উপকারী, নাকি নয়!

https://bangla.popxo.com/article/homemade-hair-toner-with-natural-ingredients-in-bengali

ডিমের কুসুম কি চুলের যত্নে উপকারী?

কাঁচা ডিমে একটা আঁশটে গন্ধ থাকে ঠিকই, তবে বিশেষজ্ঞদের মতে, কাঁচা ডিম কিন্তু চুলের জন্য খুবই উপকারী। ডিমের কুসুম (egg yolk) হল প্রোটিনে ভরপুর। এছাড়াও রয়েছে ফলেট, বায়োটিন, ভিটামিন এ, ডি এবং ই। প্রত্যেকটা জিনিসই চুলের জন্য দারুণ উপকারী (hair care)। ড্যামেজ হয়ে যাওয়া চুল মেরামত করতে ভিটামিন ই-র জুড়ি নেই! শুষ্ক চুলের আর্দ্রতা বজায় রাখতেও এই ভিটামিনগুলি খুব উপকারী। এছাড়া ফলেট ও বায়োটিন চুল দ্রুত লম্বা হতে সাহায্য করে।

শাটারস্টক

চুলের যত্নে ডিমের কুসুমের কয়েকটি ঘরোয়া প্যাকের হদিশ

যাঁদের চুল এবং স্ক্যাল্প খুব শুষ্ক, তাঁরা ডিমের কুসুম ও অলিভ অয়েলের হেয়ার প্যাক লাগাতে পারেন। একটি ডিমের কুসুমের সঙ্গে দুই টেবিল চামচ অলিভ অয়েল মিশিয়ে খুব ভাল করে ফেটিয়ে নিন। এবারে চুলের গোড়া থেকে ডগা পর্যন্ত ওই প্যাক লাগিয়ে ঘন্টা খানেক পর মাইল্ড কোনও শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলুন। সপ্তাহে দু’বার করে এই হেয়ার প্যাক কিছুদিন ব্যবহার করলে দেখবেন চুল অনেক মোলায়েম হয়েছে।

https://bangla.popxo.com/article/how-to-get-rid-of-scalp-acne-in-bengali

চটজলদি চুলে জেল্লা পেতে ব্যবহার করতে পারেন ডিম ও দইয়ের হেয়ার প্যাক। দু’টি ডিমের কুসুমের সঙ্গে তিন থেকে চার টেবিল চামচ দই (আপনার চুলের লেংথ অনুযায়ী দইয়ের পরিমাণ নিন) ভাল করে ফেটিয়ে নিন। এবারে চুলে অন্যান্য প্যাকের মতো করে লাগিয়ে নিন। একটু সাবধানে এই হেয়ার প্যাকটি লাগাবেন, যাতে স্ক্যাল্পে না লেগে যায়। আধ ঘণ্টা পর ঠান্ডা জলে চুল ধুয়ে নিন। ডিমের আঁশতে গন্ধ দূর করতে কয়েক ফোঁটা লেবুর রস দিতে পারেন এই প্যাকে।

স্প্লিট এন্ডস বা দু’ মুখো চুলের সমস্যা আমাদের অনেকেরই রয়েছে। নানা প্রোডাক্ট ব্যবহার করার পরেও অনেকের চুলের এই সমস্যার সমাধান (hair care) কিছুতেই হয় না। একটি ডিমের কুসুম (egg yolk) এবং এক টেবিল চামচ মেয়োনিজ একসঙ্গে মিশিয়ে চুলের ডগায় মেখে নিন। মিনিট ২০ রেখে শ্যাম্পু করে নিন। সপ্তাহে দুই-তিনবার এই হেয়ার প্যাক ব্যবহার করলে মাসখানেকের মধ্যে স্প্লিট এন্ডস-এর সমস্যা দূর হতে পারে।

POPxo এখন ৬টা ভাষায়! ইংরেজি, হিন্দি, তামিল, তেলুগু, মারাঠি আর বাংলাতেও!

এসে গেল #POPxoEverydayBeauty – POPxo-র স্কিন, বাথ, বডি এবং হেয়ার প্রোডাক্টস নিয়ে, যা ব্যবহার করা ১০০% সহজ, ব্যবহার করতে মজাও লাগবে আবার উপকারও পাবেন! এই নতুন লঞ্চ সেলিব্রেট করতে প্রি অর্ডারের উপর এখন পাবেন ২৫% ছাড়ও। সুতরাং দেরি না করে শিগগিরই ক্লিক করুন POPxo.com/beautyshop-এ এবার আপনার রোজকার বিউটি রুটিন POP আপ করুন এক ধাক্কায়…

Read More From Care