পেরেন্টিং টিপস

সামনেই শুরু হবে উচ্চমাধ্যমিক, আপনার পরীক্ষার্থী সন্তান এই রোগের শিকার নয়তো?

Swaralipi Bhattacharyya  |  Mar 4, 2020
সামনেই শুরু হবে উচ্চমাধ্যমিক, আপনার পরীক্ষার্থী সন্তান এই রোগের শিকার নয়তো?

আগামী ১২ মার্চ থেকে শুরু হচ্ছে উচ্চমাধ্যমিক পরীক্ষা। কয়েক লক্ষ পরীক্ষার্থী নামবে একটা বড় যুদ্ধে। হ্যাঁ, এটাকে যুদ্ধ বলেই ভেবে নেন অনেকে। অনেক বাবা-মায়ের কাছেও সন্তানের পরীক্ষা যুদ্ধেরই নামান্তর। এই যুদ্ধের আড়ালে আপনার সন্তান টেস্ট অ্য়াংজাইটির (test anxiety) শিকার নয়তো? ভেবে দেখুন। সন্তানকে বোঝার চেষ্টা করুন। সর্বোপরি ওদের পাশে থাকুন। কীভাবে বুধবেন আপনার সন্তান টেস্ট অ্য়াংজাইটির শিকার? এই পরিস্থিতিতে কী করণীয়? আমরা সে বিষয়েই আলোচনা করার চেষ্টা করলাম। 

কীভাবে বুঝবেন?

 

কী করণীয়

সন্তানকে বোঝার চেষ্টা করুন। সর্বোপরি ওদের পাশে থাকুন। ছবি সৌজন্য: ইনস্টাগ্রাম।

https://bangla.popxo.com/article/when-and-how-to-begin-sex-education-for-children-in-bengali

POPxo এখন ৬টা ভাষায়! ইংরেজি, হিন্দি, মারাঠি আর বাংলাতেও!

২০২০ শুরু করুন আমাদের দারুণ দারুণ প্ল্যানার আর স্টেটমেন্ট সোয়েটশার্ট দিয়ে। এগুলো সবকটাই আপনারই মতো একশ শতাংশ মজার এবং অসাধারণ! ওহ হ্যাঁ, শুধুমাত্র আপনার জন্য রয়েছে ২০ শতাংশ ছাড়ের ব্যবস্থাও। দেরি কিসের আর, এখনই POPxo.com/shop থেকে কেনাকাটা সেরে ফেলুন আর নিজেকে আরেকটু পপ আপ করে ফেলুন!

Read More From পেরেন্টিং টিপস