রাশিফল সম্পর্কিত আর্টিকেল

আজকের দিনটি কেমন যাবে – রাশিফল ২৭শে মার্চ

Debapriya Bhattacharyya  |  Mar 26, 2019
আজকের দিনটি কেমন যাবে – রাশিফল ২৭শে মার্চ

আমাদের ভবিষ্যৎ নিয়ে মোটামুটি অনেকসময়েই আমরা চিন্তা করি। কি হবে, ভবিষ্যতে আমাদের জন্য কি অপেক্ষা করছে এসব নিয়েই চিন্তা করি, কিন্তু চিন্তা করে তো কোনও লাভ নেই। তবে এটাও ঠিক যে আগামীতে কি ঘটতে পারে তাঁর যদি খানিকটা ধারণাও থাকে, তাহলে আমরা সেভাবে নিজেদেরকে প্রস্তুত করতে পারি। আজকের রাশিফল (rashifol horoscope) দেখে নিন আর সেভাবে নিজেকে আজকের জন্য প্রস্তুত করুন –

মেষ রাশি – আজ ভালোই ফ্লার্ট করবেন

আজ বেশ ফ্লার্ট করার মুডে থাকবেন. যদি ওই হোয়াটস্যাপ মেসেজের রিপ্লাই দিতে চান, তাহলে দিয়েই ফেলুন 😉

বৃষ রাশি – আজ অতটা ভালো পারফর্ম করতে পারবেন বলে মনে হচ্ছে না

সারাদিনটা বেশ যাবে, খুব বেশি ঝুট-ঝামেলা হবে না. সন্ধ্যের দিকে পরিস্থিতি একটু পাল্টে যেতে পারে.

মিথুন রাশি – আজ আপনার কোনো বাধা নেই.

ব্যাঙ্ক ব্যালান্স কম মানে এটা তো নয় যে আপনার আত্মমর্যাদা কমে যাবে, আপনাকে আরো বেশি উচ্চাকাঙ্খা করতে হবে এবং সেগুলো পূরণ করার জন্য নিজেই নিজেকে প্রেরণা জোগাতে হবে.

কর্কট রাশি – নিজের মতে টিকে থাকুন.

ধৈর্য এবং অধ্যবসায় আপনার সবচেয়ে মূল্যবান সম্পদ। আপনার সমস্ত কঠোর পরিশ্রমের মূল্য আপনি একদিন পাবেন.

সিংহ রাশি – আপনি সবই বুঝতে পারছেন.

আপনি আজকাল সব কিছু যেন একটু বেশিই পরিষ্কারভাবে দেখছেন. বলা যায় যেন ভবিষ্যৎ দেখতে পাচ্ছেন, কিন্তু সবাইকে সেটা বলার দরকার নেই.

কন্যা রাশি – সুযোগের সদ্ব্যবহার করুন.

আজ যদি বন্ধুরা কিংবা পরিবারের লোকেরা আপনার থেকে সময় চান, তাহলে অবাক হবেন না. একটু অন্যভাবে ভাবুন.

তুলা রাশি – এখনই হাল ছাড়বেন না.

এক্সারসাইজে এক আধদিন ফাঁক রাখা যায়, তাতে দোষের কিছু না. সেরকম হলে আজকাল একটু হালকা ব্যায়াম করুন, কিন্তু বন্ধ করে দেবেন না একেবারে.

বৃশ্চিক রাশি – পরিবারের সাথে সময় কাটান.

আজ মন মেজাজ ভালো এবং সেজন্য হয়তো আত্মীয়দের সাথে বেশ খানিকটা সময় কাটাতে চান. যদি আপনি সেটাই করেন, একটু খেয়াল রাখবেন যে তারা কি চান.

ধনু রাশি – আজ ভাগ্য সুপ্রসন্ন.

সম্পর্কে টানা পড়েন চলেই, কখনো ভালো আবার কখনো একটু খারাপ. তবে আজ আপনার ভাগ্য সুপ্রসন্ন.

মকর রাশি – সঙ্গীর সাথে মন খুলে কথা বলুন.

আজ পারলে সঙ্গীর সাথে খোলাখুলিভাবে কথা বলুন. মনে মনে আজ অবধি যা চেয়ে এসেছেন, আজ তা বলেই দিন.

কুম্ভ রাশি – মন খুলে কথা বলার সময় এসে গেছে.

সময় এসে গেছে সঙ্গীর সাথে মনের কথা শেয়ার করার. হতে পারে হয়তো আপনার সঙ্গী ঠিক সহজ হতে পারছেন না আপনার সাথে, কিন্তু আজ কথা না বললে আর সুযোগ নাও পেতে পারেন.

মীন রাশি – আপনি কি আপনার ভবিষ্যৎ দেখতে পাচ্ছেন না?

অনেক নতুন নতুন ঘটনা ঘটবে এর মধ্যে… কি ভালোই না হতো যদি আপনি নিজের মন আর জীবনের ওপর নিয়ন্ত্রণ রাখতে পারতেন? কিন্তু এখনো পারেন, একটু প্ল্যান করুন.

POPxo এখন ৬টা ভাষায়! ইংরেজি, হিন্দি, তামিল, তেলুগু, মারাঠি আর বাংলাতেও!

 

 

 

Read More From রাশিফল সম্পর্কিত আর্টিকেল