রাশিফল সম্পর্কিত আর্টিকেল

আজকের রাশিফল – ২৩শে মার্চ

Debapriya BhattacharyyaDebapriya Bhattacharyya  |  Mar 22, 2019
আজকের রাশিফল – ২৩শে মার্চ

আমাদের ভবিষ্যৎ নিয়ে মোটামুটি অনেকসময়েই আমরা চিন্তা করি। কি হবে, ভবিষ্যতে আমাদের জন্য কি অপেক্ষা করছে এসব নিয়েই চিন্তা করি, কিন্তু চিন্তা করে তো কোনও লাভ নেই। তবে এটাও ঠিক যে আগামীতে কি ঘটতে পারে তাঁর যদি খানিকটা ধারণাও থাকে, তাহলে আমরা সেভাবে নিজেদেরকে প্রস্তুত করতে পারি। আজকের রাশিফল (rashifol) দেখে নিন আর সেভাবে নিজেকে আজকের জন্য প্রস্তুত করুন –

মেষ রাশি – মজা করুন.

কেরিয়ারের তুলনায় প্রেমে বেশি মন দিচ্ছেন. কিন্তু কাজে ফাঁকি দেবেন না. চাপ নেই, মজা করুন.

বৃষ রাশি – আজ আপনি অত্যন্ত আবেগপ্রবণ হবেন.

প্রেমে আজ অনেক বেশি আবেগপ্রবণ হয়ে পড়বেন. আপনার সঙ্গীও আজ আপনার এই আবেগপ্রবণতা দেখে অবাক হয়ে যাবেন.

মিথুন রাশি – কাজের প্রতিটি ডিটেল নিখুঁতভাবে চেক করুন.

কাজ জমা দেবার আগে প্রতিটা খুঁটিনাটি বারবার যাচাই করে নিন. না হলে কিন্তু পরে সমস্যা হতে পারে.

কর্কট রাশি – হালকা-ফুলকা কথাবার্তা বলুন.

মনের মধ্যে অনেক কিছু চলছে যেটা আপনি সবার সাথে ভাগ করে নিতে পারছেন না. একটু রিলাক্স করুন আর সঙ্গীর সাথে হালকা-ফুলকা কথাবার্তা বলুন. খেয়াল রাখবেন যেন তিনি দুঃখ পান.

সিংহ রাশি – সবার প্রতি দয়া না দেখালেও চলবে.

দয়ালু হওয়া ভালো কিন্তু সবাই আপনার দয়ালু মনোভাবের মান রাখতে পারে না, এটা মনে রাখবেন. সবাইকে দয়া দেখতে হবে না.

কন্যা রাশি – টাকা-পয়সা সংক্রান্ত পরামর্শ দিতে পারেন.

আশেপাশের লোকজন আপনার কাছে টাকা-পয়সা সংক্রান্ত বিষয়ে পরামর্শ চাইবেন. আপনার সমস্ত জ্ঞান তাদের সাথে শেয়ার করুন.

তুলা রাশি – প্রাক্টিক্যালি সিদ্ধান্ত নিন.

নিজের লক্ষ্যে পৌঁছোবার জন্য যা যা করবেন, সেগুলো আবার ভালো করে ভেবে নিন. মন এবং মাথা দুটোকেই কাজে লাগান.

বৃশ্চিক রাশি – সঙ্গীকে মিষ্টি মিষ্টি কথা বলুন.

পার্টনারের সাথে সুন্দর করে কথা বলুন আজ. মনের কথা বলাতে তো কোনো দোষ নেই, আর লজ্জাও নেই.

ধনু রাশি – কাজের প্রতি সজাগ থাকুন.

আজ অফিস ছুটি হবার আগে আজ কাজ শেষ করুন. তাড়াহুড়ো করার সম্ভাবনা আছে, তবে খেয়াল রাখবেন যেন কোনো ভুল-ত্রূটি না থাকে কাজে.

মকর রাশি – উচ্চাকাঙ্খা খারাপ জিনিস না.

আপনি উচ্চাকাঙ্খী বলে চিন্তা করবেন না, আপনি যেটা চাইছেন সেটাই পাবেন.

কুম্ভ রাশি – কথাবার্তায় গভীরতা আনুন.

আশেপাশে অনেক নেগেটিভ মানুষ হয়তো আছেন যাদের জন্য আপনার এনার্জি ক্ষয় হতে পারে, কিন্তু চিন্তা নেই, আপনি নিজের কথা-বার্তায় গভীরতা নিয়ে আসুন.

মীন রাশি – আপনার জনপ্রিয়তাকে কাজে লাগান.

কাজের জায়গায় বেশ জনপ্রিয়তা পাবেন. পেশাগত দিক থেকে পরের ধাপে এগোনোর ক্ষেত্রে এটাকে কাজে লাগান.

POPxo এখন ৬টা ভাষায়! ইংরেজি, হিন্দি, তামিল, তেলুগু, মারাঠি আর বাংলাতেও!

Read More From রাশিফল সম্পর্কিত আর্টিকেল