ফ্যাশন

এবার পুজোয় একদিন স্কার্ট পরবেন তো? বিশেষ স্টাইলিং টিপস আপনার জন্যই

Indrani BoseIndrani Bose  |  Sep 16, 2021
এবার পুজোয় একদিন স্কার্ট পরবেন তো? বিশেষ স্টাইলিং টিপস আপনার জন্যই

পুজোর শপিং যদি এখনই না শুরু করেন, তবে আর কবে শুরু করবেন বলুন দেখি? পুজোয় কী কী কেনার পরিকল্পনা করেছেন, চটজলদি বলে ফেলুন। শাড়ি, কুর্তা তো কেনার কথা ভেবেইছেন। সঙ্গে ওয়েস্টার্ন বা ফিউশন স্টাইলিংয়ের কথা ভেবেছেন কিছু? আপনি পুজোয় স্কার্ট পরতে (style a skirt) পারেন। স্কার্ট দেখতে ভাল লাগে, আবার অনেক ধরনের হয়। তাই চোখ বন্ধ করে পুজোর শপিং লিস্টে স্কার্ট (style a skirt) অবশ্য়ই রাখুন।

ডেনিম স্কার্ট

ছবি – ইনস্টাগ্রাম

প্রথমেই ডেনিম স্কার্টের (style a skirt) কথা রাখলাম। আপনি ডেনিম স্কার্ট যে কোনও ঝুলের পরতে পারেন। তবে বডি হাগিং হলেই বেশি সুন্দর দেখতে লাগে। এর সঙ্গে ওভার সাইজড টিশার্ট পরুন। কিংবা ক্রপ টপ পরতে পারেন। ডেনিম অন ডেনিম এখন ট্রেন্ডিং, তাই সেরকম কিছুও ট্রাই করতে পারেন। মেকআপ করার সময় সতর্ক থাকুন। ডিউই লুক ট্রাই করুন।

লং স্কার্ট (style a skirt)

ছবি – ইনস্টাগ্রাম

বাঙালি হয়ে পুজোয় লং স্কার্ট (style a skirt) পরবেন না, তা কি হয়? অবশ্য়ই পুজোয় লং স্কার্ট পরুন। এরকম একটি সলিড রঙের উপর কাজ করা লং স্কার্ট নিতে পারেন। খুবই ভাল দেখতে লাগবে। ক্রপ টপ বা ছোট ঝুলের কুর্তা দিয়েও আপনি লং স্কার্ট পরতে পারেন। আই মেকআপে গুরুত্ব দিন। কাজল পরুন সুন্দর করে।

মিনি স্কার্ট (style a skirt)

ছবি – ইনস্টাগ্রাম

বয়স পেরিয়ে গিয়েছে বলে কি মিনি স্কার্ট পরার সময় চলে গিয়েছে? একদমই না। আপনি সুতির মিনি স্কার্ট পরতে পারেন মাসুমের মতোই। একই রঙের স্কার্ট (style a skirt) ও টপ ট্রাই করতে পারেন। সপ্তমীর সকালে কিন্তু এই লুক বেশ মানাবে। ঠোঁটে নুড শেড লাগাতে ভুলবেন না।

মিডি

ছবি – ইনস্টাগ্রাম

সামান্য ঘের দেওয়া মিডি স্কার্ট বেছে নিতে পারেন। তার সঙ্গে সাদা স্নিকার্স পরতে পারেন। খুব ভাল লাগবে দেখতে।

নি লেন্থ স্কার্ট

ছবি – ইনস্টাগ্রাম

সব ঝুলের স্কার্টের (style a skirt) আলোচনাই যখন হল, তবে নি লেন্থ স্কার্টই বা কেন বাদ যায়? হাঁটু পর্যন্ত ঝুলের স্কার্ট বেছে নিন। সুন্দর করে পরে নিন মনামীর মতো। উজ্জ্বল রং বেছে নিতে পারেন, তবে অবশ্যই আপনার ত্বকের রঙও খেয়াল রাখবেন। দেখবেন খুব ভাল লাগছে আপনাকে।

POPxo এখন চারটে ভাষায়! ইংরেজিহিন্দিমারাঠি আর বাংলাতেও!      

বাড়িতে থেকেই অনায়াসে নতুন নতুন বিষয় শিখে ফেলুন। শেখার জন্য জয়েন করুন #POPxoLive, যেখানে আপনি সরাসরি আমাদের অনেক ট্যালেন্ডেট হোস্টের থেকে নতুন নতুন বিষয় চট করে শিখে ফেলতে পারবেন। POPxo App আজই ডাউনলোড করুন আর জীবনকে আরও একটু পপ আপ করে ফেলুন!

Read More From ফ্যাশন