রূপচর্চা ও বিউটি টিপস

দুর্গা পুজোর আগে ত্বকের জেল্লা বাড়াতে ব্যবহার করুন পিল অফ মাস্ক

Debapriya Bhattacharyya  |  Sep 15, 2019
দুর্গা পুজোর আগে ত্বকের জেল্লা বাড়াতে ব্যবহার করুন পিল অফ মাস্ক

আমরা যারা একটু আধটু রূপচর্চা করে থাকি, কোনও না কোনও সময়ে আমরা সবাই-ই পিল অফ মাস্ক (peel off masks) ব্যবহার করেছি। ত্বকের যত্ন নিতে নানা ধরনের মাস্ক, প্যাক তো বরাবরই ব্যবহার করা হয়ে এসছে, কিন্তু যাঁদের হাতে খুব বেশি সময় থাকে না বাড়িতে ফেসপ্যাক তৈরি করার তাঁদের জন্য পিল অফ মাস্ক খুবই কার্যকরী। পিল অফ মাস্ক ঠিক কীভাবে ত্বকের যত্নে সাহায্য করে, ত্বকের কোন কোন সমস্যার জন্য কোন কোন পিল অফ মাস্ক ব্যবহার করা উচিত, কেমন ধরণের ত্বকের জন্য কোন মাস্ক বেস্ট, সব জানাবো এই প্রতিবেদনে যাতে দুর্গা পুজোর (durga puja) আগেই আপনার ত্বক হয়ে ওঠে ঝকঝকে!

কেন পিল অফ মাস্ক ব্যবহার করবেন

শাটারস্টক

নানা কারনেই পিল অফ মাস্ক ব্যবহার করা যেতে পারে –

https://bangla.popxo.com/article/try-sheet-mask-to-make-your-skin-durga-puja-ready-in-bengali

কেমন ধরনের ত্বকে কোন পিল অফ মাস্ক ব্যবহার করবেন

তৈলাক্ত ত্বকের জন্য

যাঁদের ত্বক তৈলাক্ত তাঁদের ত্বকের লোমকূপ কিন্তু বেশিরভাগ সময়েই খোলা থাকে ফলে ময়লা জমতে খুব বেশি সময় লাগে না। কাজেই তাঁদের এমন কোনও পিল অফ মাস্ক ব্যবহার করা উচিত যা ত্বকের অতিরিক্ত তেলও শুষে নেয় আবার ত্বকের উপর থেকে মরাকোষ সরিয়ে দেয়। তৈলাক্ত ত্বকের অধিকারিণীরা চারকোল বেসড পিল অফ মাস্ক ব্যবহার করতে পারেন।

শুষ্ক ত্বকের জন্য

যদি আপনার ত্বক শুষ্ক হয় তাহলে এমন কোনও পিল অফ মাস্ক ব্যবহার জরুন যাতে গ্লিসারিন বা হায়ালুরনিক অ্যাসিড রয়েছে, এগুলি ত্বকের আর্দ্রতা বজায় রাখতে সাহায্য করে এবং ত্বক মোলায়েমও করে তোলে।

ত্বকের হারানো ঔজ্জ্বল্য ফিরে পাওয়ার জন্য

প্রতিদিনের ধুলো, ময়লা, দূষণ এবং ধকলের ফলে আমাদের ত্বকের ঔজ্জ্বল্য ধীরে ধীরে হারিয়ে যেতে থাকে, সেই হারানো ঔজ্জ্বল্য ফিরিয়ে আনতে আপনি বাড়িতে তৈরি পিল অফ মাস্কও ব্যবহার করতে পারেন আবার বাজারচলতি এমন কোনও পিল অফ মাস্ক ব্যবহার করতে পারেন যার মধ্যে প্রাকৃতিক উপকরণ রয়েছে, বিশেষ করে লেবুর নির্যাস।

https://bangla.popxo.com/article/durga-puja-special-beauty-treatment-in-best-clinics-in-kolkata-in-bengali

POPxo এখন ৬টা ভাষায়! ইংরেজি, হিন্দি, তামিল, তেলুগু, মারাঠি আর বাংলাতেও!

আপনি যদি রংচঙে, মিষ্টি জিনিস কিনতে পছন্দ করেন, তা হলে POPxo Shop-এর কালেকশনে ঢুঁ মারুন। এখানে পাবেন মজার-মজার সব কফি মগ, মোবাইল কভার, কুশন, ল্যাপটপ স্লিভ ও আরও অনেক কিছু!

Read More From রূপচর্চা ও বিউটি টিপস