পুজোর সময় দক্ষিণ (South) কলকাতা (Kolkata) হয়ে যায় গোটা একটা দেশ। এক আশ্চর্য দেশ। যেখানে প্রতিটি গলিতে, প্রতিটি পাড়ায় চলে পুজো। আর থিমের (themes) কথাই যদি বলেন তা হলে বলব এ যেন অনেকটা “এ বলে আমায় দ্যাখ তো ও বলে আমায়”-এর মতো ব্যাপার। চমক দিতে কেউই কম যায় না। রইল দক্ষিণ কলকাতার আরও কিছু পুজো প্যান্ডেলের খবর।থিম থাক বা না থাক, সবাইকে সঙ্গে নিয়ে প্রাণ ভরে ঠাকুর দেখুন।
১) গলফ গ্রিন শারদোৎসব কমিটি
এই বছরের থিম ‘কনজারভেশন অ্যান্ড রেস্টোরেশন।’ ভারতের বিপুল শিল্প ভাণ্ডারের কিছুটা তুলে ধরা হবে থিমের মাধ্যমে। প্রতিমা হবে ষোলো হাতের।
২) হরিদেবপুর ৪১ পল্লী
এবারের থিম ‘আগন্তুক।’ সংবাদমাধ্যম কীভাবে নতুন-নতুন খবরের আশায় ঘুরে বেড়ায় এবং কীভাবে সেটা সবার সামনে পেশ করে সেটাই এবারের ভাবনা।
৩) হরিদেবপুর নবীন সাথী ক্লাব
এঁদের থিম হল ‘শিকারি কি নিজেই শিকার?” বোঝাই যাচ্ছে, থিমের মাধ্যমে দেওয়া হবে পরিবেশ সচেতনতার বার্তা।
৪) বাদামতলা আষাঢ় সঙ্ঘ
এবারের থিম বিন্দু। একটি বিন্দু থেকে পৃথিবীর শুরু ও শেষ, থিম সেটাই দেখাবে।
৫) কালীঘাট নেপাল ভট্টাচার্য স্ট্রিট ক্লাব
এই ক্লাবের থিম হল ‘পুজোটাই এবারে মাটি।’ না, আপনার পুজো একদমই মাটি হবে না। মাটি ছাড়া প্রতিমা গড়া অসম্ভব। আর সেই মাটিই এবারের থিম।
৬) আদি লেক পল্লী
আদি লেক পল্লী বলছে মায়ের পুজো মেয়ের ঘরে। অর্থাৎ মা লক্ষ্মীর বাড়িতে ঘরের মেয়ের মতো পূজিতা হবেন দেবী দুর্গা।
৭) নবপল্লী সঙ্ঘ সর্বজনীন
‘শক্তিতেই মুক্তি’ বলছে এই ক্লাব। অশুভ শক্তির বিনাশ করতে জন্ম নিয়েছিলেন দেবী দুর্গা। সেটাই এবারের থিম।
৮) যুবমৈত্রী
এঁরা তৈরি করেছেন ‘স্বপ্ন পিঞ্জর’ অর্থাৎ স্বপ্নের খাঁচা। আমাদের জীবনে প্রত্যেকেরই কিছু স্বপ্ন থাকে। সব স্বপ্ন সফল না হলেও স্বপ্ন দেখা ছাড়ে না কেউ। সেটাই এবারের থিম।
৯) পল্লী উন্নয়ন সমিতি, বাসুদেবপুর
সামাজিক বার্তা দেবে এই ক্লাব। মূল ভাবনা হল শিশুশ্রম। সেটা যাতে বন্ধ হয় সেটাই বলা হবে। থিমের ট্যাগলাইন হল’ হাজার তারা আলোয় ভরা।’
১০) বেহালা ১১ পল্লী শারদোৎসব সমিতি
এঁদের থিম লৌহ কবচ। মূল ভাবনা হল পাখিদের সঙ্গে পরিবেশের সম্পর্ক তুলে ধরা।
১১) বেহালা ফ্রেন্ডস
অফিসপাড়ার টাইপিস্টরা হলেন এবারের থিমের মূল বিষয়। একটা বড় টাইপ রাইটারের মধ্যে দিয়েই মণ্ডপের ভিতরে ধুকবেন দর্শকরা।
১২) বেহালা মুকুল সঙ্ঘ
বাঁশ হল এবারের থিম। প্রতিমার কাঠামো থেকে প্যান্ডেল বাঁশ ছাড়া সম্ভব নয়। দেখানো হবে সেটাই।
১৩) বেহালা দেবদারু ফটক
আমরা হলাম ‘গ্ল্যাডলি বাঙালি’ বলছে এই ক্লাব। বাঙালি উৎসব ভালবাসে আর সেটাই তুলে ধরা হবে থিমের মাধ্যমে।
১৪) বেহালা ত্রিশক্তি সঙ্ঘ
‘জীবনের ওঠাপড়া’ এটাই দেখানো হবে থিমের মাধ্যমে। আসল বিষয় হল বাধা বিপত্তি সব পেরিয়ে মনের জোরে এগিয়ে চলা।
১৫) বেহালা নেতাজী সড়ক আঞ্চলিক অধিবাসীবৃন্দ
বাসিন্দারা চাইছেন পুজো হোক সাবেকি ধারায়। তাই এই ক্লাব বলছে ‘নীল নীলিমায় অভিজাত সাবেকিয়ানা।’ বোঝা যাচ্ছে যে থিম নয় প্রচলিত সাবেকিয়ানাই বেশি গুরুত্ব পাবে।
Featured Images: durgapujakolkata , Kushal Bhattacharya, amitpaul2447
POPxo এখন ৬টা ভাষায়! ইংরেজি, হিন্দি, তামিল, তেলুগু, মারাঠি আর বাংলাতেও!
এসে গেল #POPxoEverydayBeauty – POPxo Shop-এর স্কিন, বাথ, বডি এবং হেয়ার প্রোডাক্টস নিয়ে, যা ব্যবহার করা ১০০% সহজ, ব্যবহার করতে মজাও লাগবে আবার উপকারও পাবেন! এই নতুন লঞ্চ সেলিব্রেট করতে প্রি অর্ডারের উপর এখন পাবেন ২৫% ছাড়ও। সুতরাং দেরি না করে শিগগিরই ক্লিক করুন POPxo.com/beautyshop-এ এবার আপনার রোজকার বিউটি রুটিন POP আপ করুন এক ধাক্কায়…