উফ, অ্যাদ্দিনে বুঝি দক্ষিণ (South) কলকাতার (Kolkata) বাসিন্দারা হাঁপ ছেড়ে বাঁচলেন। সেই কবে থেকে আমরা পুজো পরিক্রমা শুরু করেছি। উত্তর কলকাতায় ঘুরে-ঘুরে ঠাকুর দেখতেই হাঁটুতে বাত ধরে গেল। হা পিত্যেশ করে সক্কলে বসে আছেন অনেক তো হল বাপু, এবার ঠাকুর দেখতে একটু দক্ষিণে এসো দেখি। থিম (themes) পুজোয় দক্ষিণ কলকাতাও যে সমানে-সমানে টক্কর দিতে তৈরি সে আর বলতে। তাই এবার আমরা শুরু করলাম দক্ষিণ কলকাতার সফর। দেখে নেব, কোন প্যান্ডেলে রয়েছে কোন চমক।
১) বড়িশা সর্বজনীন
এবারে এঁদের পুজোর শিরোনাম হল ‘পালক’। এখানে পালক বলতে নদীকে বোঝানো হয়েছে। কৃষিকাজ আমাদের রাজ্যের অন্যতম জীবিকা। সেখানে নদী বড় ভূমিকা পালন করে, সেটাই বোঝানো হয়েছে।
২) ৭৪ পল্লী সর্বজনীন
বাংলার প্রাচীনতম বাদ্যযন্ত্র ঢোল হল এঁদের থিম। মণ্ডপও তৈরি হয়েছে ঢোলের আকারে।
৩) ২৫ পল্লী সর্বজনীন
বিশ্ব উষ্ণায়ন হল এঁদের বিষয়। ভাবনায় রাখা হয়েছে সাম্প্রতিক কালে অ্যামাজন অরণ্য পুড়ে যাওয়ার ঘটনাও। তাই এঁদের পুজোর থিম হল ‘দহন।’
৪) পল্লীমঙ্গল সমিতি
এবারের থিম মেলা। মেলার অর্থ মিলন। সবাই সেখানে আনন্দ করতে আসে। কিন্তু মেলায় যারা কাজ করেন তাঁরা খুব কষ্ট করে থাকেন। সেটাই এবারের মূল ভাবনা।
৫) খিদিরপুর নবরাগ
পুজোর সঙ্গে জড়িত নানা উপকরণ যেমন কোষাকুষি, হোমের কাঠ, কড়ি, কুলো দিয়ে তৈরি হয়েছে মণ্ডপ।
৬) খিদিরপুর বিজয়ী সঙ্ঘ
থাকছে না কোনও থিম। মণ্ডপ এবং প্রতিমা সবই সাবেকি। তবে আলোকসজ্জা করা হয়েছে চন্দননগরের মতো করে।
৭) খিদিরপুর ভেনাস ক্লাব
রামায়ণের গল্পের মাধ্যমে দেখানো হবে অকালবোধন। সেটাই এবারের থিম।
৮) খিদিরপুর কবিতীর্থ
কোনওদিনই এখানে থিম পুজো হয়না। এবারেও তার অন্যথা হচ্ছে না। হিমালয়ের কন্যারূপে তৈরি হচ্ছে উমার মূর্তি।
৯) ভবানীপুর ৭৫ পল্লী
এঁদের থিম হল নাগরদোলা। এই পুজো সবার পুজো তাই সেটা বোঝাতে মণ্ডপে থাকবে নামাজ পড়ার জায়গাও।
১০) ভবানীপুর স্বাধীন সঙ্ঘ
এঁদের থিম হল ‘আমি।’ আমি মানে আপনি, আমি মানে আমার আমার মা, আপনার মা অর্থাৎ সমগ্র নারীজাতি বা নারীশক্তি।
১১) গোলমাঠ সর্বজনীন
চা বাগানের মধ্যে থাকবেন মা দুর্গা। চা বাগানের শ্রমিকদের নাচ গান হবে বাড়তি পাওনা।
১২) বকুলবাগান সর্বজনীন
দুর্গা পুজোর সঙ্গে ওতপ্রোত ভাবে জড়িত চালচিত্র হল এঁদের থিম। যোগ করা হয়েছে কালীঘাটের পটচিত্রকেও।
১৩) বড়িশা যুবকবৃন্দ
এবারের থিম ‘জেলেপাড়ার উমা’। নাম শুনেই বোঝা যাচ্ছে মণ্ডপে থাকবে জেলেদের জীবনযাত্রার এক ঝলক।
১৪) বড়িশা ক্লাব
বড়িশা ক্লাব বলছে ‘তোমাদের বাড়ছে গতি, আমাদের দুর্গতি।’ মোবাইল টাওয়ারের জন্য মারা যাচ্ছে পাখিরা, সেটাই এঁদের থিম।
১৫) বড়িশা তরুণ তীর্থ
দৈনন্দিন জীবনের দৌড়ঝাঁপে জীবন থেকে হারিয়ে যাচ্ছে ভালবাসার রং। তাই এবারের থিম ‘রাঙিয়ে দিয়ে রঙে রঙে, মা এসেছে তুলির টানে।’ মণ্ডপ সজ্জায় থাকবে ছবি আঁকার নানা সরঞ্জাম।
Featured Image: piyali_6, ryma.since1924, rprajdeep
POPxo এখন ৬টা ভাষায়! ইংরেজি, হিন্দি, তামিল, তেলুগু, মারাঠি আর বাংলাতেও!
এসে গেল #POPxoEverydayBeauty – POPxo Shop-এর স্কিন, বাথ, বডি এবং হেয়ার প্রোডাক্টস নিয়ে, যা ব্যবহার করা ১০০% সহজ, ব্যবহার করতে মজাও লাগবে আবার উপকারও পাবেন! এই নতুন লঞ্চ সেলিব্রেট করতে প্রি অর্ডারের উপর এখন পাবেন ২৫% ছাড়ও। সুতরাং দেরি না করে শিগগিরই ক্লিক করুন POPxo.com/beautyshop-এ এবার আপনার রোজকার বিউটি রুটিন POP আপ করুন এক ধাক্কায়…