Diet

মেদ ঝরানোর জন্য ব্রেকফাস্ট ও স্ন্যাক্স প্ল্যানিংয়ের টিপস, কী-কী খেতে পারেন জেনে নিন

Parama Sen  |  Jul 30, 2019
মেদ ঝরানোর জন্য ব্রেকফাস্ট ও স্ন্যাক্স প্ল্যানিংয়ের টিপস, কী-কী খেতে পারেন জেনে নিন

আমরা যখন ওজন কমাব বলে ঠিক করি, আর সেই জন্য প্রথমেই তেড়েফুঁড়ে ডায়েটিং করতে শুরু করি, তখন সবচেয়ে বেশি নজর দিই লাঞ্চ আর ডিনারের দিকে! মেপে ভাত-রুটি, একবাটি সবজি সেদ্ধ, ডাল, মাছ-মাংস, ঠিক যেমন-যেমনটা খাওয়া উচিত, তেমন-তেমনটা খাই। কিন্তু ওজন আর কমে না। আচ্ছা, চলুন, এবার ডায়েটিংয়ের পাশাপাশি শুরু করলাম এক্সারসাইজও। হাঁটাহাঁটি, ফ্রি-হ্যান্ড, জিম, পাওয়ার যোগা…কিন্তু কোমর সেই একই জায়গায় দাঁড়িয়ে আছে! তা হলে গলদটা কোথায়? আজ্ঞে, গোড়ায়! হ্যাঁ, গোড়ায় আর খানিকটা মাঝখানেও বটে। মানে, দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মিল ব্রেকফাস্ট আর স্ন্যাক্স হিসেবে আপনি ঠিক কী খাচ্ছেন বলুন তো? ওই দ্যাখো, আমতা-আমতা করে! তার মানে, ওখানে যা-যা খেতেন, তাই-তাই-ই খাচ্ছেন! তা হলে আর ওজন কমবে কী করে! কারণ, ডায়েটিশিয়ানদের মতে, ব্রেকফাস্ট (breakfast) এবং স্ন্যাক্স (snacks) সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ওজন (weight loss) কমানোর জন্য। একটা দিয়ে আপনি দিন শুরু করছেন, অর্থাৎ, আপনার শরীর বুঝতে পেরে গেল যে, সারা দিনে সে কীরকমের ফুয়েল পেতে পারে বার্ন করার জন্য। অন্যটা মাঝে-মাঝে খাচ্ছেন, মানে, শরীরের যখনই এনার্জির ঘাটতি হচ্ছে, ওটা তার বাড়তি ফুয়েল! এই দুই ধরনের মিল তাই ওজন কমানোর ক্ষেত্রে ভারী এফেক্টিভ ভূমিকা নেয়। এবার প্রশ্ন হল, তা হলে ব্রেকফাস্ট আর স্ন্যাক্স প্ল্যান করবেন কী করে। এখানে তারই সন্ধান দেব আমরা।

১. ব্রেকফাস্টে কী-কী খেতে পারেন আপনি

দিনের শুরুটা দেখতে জবরদস্ত হওয়া চাই, নইলে মন এবং পেট, দুটোরই শান্তি হবে না। কিন্তু এই জবরদস্ত যেন ক্যালরির দিক থেকে না হয়। দেখে নেওয়া যাক, ব্রেকফাস্টে আপনার মেনুতে কী-কী থাকতে পারে…

দেখলেন তো, কত কিছু খেতে পারেন আপনি ব্রেকফাস্টে!

২. স্ন্যাক্সে কী-কী খেতে পারেন

লাঞ্চ শেষ করার পর বিকেলে টুকটাক মুখ চালাতে সকলেরই ইচ্ছে করে। বিশেষত বিকেলের চায়ের সঙ্গে কিছু না খেতে পারলে বাঙালির পেট খালি আর মন ফাঁকা লাগে। চলুন, দেখে নেওয়া যাক, স্ন্যাক্সে কী খেতে পারেন আপনি…

 

POPxo এখন ৬টা ভাষায়! ইংরেজি, হিন্দি, তামিল, তেলুগু, মারাঠি আর বাংলাতেও!

আপনি যদি রংচঙে, মিষ্টি জিনিস কিনতে পছন্দ করেন, তা হলে POPxo Shop-এর কালেকশনে ঢুঁ মারুন। এখানে পাবেন মজার-মজার সব কফি মগ, মোবাইল কভার, কুশন, ল্যাপটপ স্লিভ ও আরও অনেক কিছু!

Read More From Diet