মেকআপের সরঞ্জাম

কেমন স্কিনটোনের জন্য আদর্শ কোন কমপ্যাক্ট পাউডার, হদিশ দিচ্ছি আমরা

Debapriya Bhattacharyya  |  Nov 17, 2020
কেমন স্কিনটোনের জন্য আদর্শ কোন কমপ্যাক্ট পাউডার, হদিশ দিচ্ছি আমরা in bengali

আপনার মেকআপ বক্সে হয়তো রকমারি কমপ্যাক্ট পাউডার (everything you need to know about compact powder) রয়েছে। কিন্তু সেটা কখন, কীভাবে ব্যবহার করবেন তা জানেন কি? ত্বক অনুযায়ী বেছে নিতে হবে আপনার প্রয়োজনীয় কমপ্যাক্ট পাউডার। তারপর তা নিয়ম মেনে ব্যবহার করলে তবেই মিলবে উপকার। মেকআপ দীর্ঘক্ষণ টিকিয়ে রাখতে খুব জরুরি এই উপাদান। আপনার ত্বকের জন্য আদর্শ কিছু কমপ্যাক্ট পাউডারের হদিশও রয়েছে। এবার শুধু বেছে নিয়ে অ্যাপ্লাই করার অপেক্ষা।

কমপ্যাক্ট পাউডার ব্যবহারের নিয়ম

কমপ্যাক্ট পাউডার (everything you need to know about compact powder) ব্যবহার করার নির্দিষ্টি কিছু পদ্ধতি রয়েছে। তা ফলো করলে তবেই মেকআপ বসবে ভাল। পরিমাণ মতো পাউডার স্পঞ্জে করে নিয়ে ত্বকে অ্যাপ্লাই করুন। প্রথমবার দেওয়ার সময় যাতে মুখের সব জায়গায় ছড়িয়ে পড়ে সেটা দেখবেন। এরপর ধীরে-ধীরে ব্লেন্ড করে নিন মুখে। এতে ত্বকের সব জায়গা কভার যেমন করা যাবে, তেমনই ফ্ললেস ত্বকও পাবেন। ফ্লাফি পাউডার ব্রাশও ব্যবহার করতে পারেন। ব্রাশের মাথায় পাউডার নিয়ে ছড়িয়ে দিন মুখে। কোন ব্রাশ দিয়ে কমপ্যাক্ট পাউডার স্কিনে অ্যাপ্লাই করছেন সেটাও খুব জরুরি।

ব্রাশের মাথায় পাউডার নিয়ে ছড়িয়ে দিন মুখে (ছবি সৌজন্য – পেক্সেলস ডট কম)

কমপ্যাক্ট পাউডার কেনার আগে অবশ্যই মাথায় রাখুন এই দশটি কথা

কমপ্যাক্ট পাউডার কেনার আগে কীভাবে তা পছন্দ করবেন, সেটা একটা বড় বিষয়। ফলো করতে পারেন নীচের টিপসগুলি।

১| আপনার ত্বক ঠিক কোন ধরনের তা সবার আগে জেনে নেওয়া জরুরি। যদি এ সম্বন্ধে নিজের কোনও ধারণা না থাকে, তাহলে অবশ্যই বিশেষজ্ঞদের সাহায্য নিন।

২| শুষ্ক, তৈলাক্ত বা সাধারণ ত্বক হলেই হবে না। আপনার স্কিন টোন অনুযায়ী কোন কমপ্যাক্ট পাউডার (everything you need to know about compact powder) কার্যকরী হবে সেটা জেনে নিন।

৩| কমপ্যাক্ট পাউডার দিয়ে ঠিক কী করতে চাইছেন, তা আগে ঠিক করে নিন। স্কিন টোন বাড়াতে চান নাকি দীর্ঘক্ষণ মেকআপ বসাতে চান, সেই সিদ্ধান্ত নিয়ে প্রয়োজন অনুযায়ী কমপ্যাক্ট পাউডার কিনুন।

৪| কেনার আগে কোন কোন উপাদান দিয়ে ওই নির্দিষ্ট প্রোডাক্ট তৈরি হয়েছে. তা জেনে নিন। কারণ উপকরণের কোনও উপাদানে আপনার অ্যালার্জি থাকলে তা সহজেই বাদ দিতে পারবেন। 

৫| ত্বক বিশেষজ্ঞের পরামর্শ অনুযায়ী কমপ্যাক্ট পাউডারটি (everything you need to know about compact powder) তৈরি হয়েছে কিনা জেনে নিন কেনার আগেই।

আপনার স্কিন টোন অনুযায়ী কোন কমপ্যাক্ট পাউডার কার্যকরী হবে সেটা জেনে নিন (ছবি সৌজন্য – পেক্সেলস ডট কম)

৬| আপনার কমপ্যাক্ট পাউডার সান প্রোটেকশন হিসেবে কাজ করবে কিনা জেনে নেওয়া জরুরি।

৭| সবচেয়ে বেশি কতদিন পর্যন্ত ওই পাউডার ব্যবহার করতে পারবেন, তাও দেখে নিন। কারণ কেনার পরই সব সময় আমরা ব্যবহার করি না।

৮| ডেলি মেকআপ আর পার্টি মেকআপের কমপ্যাক্ট পাউডার (everything you need to know about compact powder) সাধারণত আলাদা হয়। কেনার আগে তাও লক্ষ্য রাখবেন।

৯| প্রোডাক্টের গায়ে তার গুণাগুণ সাধারণত লেখা থাকে। পড়ে নিলে পরে আর পস্তাতে হবে না।

১০| একই প্রোডাক্টের বিভিন্ন শেড বাজারে পাওয়া যায়। আপনার কোনটা প্রয়োজন সেটা দেখে কিনে নিন।

আমাদের পছন্দের কয়েকটি কমপ্যাক্ট পাউডার

এল আইটি রেডিয়ান্ট ম্যাট কমপ্যাক্ট পাউডার – বিট

বিট একটি মিডিয়াম বেস শেড যা গমরঙা থেকে ট্যান – যে-কোনও স্কিনটোনের জন্য উপযুক্ত। এটি PETA অনুমোদিত ক্রুয়েলটি ফ্রি ভেগান প্রোডাক্ট।

এই উজ্জ্বল কমপ্যাক্টের (everything you need to know about compact powder) সাহায্যে আপনার ইনার গ্লো আরও বেড়ে যাবে। MyGlamm-এর এল আই টি রেডিয়ান্ট ম্যাট কমপ্যাক্ট অ্যাডভানসড অপটিক্যাল টেকনোলোজি দিয়ে তৈরি যা আপনার ত্বকের ছোট-খাটো খুঁত ঢেকে দারুণ একটা #nofilter লুক দেয়। এটি লাইটওয়েট এবং ত্বকের সঙ্গে খুব সুন্দর মিশে যায়। যে-কোনোও সময়ে গ্লো করতে এই কমপ্যাক্টটি সঙ্গে রাখুন।

এল আইটি রেডিয়ান্ট ম্যাট কমপ্যাক্ট পাউডার – সারভিং ফেস

সারভিং ফেস একটি লাইট বেস শেড যা ফর্সা থেকে হাল্কা – যে-কোনও স্কিনটোনের জন্য উপযুক্ত। এটি PETA অনুমোদিত ক্রুয়েলটি ফ্রি ভেগান প্রোডাক্ট।

এল আই টি রেডিয়ান্ট ম্যাট কমপ্যাক্ট একটি লাইটওয়েট প্রেসড কমপ্যাক্ট পাউডার যা মুক্তো ও স্যাটিনের মত ম্যাট ফিনিশ দেয়। এল আই টি রেডিয়ান্ট ম্যাট কমপ্যাক্টটি অ্যাডভান্সড অপটিক্যাল টেকনোলোজি দ্বারা প্রস্তুত করা হয়েছে যা আপনার ত্বকের ছোট-খাটো খুঁত ঢেকে দারুণ একটা #nofilter লুক দেয়।

এল আইটি রেডিয়ান্ট ম্যাট কমপ্যাক্ট পাউডার – স্ন্যাচড

স্ন্যাচড একটি ডিপ বেস শেড যা উজ্জ্বল শ্যামবর্ণ স্কিনটোনের জন্য উপযুক্ত। এটি PETA অনুমোদিত ক্রুয়েলটি ফ্রি ভেগান প্রোডাক্ট।

এই উজ্জ্বল কমপ্যাক্টের (everything you need to know about compact powder) সাহায্যে আপনার ইনার গ্লো আরও বেড়ে যাবে। MyGlamm-এর এল আই টি রেডিয়ান্ট ম্যাট কমপ্যাক্ট অ্যাডভানসড অপটিক্যাল টেকনোলোজি দিয়ে তৈরি যা আপনার ত্বকের ছোট-খাটো খুঁত ঢেকে দারুণ একটা #nofilter লুক দেয়। এটি লাইটওয়েট এবং ত্বকের সঙ্গে খুব সুন্দর মিশে যায়। যে-কোনোও সময়ে গ্লো করতে এই কমপ্যাক্টটি সঙ্গে রাখুন।

https://bangla.popxo.com/article/difference-between-liquid-and-powder-highlighter-in-bengali

POPxo এখন চারটে  ভাষায়! ইংরেজি, হিন্দি, মারাঠি আর বাংলাতেও!

বাড়িতে থেকেই অনায়াসে নতুন নতুন বিষয় শিখে ফেলুন। শেখার জন্য জয়েন করুন #POPxoLive, যেখানে আপনি সরাসরি আমাদের অনেক ট্যালেন্ডেট হোস্টের থেকে নতুন নতুন বিষয় চট করে শিখে ফেলতে পারবেন। POPxo App আজই ডাউনলোড করুন আর জীবনকে আরও একটু পপ আপ করে ফেলুন!

Read More From মেকআপের সরঞ্জাম