Care

চুলেরও সানস্ক্রিনের প্রয়োজন আছে, জেনে নিন কেন! রইল কিছু সানস্ক্রিনের হদিশও

Parama Sen  |  Jul 24, 2019
চুলেরও সানস্ক্রিনের প্রয়োজন আছে, জেনে নিন কেন! রইল কিছু সানস্ক্রিনের হদিশও

দেখুন, রোদ যখন আমাদের ত্বকের ক্ষতি করে, সেই একই রোদ চুলকে ভালবেসে তার ক্ষতি করবে না, এটা ভাবা অন্যায়! ফলে রোদে বেরলে সূর্যের ক্ষতিকর আলট্রা ভায়োলেট রশ্মি (rays) আমাদের চুল থেকে আর্দ্রতা চুরি করে, চুলের মেলানিন নষ্ট করে তার স্বাভাবিক রং (colour) পাল্টে দেয়। এমনকী, চুলে কৃত্রিম রং করানো থাকলে, তা-ও নষ্ট করে দিতে পারে কড়া রোদ! ফলে রোদের হাত থেকে আমরা ত্বককে রক্ষা করার জন্য যেমন নানা ধরনের ঘরোয়া-বাজারে কেনা সানস্ক্রিন ব্যবহার করি, ঠিক তেমনই চুলের জন্যও সানস্ক্রিন (Sunscreen) ব্যবহারের প্রয়োজন আছে। কিন্তু কীভাবে তা ব্যবহার করা করতে হবে, অন্য কোনওভাবে চুলের যত্ন নিতে হবে কিনা ক্ষতিকর রোদের হাত থেকে বাঁচাতে, সেই সব নিয়েই আজ আলোচনা করব আমরা।

হেয়ার সানস্ক্রিন কেন ব্যবহার করা প্রয়োজন

হেয়ার (hair) সানস্ক্রিন কাকে বলে এবং এই ধরনের প্রোডাক্ট কেন ব্যবহার করবেন, তা একটু বিশদে বুঝিয়ে বলা প্রয়োজন।

ভারতে পাওয়া যায় এমন কয়েকটি হেয়ার সানস্ক্রিন

দেখুন, সত্যি কথা বলতে গেলে, আমরা অনেকেই ত্বকেই নিয়মিত সানস্ক্রিন লাগাই না! সুতরাং, চুলে নিয়মিত লাগাব, এমনটা ভাবাটাও অন্যায়! কিন্তু এটা মোটেও বিদেশি কনসেপ্ট নয় এবং ভারতেও নয়-নয় করে বেশ কিছু হেয়ার সানস্ক্রিন প্রোডাক্ট কিনতে পাওয়া যায়। এখানে সেরকমই কয়েকটি প্রোডাক্টের হদিশ রইল।

১. ওয়াও সাটিন সানশেড সানস্ক্রিন শ্যাম্পু

এটি প্যারাবেন ও সালফেট ফ্রি। ফলে যে-কোনও ধরনের চুলের জন্যই মানানসই। এটি ব্রড স্পেকট্রাম সানস্ক্রিন, ফলে UVA ও UVB, দুই ধরনের ক্ষতিকর রশ্মির হাত থেকেই চুলকে রক্ষা করে। এমনকী, এটির নিয়মিত ব্যবহার আপনাকে চুল পড়া, অকালপক্কতা ও ডগা ফাটার হাত থেকেও রক্ষা করে।

দাম: ২৯৯ টাকা (৩০০ মিলি)

২. স্ট্রিক্স সানব্লক হেয়ার সিরাম

এতে সবকটি সানব্লক স্পেকট্রাম আছে যা রোদের ক্ষতিকর প্রভাব থেকে চুলকে রক্ষা করে, তার স্বাভাবিক রং বজায় রাখতে সাহায্য করে ও সেই সঙ্গে চুল রুক্ষ, শুষ্ক হয়ে যাওয়ার হাত থেকেও বাঁচায়!

দাম: ২৫৮ টাকা (১০০ মিলি)

 

৩. ডট অ্যান্ড কি সানস্ক্রিন সফটেনিং হেয়ার সিরাম

এই হেয়ার সিরামটি চুলকে রোদের হাত থেকে রক্ষা তো করেই, তার সঙ্গে-সঙ্গে চুলে নানা ভাবে পুষ্টিও যোগায়। এটির নিয়মিত ব্যবহার আপনার চুল পড়া বন্ধ করবে, চুলের ডগা শক্ত করবে, চুলের ঔজ্জ্বল্য বাড়াবে এবং চুল রুক্ষ, শুষ্ক হতে দেবে না।

দাম: ৬৯৫ টাকা (৫০ মিলি)

 

৪. বেরিনা হেয়ার কোট

এই হেয়ার সিরামের সিলিকন গাম শুধু যে সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে চুলকে রক্ষা করে, তা নয়, ধুলোবালি এবং নানা রকম দূষণের হাত থেকেও চুলকে রক্ষা করে।

দাম: ৪৭০ টাকা (৮৫ মিলি)

POPxo এখন ৬টা ভাষায়! ইংরেজি, হিন্দি, তামিল, তেলুগু, মারাঠি আর বাংলাতেও!

আপনি যদি রংচঙে, মিষ্টি জিনিস কিনতে পছন্দ করেন, তা হলে POPxo Shop-এর কালেকশনে ঢুঁ মারুন। এখানে পাবেন মজার-মজার সব কফি মগ, মোবাইল কভার, কুশন, ল্যাপটপ স্লিভ ও আরও অনেক কিছু!

Read More From Care