লাইফস্টাইল

প্রকৃত ফ্যাশনিস্তা হয়ে উঠতে চান? কীভাবে তা সম্ভব, বুঝে নিন এই ফ্যাশন Quotesগুলি থেকে!

Parama Sen  |  Jun 24, 2019
প্রকৃত ফ্যাশনিস্তা হয়ে উঠতে চান? কীভাবে তা সম্ভব, বুঝে নিন এই ফ্যাশন Quotesগুলি থেকে!

মহা মুশকিল তো, ফ্যাশন কি কেউ কোটস দেখে করে নাকি! কেন করবে না! আচ্ছা, বলুন তো, ফ্যাশন (fashion) মানেটা ঠিক কী? পোশাক, মেকআপ, হেয়ারস্টাইল, নাকি এসব কিছু মিলিয়ে আপনার ব্যক্তিত্ব? আমাদের তো মনে হয়, শেষেরটা। তাই আমরা এনেছি এমন কিছু কোটস (quotes), যা আপনাকে বুঝিয়ে দেবে একজন খাঁটি ফ্যাশনিস্তা (fashionista) হতে গেলে ঠিক কীরকম হওয়াটা জরুরি। এগুলি পড়লেই বুঝতে পারবেন যে, ফ্যাশনিস্তা হতে শুধু পোশাক জরুরি নয়, জরুরি হল অ্যাটিটিউডও!

বিখ্যাত ডিজাইনারদের ফ্যাশন কোটস (Fashion quotes by famous designers)

১. ট্রেন্ড জড়িয়ে বাঁচতে যাবেন না। মনে রাখবেন, ফ্যাশন আপনার জন্য! আপনি ফ্যাশনের জন্য নন! আপনার ব্যক্তিত্ব যেন আপনার পোশাকের মধ্যে দিয়ে ফুটে ওঠে। আপনি যা নন, সেটা সাজার চেষ্টা না করাটাই ভাল! জিয়ানি ভারসাচে

২. লিটল ব্ল্যাক ড্রেস, এটা এমন একটা পোশাক, যা পরলে কোনওদিন মনে হবে না যে আপনি অতিরিক্ত সাজগোজ করে ফেলেছেন বা একদমই সাজেননি! কার্ল লগারফেল্ড

৩. ফ্যাশন হল সময়ের স্রোতে তাল মিলিয়ে চলা, সকলে যেটা পরছে, সেটাই পরা! কিন্তু স্টাইল হল নিজস্ব ব্যাপার! কাজেই স্টাইল করুন, ফ্যাশন নয়! অস্কার ডে লা রেন্টা

৪. সৌন্দর্য পৃথিবীর সর্বত্র ছড়িয়েত আছে! সাধারণ মানুষের চোখে যেটা হতকুচ্ছিত, আমি তো তার মধ্যেও সুন্দরকে খুঁজে পাই! আলেকজান্ডার ম্যাককুইন

৫. আমি তো আর পোশার ডিজাইন করি না! আমি হলাম গিয়ে স্বপ্নের কারিগর! র্যাল্ফ লরেন

৬. ফ্যাশন তো সময়ের সঙ্গে-সঙ্গে পাল্টে যায়, কিন্তু স্টাইল চিরন্তন সত্য, তা রয়েই যায়! ইভ স্যাঁ লরাঁ

৭. পোশাক ব্যাপারটা ততক্ষণ পর্যন্ত কোনও গুরুত্বই নেই, যতক্ষণ না কেউ সেটা পরছেন! মার্ক জেকবস

৮. দেখুন, ফ্যাশন করতে, ফ্যাশনেবল হতে, সকলেরই ভাল লাগে! আর অস্বীকার করে লাভ নেই, সকলে আপনার ফ্যাশন সেন্সের প্রশংসা করলে তা বাড়তি আত্মবিশ্বাসও জোগায়! ভিভিয়ান ওয়েস্টউড

৯. এলিগ্যান্স কাকে বলে জানেন? এলিগ্যান্স ভিড়ের মধ্যে আপনাকে আলাদা করে চিনিয়ে দেয় না! এলিগ্যান্স লোকের মনে আপনাকে গেঁথে দেয়! জর্জিও আর্মানি

১০. আমি কোনওদিনও চাই না, লোকে আমার তৈরি পোশাক দেখুক হাঁ করে! আমি চাই, আমার পোশাকে সেই নারীকে কত সুন্দর লাগছে, লোকে সেটা লক্ষ করুক! ভেরা ওয়্যাং

১১. কাউকে পোশাক পরানোটা একটা শিল্প। আর আমি সেই শিল্পেরই এক পূজারী মাত্র! জন গ্যালিয়ানো 

১২. আমার এত বছরের অভিজ্ঞতা আমাকে শিখিয়েছে যে, কোনও পোশাক আসলে গুরুত্বপূর্ণ নয়, কে সেটা পরছেন, তা হলে গুরুত্বপূর্ণ! ইভ স্যাঁ লরাঁ

১৩. অনেকেই সাজগোজের সময় জুতোর দিকে খেয়াল রাখেন না! ভাবে, পায়ের দিকে আর কে-ই বা তাকাবে! কিন্তু আপনি কতটা মার্জিত, আপনার জুতোই আসলে তার প্রমাণ দেবে! ক্রিস্তিয়াঁ দিয়র

১৪. কোনও কথা না বলে নিজের ব্যক্তিত্বকে সকলের সামনে ফুটিয়ে তুলতে পারার নামই হল স্টাইল! রেচেল জো

১৫. আপনি নিজের সাজের মাধ্যমে আসলে বিশ্বের কাছে নিজেকে ফুটিয়ে তুলছেন! বিশেষত, আজকাল দুনিয়া এত দ্রুত দৌড়চ্ছে যে, ফ্যাশন অনেকটা ইনস্ট্যান্ট ভাষার কাজ করে! মিউচিয়া প্রাদা

কোকো শানেলের বিখ্যাত ফ্যাশন কোটস (Famous fashion quotes by Coco Chanel)

উইকিপিডিয়া

বিখ্যাত ফরাসি ডিজাইনার হাউস শানেলের প্রতিষ্ঠাত্রী কোকো শানেল বিভিন্ন সময়ে ফ্যাশন ও স্টাইল সম্বন্ধে এমন কিছু বিস্ফোরক মন্তব্য করে গিয়েছেন, যা প্রত্যেকেরই জানা উচিত! এখানে রইল তাঁর সেরা কিছু বক্তব্য…

১. জীবনের সেরা জিনিসগুলো আপনি কোনওদিনই কিনতে পারবেন না। আর দ্বিতীয় সেরা জিনিসগুলো? মাফ করবেন, ওগুলো বড্ড দামি হয়!

২. মেয়েরা মূলত দুরকম হয়, মার্জিত এবং দুর্দান্ত!

৩. আপনি যদি যা-তা সেজে কোথাও যান, লোকে শুধু আপনার সাজটাকেই মনে রাখবে! আর যদি রুচিসম্মতভাবে সেজে যান, লোকে আপনাকে মনে রাখবে!

৪. যদি আপনি এক্কেবারে যথার্থভাবে সাজতে চান, তা হলে আপনাকে একটু অন্যরকমভাবে সাজতে হবে!

৫. যে মহিলা দারুণ সব জুতো পরেন, তিনি কোনওদিন কুৎসিত হতে পারেন না!

৬. ফ্যাশন সময়ের সঙ্গে-সঙ্গে বদলায়, কিন্তু স্টাইল থেকে যায়!

৭. প্রতিদিনই এমনভাবে সেজে বাইরে বেরোন যেন আপনার সবচেয়ে কঠিন প্রতিদ্বন্দ্বীর মুখোমুখি হতে যাচ্ছেন!

৮. যিনি নিয়মিত সুগন্ধি ব্যবহার করেন না, তাঁর ভবিষ্যৎ অন্ধকার!

৯. অনেকেই ভাবেন, লাক্সারি হল গরিবির উল্টো! আমার মতে, লাক্সারি হল ভালগারিটির উল্টোটা!

১০. আমি ফ্যাশন করি না! কারণ, আমি-ই ফ্যাশন! 

 

POPxo এখন ৬টা ভাষায়! ইংরেজি, হিন্দি, তামিল, তেলুগু, মারাঠি আর বাংলাতেও!

আপনি যদি রংচঙে, মিষ্টি জিনিস কিনতে পছন্দ করেন, তা হলে POPxo Shop-এর কালেকশনে ঢুঁ মারুন। এখানে পাবেন মজার-মজার সব কফি মগ, মোবাইল কভার, কুশন, ল্যাপটপ স্লিভ ও আরও অনেক কিছু!

Read More From লাইফস্টাইল